রাজশাহী শহরে ঘোরাঘুরির মুহূর্ত এবং কিছু আলোকচিত্র।( ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago
❤❤আজ রোজ বুধবার ১৫ই ডিসেম্বর ২০২১ খিস্টাব্দ ও৩০ এ অগ্রহায়ন ১৪২৮ বঙ্গাব্দ, এবং১০ ই জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি। আজ ষড় ঋতুর (হেমন্তকাল )। ❤❤


হাই,আমি রাহিমা খাতুন নেভি।কেমন আছেন সবাই ?আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে,রাজশাহী শহরে ঘোরাঘুরির মুহূর্ত এবং কিছু আলোকচিত্র নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

আমি আগেই বলেছিলাম রাজশাহী শহর খুব সুন্দর। এখানে প্রাণ ভরে নিঃশাস নেওয়া যায়। এবং শিখার নগরী রাজশাহী। আমি সেই দিন আপনাদেরকে আই বাঁধ নিয়ে একটি ব্লগ লিখেছিলাম। এখন দেখাবো টি বাঁধের কিছু ছবি। টি বাঁধ ও অনেক সুন্দর। টি এর মতো শেপ। চলুন আগে দেখে নেই কিছু ছবি।

261786892_884945045533669_9204883094711097876_n (3).jpg

এখান থেকে টি বাঁধের নৌকায় উঠা হয়।


261929386_173100478329020_7777941273581694538_n (1).jpg

টি ঘাটের ছবি (রাজশাহী )
Realme 8 5G


আমরা বিকালে ঘোরাঘুরি উদ্যেশে বের হলাম ,টি বাঁধে যাবো। ওখানে ঘরাঘুরি শেষ হলে আমরা যাবো ভাইয়ার এক কলিগের বাসায়। তারা দাওয়াত দিয়েছিল। তাই আমরা বিকালে বের হলাম। রাজশাহীর রাস্তাগুলা অনেক সুন্দর। ভাইয়ার বাসা থেকে টি বাঁধে হেঁটে যাওয়া যায়। আমাদের উদ্দেশ্য ছিল ,টি বাঁধে আমরা হেঁটে যাবো। তারপর ঐখানে অটো দিয়ে যাবো। রাজশাহী তে বেশি ভাগেই অটো চলে যাতায়েত এর জন্য। ভাড়া ও খুব সহনীয়।

264585611_5318314124850375_6713816816889823444_n.jpg

এটা হচ্ছে সিপাহীপাড়ার রাস্তা (রাজশাহী)
sumsung SM-A217F

রাস্তাটা বেশ সুন্দর। চার মোড়ের রাস্তা। দেখতে ভালো লাগে। রাজশাহী শহরটা অনেক সাজানো।

267460352_5352293034786051_3596131536460676321_n.jpg

সূর্যটা এত সুন্দর লাগছে ,ছবি না তুলে পারলাম না।
sumsung SM-A217F


এইখানে আরো অনেক বড়ো বড়ো গাছ ছিল ,আমি যখন আগের বার আসছিলাম তখন দেখেছিলাম। এখন গাছ কেটে ফেলেছে ফুটপাথ তৈরি করার জন্য। গাছ থাকাকালীন শীতকালে হাজার হাজার পাখি দেখা যেত। ভালো লাগতো পাখিগুলা দেখতে।

263546608_236728591874250_1719707223773407517_n.jpg

পুলিশ অফিসার্স মেস

sumsung SM-A217F

রাস্তায় হাটতে এই পুলিশদের অফিসার্স মেস চোখে পড়লো ,জায়গার সামনেরটা অনেক ভালো লাগলো। বাহির থেকে তুলা ছবি। আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাই ঐভাবে ছবি তুলতে পারি নাই। তবে রাস্তাটা যেমন সুন্দর তেমনি কিছু কিছু ভবনের সামনের জায়গায়ও তারা অনেক সুন্দর করে সাজিয়েছ।

262153071_1352616371856740_6559780909606676530_n.jpg

রাতের শহর

sumsung SM-A217F

রাজশাহীর রাতের শহর অনেক সুন্দর ,পুরাটা লাইট দিয়ে সাজানো ,বিয়ে বাড়ির মতো। আমরা অটো ঠিক করলাম। এখান থেকে তেরখাদিয়া যাবো আমরা। অটো থেকে রাস্তাগুলা ভালো লাগছিলো। অটো থেকে কিছু ছবি তুলছিলাম ,কিন্তু ছবি গুলা ভালো আছেনি ,কারণ অটো এত তাড়াতাড়ি চলছিল ,আর মোটামুটি বাতাস ছিল তাই ছবি ভালো আছে নি।


যেই বাসায় গেয়েছিলাম ,ওই বাসা অনেক সুন্দর ছিল। পুরাটা বাসা ইন্টেরিওর ডিজাইন করা। ছবি তুলিনি ,কারণ পারমিশন ছাড়া তো ছবি তুলা যায় না। তাই ছাদে গিয়ে ,রাস্তার কিছু ছবি তুলেছি। চুলন দেখে নেই ছাদ থেকে কিছু ছবি।

265508452_1423224864739721_1814418254987200691_n.jpg

sumsung SM-A217F

263729743_240143554762845_6894513940622491560_n.jpg

তাদের ছাদ থেকে তুলা ছবি

sumsung SM-A217F

আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। তারা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে। মানুষ গুলা খুব ভালো ছিল। আজকে আর নয়। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ। ধন্যবাদ সবাইকে।

শুভ রাত্রি

Sort:  
 3 years ago 

জি আপু আপনি ঠিকই বলেছেন রাজশাহী শহর টা আসলেই অনেক সুন্দর কেননা আমি এর আগে রাজশাহী গিয়েছিলাম এবং সেখানে গিয়ে অনেক মানুষের সঙ্গেই পরিচয় হয়েছে। যার ফলে বুঝতে পারলাম রাজশাহী শহরের মানুষগুলো অনেক ভালো সেই সাথে জায়গাটা অনেক সুন্দর। রাজশাহী শহরে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

রাজশাহী ভ্রমণ এর আলোকচিত্র গুলো অসাধারণ ছিল । রাজশাহী শহর আসলে লাইট দিয়ে ভরপুর ।

 3 years ago 

বাংলাদেশে যতগুলো শহর আছে তার মধ্যে রাজশাহী সব থেকে গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর ।আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল ।খুব ভালো লেগেছিল ।আর পদ্মা নদীর পাড় পদ্মা গার্ডেন সত্যিই অসাধারণ আমি খুব উপভোগ করেছি। সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

আপু আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দেখো দেখো কষ্টের সাথে আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন এটা মানতেই হবে। অনেক সুন্দর বর্ণনা করে শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এর আগে রাজশাহী শহরে যাওয়া হয়নি তবে ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে। রাজশাহী শহরটা কেমন সেটা আপনার পোস্ট দেখে কিছুটা অনুমান বুঝতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ আপু 🥰

 3 years ago 

ঘুরাঘুরি করতে কে না ভালোবাসে, আমিও ভ্রমণ প্রেমীদের একজন। আপনার পোস্টটিতে দেখলাম আপনি পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছেন সবকিছু তুলে ধরেছেন, এবং বিশেষ করে আমাদের নদীমাতৃক দেশ হিসেবে যে নদ-নদীর দৃশ্যগুলো আপনি তুলে ধরেছেন সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে নিজের পুরো দিনের অ্যাক্টিভিটি এভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ অনেক সুন্দর একটি পোস্ট ছিল। যেমন সুন্দর ফটোগ্রাফি ঠিক সেরকম সুন্দর ভাবে লিখেছেন। সবমিলিয়ে পোস্টের উপস্থাপনা টা খুব ভালো ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

রাজশাহী শহরটা খুবই সুন্দর শহর। এই শহরে ভ্রমণ করে আশা করছি আপনি খুবই আনন্দ উপভোগ করেছেন। শহরের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে রাতের বেলার ফটোগ্রাফি দৃশ্য গুলো খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলেন রাজশাহী শহরে ।যদিও রাজশাহী শহরে আমি কখনো যায়নি, তবে লোকের মুখে শুনেছি রাজশাহী শহর টা নাকি অনেক সুন্দর ।বিশেষ করে রাত্রেবেলা শহরটি লাইটে একদম ভরে ওঠে ।এখন আপনার পোষ্টের মাধ্যমে সেটা দেখতে পেলাম ।আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এইরকম সুন্দর মুহূর্ত আপনার জীবনে আরো অনেক বার ফিরে আসুক এই কামনাই করি।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 80410.38
ETH 2148.66
USDT 1.00
SBD 0.67