বারান্দায় থেকে তোলা পেঁপে গাছের ফটোগ্রাফি
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পেঁপে গাছের ফটোগ্রাফি নিয়ে।
অফিসের কারণে আমার বাসা থেকে খুব কম বের হওয়া হয়। তো সেদিন শুক্রবার ছিল। আমার বাসার কাছে একটা ভাইয়ের বাসা তার বাসায় গিয়েছিলাম এবং বারান্দায় একটি পেঁপে গাছ দেখতে পাই। পেঁপে গাছটি দেখতে বেশ চমৎকার লাগছিল। রুম থেকে পেঁপে গাছটি দেখার পর আমি ফটোগ্রাফি করতে চাই। পেঁপে গাছটি দেখতে আমার কাছে খুবই অসাধারণ লাগছিল।পেঁপে গাছটি অনেক বেশি বড় ছিল। আমার ওই ভাইয়ের বাসা ছিল দুই তালায়। আর গাছটির ২ তালা পর্যন্ত ছিল। তাই গাছটি অনেক বেশি বড় ছিল। এরকম গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে জানালা দিয়ে দেখা যায় আবার বারান্দা থেকে দেখা যায় এরকম গাছগুলো বেশ ভালই লাগে। গাছটি অনেক বেশি উঁচু হওয়ার জন্য রশি দিয়ে গাছটিকে বেঁধে রেখেছে। বারান্দার যে রডগুলো আছে ওগুলোর সাথে পেঁপে গাছটিকে শক্ত করে বেঁধে রেখেছে। যাতে করে গাছটি ভেঙে না যাই।
অধিকাংশ পেঁপে বড় বড় ছিল। ছোট পেঁপে খুব কম ছিল।পেঁপের সাইজ গুলো অনেক বেশি বড় ছিল। আমি শুধু ভাবছিলাম এত চিকন গাছে এতগুলো পেঁপে কিভাবে আছে। পেঁপে অনেক ভাবে খাওয়া যায়। পেঁপের ভর্তা খেতে ভালো লাগে অনেক। আবার পেঁপের বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। আবার পেঁপে পাকা অবস্থায়ও খাওয়া যায়। সব রকম করেই পেঁপে ফলটি আমার অনেক প্রিয়। পেঁপে শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। আমাদের বাসায় অনেক সময়ই আমার আব্বু বাজার থেকে পেঁপে কিনে নিয়ে আসে। যে ফলগুলো প্রিয় সেই ফলগুলোর বা অন্য খাবার হলেও ফটোগ্রাফি করতেও অনেক ভালো লাগে।
এখানে অল্প কিছু পেঁপে উপরের দিকে ছিল যেগুলো অনেক ছোট ছোট। আবার আমি গাছটিতে একটা জিনিস লক্ষ্য করেছিলাম। সেটি হচ্ছে পেঁপে গাছটিতে কোন ফুল ছিল না। সব পেঁপে ধরে গিয়েছিল শুধু কয়েকটি পেঁপে একদম ছোট অবস্থায় ছিল। পেঁপের ফুল গুলো কিন্তু দেখতে অনেক চমৎকার হয়ে থাকে। কিন্তু কষ্টের বিষয় আমি সেদিন ফুল দেখতে পাইনি গাছটিতে।
বিশেষ বিশেষ তথ্য
ফটোগ্রাফি | রেনডম |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা | realme C25-13mp |
আমার লোকেশন | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin।
আপনাদের বারান্দায় তো দেখছি বেশ সুন্দর একটি পেঁপে গাছ উঠেছে। মাশাল্লাহ দেখে বেশ ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে গাছটি। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি দেখে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
আপু এটি আমার একটি ভাইয়ের বাসার বারান্দা। আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আশা করি পরবর্তীতে আরো ভালো ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো।
পেঁপে গাছের খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আর ফটোগ্রাফির সাথে সুন্দর ভাবে গুছিয়ে বর্ণনা করেছেন। যেগুলো পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে। সুন্দর একটি কমেন্ট করার জন্য।
একজন ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন আর সেখানে গিয়ে বারান্দা থেকে এই পেঁপে গাছের ফটোগ্রাফি করেছিলেন দেখে ভালো লাগলো। বেশ ভালো পেঁপের ফলন হয়েছে দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।
জি আপু। পেঁপে গাছটিতে অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরে।