বৃষ্টির দিনে ঘুরাঘুরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে স্কুলে যেতে একদমই ভালো লাগে না। বিশেষ করে বৃষ্টি হলে তো আরো বেশি কষ্ট হয়ে যায়। যদিও বাস একদম বাসার কাছে এসে দাঁড়ায়। তারপরও বৃষ্টির দিনে ভালো লাগে না যেতে। কিছুদিন আগে বৃষ্টির দিনে স্কুলে গিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছিলাম। আসলে সকালবেলা যখন স্কুলে গিয়েছিলাম তখন মেঘলা ছিল আকাশ। বৃষ্টি ছিল না। এজন্যই মূলত স্কুলে যাওয়া হয়েছিল। তা না হলে বেশি বৃষ্টি হলে স্কুলে খুব একটা যাওয়া হয় না।
সেদিন সকালবেলায় স্কুলে গিয়ে বসার পরে দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। ওই দিকে একদম ফাঁকা থাকার কারণে বৃষ্টি হলে আরো বেশি চমৎকার লাগে দেখতে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে পাশে খাবারের দোকান আছে সেখানে গিয়ে নাস্তা করবো। যেহেতু স্কুলের পাশে তাই হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। ভাগ্য ভালো সবার কাছে ছাতা ছিল। যাদের কাছে ছাতা ছিল না তারা শেয়ার করে নিয়ে গিয়েছিলাম। রাস্তাঘাটগুলো দেখে বুঝতে পারছেন কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে। বৃষ্টি একটু কমলে আমরা রেস্টুরেন্টের দিকে রওনা দিয়েছিলাম। যেকোনো সময় বৃষ্টি আসবে এরকম অবস্থা। বৃষ্টি ভেজা রাস্তাটি আরো বেশি ভালো লাগছিল। যারা জলসিরির ওইদিকে গিয়েছেন তারা হয়তো জেনে থাকবেন এদিকের রাস্তাঘাট গুলো কি চমৎকার। বিশেষ করে বড় বড় ব্রিজগুলোর সাইডে খুব চমৎকার করে ডিজাইন করার কারণে আরো বেশি ভালো।
রাস্তার পাশে বেশ বড় একটি লেক রয়েছে। এখন পানি ভর্তি অবস্থায় রয়েছে। যার কারণে আরো বেশি ভালো লাগছিল দেখতে।
এখানকার হোটেলগুলো খুব একটা ভালো না। নরমাল হোটেল। নাস্তা মোটামুটি মানের পাওয়া যায়। আমরা শুরুতে গিয়ে পরোটা, ডাল এবং ডিম ভাজি অর্ডার দিয়েছিলাম। সেগুলো খাওয়ার পর চায়ের কথা জিজ্ঞাসা করলে বললো যে চা নেই। পাশের দোকান থেকে এনে দিতে পারবে। প্রথমে রং চা এর কথা বলেছিল। পরে দেখলাম গরুর দুধের চা। মোটামুটি ছিল চা। অনেক বেশি ভালো বলা যাবেনা। চা শেষ করতে করতে বাইরে আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল।
বৃষ্টি শুরু হলেও আমাদের করার কিছু ছিল না। কারণ স্কুল প্রায় ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে। কিছুদূর যাওয়ার পর দেখলাম যে আরো বেশি বৃষ্টি হচ্ছে। তখন দূরের যেই রিংগুলো দেখছেন ওই রিংয়ের মধ্যে ঢুকে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম বৃষ্টি থামার জন্য। বৃষ্টি থামলে আবারও রওনা দিয়েছি স্কুলের উদ্দেশ্যে। ততক্ষণে ভিজে একাকার অবস্থা।
অনেকদিন পর এরকম বৃষ্টিতে ভিজে খুবই ভালো লেগেছে। ছুটির পর যদিও বাচ্চারাও ভিজে গিয়েছিল। তারপরও ভালো সময় কাটিয়েছিলাম।
এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | I phone 15 pro max |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
গুড়ি গুড়ি বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি বৃষ্টির দিনের খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন। বিশেষ করে বৃষ্টির দিনের চা অনেক বেশি ভালো লাগে।আর বৃষ্টি সৃষ্টিকর্তার পক্ষ হতে একটা বিশেষ নেয়ামত।
ঠিক বলেছেন ভাইয়া এরকম ওয়েদারের বাইরে ঘুরতে খুবই ভালো লাগে। আর চা হলে তো কথাই নেই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
বৃষ্টির দিনে পরাটার চেয়ে খিচুড়ি খেতে বেশি মজা লাগে তবে হ্যাঁ খাওয়ার শেষে যদি এরকম এক কাপ চা হয় তাহলে সেটা পরিপূর্ণ হয়ে যায়। সময়টা দারুন উপভোগ করেছেন বৃষ্টির দিনের অনুভূতিটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
খিচুড়ি ওনার দোকানে ছিল না। খিচুড়ি খাওয়ার ইচ্ছা আমাদেরও ছিল । যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বৃষ্টির সময় বাইরে ঘুরাঘুরি করতে আমার কাছে একেবারেই ভালো লাগেনা। কারণ তখন রাস্তার অবস্থা একেবারে খারাপ থাকে। তবে আমার কাছে বাহিরে এভাবে চা খেতে একটু বেশি ভালো লাগে। কারণ বাহিরে বৃষ্টি আর গরম গরম চা হলে দারুন মজা হয়। বাহিরে আপনারা বেশ কিছু সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো।
ওদিকের রাস্তা ঘাট গুলো খুব সুন্দর। একটুও খারাপ হয়নি। তার জন্য আরও বেশি ভালো লেগেছিল ঘুরাঘুরি করতে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বৃষ্টির দিনে এমন সুন্দর ঘোরাঘুরি করেছেন দেখে বেশ হিংসা হচ্ছে। বৃষ্টিতে আমার ছাতা নিয়ে ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে। গরম রোদে ঘোরার থেকে বৃষ্টিতে ঘোরা অনেক ভালো। কিছুটা সময় বেশ আনন্দ করেছেন তা আপনার পোস্ট দেখেই বুঝতে পারছি। এমন ভাবেই হাসি খুশি থাকুন। জীবন আনন্দে ভরে উঠুক। আর আমরা তার আভাস পোষ্টের মাধ্যমে পেতে থাকি। ভালো থাকুন।
ঠিক বলেছেন ভাইয়া গরমে ঘুরার থেকে বৃষ্টির দিনে ঘোরাঘুরি করার মজা আলাদা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন ভাইয়া গরমে ঘুরার থেকে বৃষ্টির দিনে ঘোরাঘুরি করার মজা আলাদা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বৃষ্টি হলে তখন ঘুরাঘুরি করতে বেশ ভালই লাগে আমার কাছেও। আপনি দেখতেছি বৃষ্টিতে ভালই সময় কাটিয়েছেন। তবে বৃষ্টির সময় হাতের মধ্যে ছাতা থাকলে অনেক ভালো হয়। তবে আপনি স্কুলের পাশে যে জায়গাটিতে গেলেন ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে ওই জায়গার আশপাশ গুলো খুব চমৎকার। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
আপনার কাছে বৃষ্টিতে ঘোরাঘুরি করতে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বৃষ্টির সাথে গরম চা আহ এ যেন অন্যরকম প্রশান্তি এনে দেয়। বৃষ্টির দিনে বাইরে যাওয়া আমার নিজেরও খুব একটা পছন্দ না। চমৎকার করেছেন বৃষ্টির সময়ে ফটোগ্রাফি গুলো আপু। বেশ চমৎকার লাগছে। আপনার সময় টা বেশ ভালোই কেটেছে।
একদম ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টির সঙ্গে চা আর খিচুড়ি যেন ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বৃষ্টিতে ভিজতে যেমন অনেক মজা লাগে।ঠিক তেমনি বৃষ্টির মধ্যে ঘুরাঘুরি করতে তার চাইতেও বেশি আনন্দ উপভোগ করা যায়। আপনার এই পোষ্টের মাধ্যমে বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি অনুভূতিটি পড়ে অনেক ভালো লাগলো।
আমার পোস্টটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।