ঈদের দিনে তোলা বৃষ্টি ভেজা কিছু রেনডম ফটোগ্রাফি || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%
আজ - শনিবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগের সকল ভাইবোন বন্ধুদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রতিবারের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে ইউনিক একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজ পোষ্টের বিষয়: ঈদের দিনে বৃষ্টি ভেজা কিছু রেনডম ফটোগ্রাফি। |
---|
আপনারা জানেন ঈদ-উল-ফিতরের ঈদের দিনে মেঘলা আকাশ ছিল। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল সাথে হালকা বাতাস। তাই সারাদেশে বিভিন্ন স্থানে ঈদের নামাজ সঠিক সময়ে ঈদগাহে আদায় করা সম্ভব হয়নি। আমি আমার এই জীবনে প্রথম এত বৃষ্টি হওয়া দেখলাম ঈদের দিন। তাই ভাবলাম দিনটিকে স্মরণ রাখার জন্য আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি করে শেয়ার করি। বৃষ্টি মুহূর্তে ছাতা মাথায় রেখে চেষ্টা করলাম কিছুটা বাড়ির আশপাশে ফল ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য। আর তাই সে ফটোগ্রাফি গুলো আজকে আপনাদের মাঝে উপস্থিত করলাম আমার পোস্ট এর মধ্য দিয়ে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মেন পয়েন্টে যাওয়া যাক। |
---|
ঈদের দিনটা ছিল মেঘাচ্ছন্ন আকাশ, ঘুম থেকে উঠে দেখি মেঘে ঢাকা। কিছুক্ষণ পর হঠাৎ মাথায় বুদ্ধি এলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কিছু রেনডম ফটোগ্রাফি করি। তাই এই আমটি ফটোগ্রাফি করলাম । এটা আমার খুবই প্রিয় আম। আমটা গাছ ছাড়া অনেক নিচে হওয়ার প্রায় দেখে আসি। বৃষ্টি ভেজা অবস্থায় খুব ভালো লাগছিল দেখতে।
Photography device: Infinix hot 11s
Location
আমি আমার ডালিম গাছের ডালিম গুলোকে প্রায় দেখে থাকি কোন পোকা ধরেছে কিনা বা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। তবে বৃষ্টি ভেজা অবস্থায় এত সুন্দর লাগছিল বলে প্রকাশ করতে পারবো না, তাই ফটোগ্রাফি করে ফেলছিলাম।
Photography device: Infinix hot 11s
Location
আমার করোল্লা গাছে বেশকিছু করোল্লা ধরেছে। তাই ঈদের দিন বৃষ্টিরত অবস্থায় ছাতা মাথায় দিয়ে ফটোগ্রাফি করলাম।
Photography device: Infinix hot 11s
Location
বৃষ্টির সময় আমার মাধবীলতা ফুল গাছটিকে দেখতে দারুণ লাগছিল যেহেতু গাছের আশেপাশে অনেক আগাছা জন্মে গেছে। এরপরেও আবহাওয়া সতেজ থাকায় ফটোগ্রাফি টা সুন্দর হয়েছে।
Photography device: Infinix hot 11s
Location
আমার পুকুরের একপাশ দিয়ে অনেক কচু গাছের সারি। ঈদের দিন যখন কোন কাজ নেই, তাই ছাতা মাথায় দিয়ে ফটোগ্রাফি করে বেড়াচ্ছিলাম টিপটাপ বৃষ্টি চলাকালীন সময়ে। তখন চোখে বাধল কচু গাছ গুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, সাথে সাথে আমি মোবাইলটা হাতে নিয়ে খুব ধীরে সুস্থে চেষ্টা করলাম ফটোগ্রাফি করার।
Photography device: Infinix hot 11s
Location
আমাদের বাড়ির আঙিনায় পাশে অনেকগুলো নোটে শাক রয়েছে। শাকগুলো বৃষ্টিতে ভিজে দারুন দেখাচ্ছিল। তাই ভাবলাম খুব সুন্দর করে ফটোগ্রাফি করে রাখি, সময় সাপেক্ষে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারব।
Photography device: Infinix hot 11s
Location
আমার বাড়ির পাশে এক আঙ্কেল অনেক আখ গাছ লাগিয়েছে। বাতাসের কারণে গাছগুলো পূর্ব সাইডে হেলে গিয়েছে। ফটোগ্রাফির সময় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি চলছিল।
Photography device: Infinix hot 11s
Location
আমার জামের নার্সারি বৃষ্টিতে ভিজে অনেক সুন্দর দেখাচ্ছিল। গাছগুলো সবেমাত্র ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত হয়েছে, তাই বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখতে দারুণ লাগছিল। ভেজা অবস্থায় চোখে দেখতে যখন সুন্দর লাগছে অবশ্যই ক্যামেরাতে আরো সুন্দর লাগবে, তাই ভেবে ফটোগ্রাফি করলাম।
Photography device: Infinix hot 11s
Location
বৃষ্টিতে ভেজা অবস্থায় আমার লিচু গাছটিকে দেখতে খুব ভালো লাগছিল। বৃষ্টি প্রতিটি পাতায় লেগে রয়েছে,যা দেখে সুন্দর একটা অনুভূতি মনের ভেতরে জেগে উঠেছিল। অবশ্য ছাতা মাথায় ফটো ওঠাতে একটু ঝামেলা মনে হচ্ছিল তারপরেও চেষ্টা করেছিলাম সুন্দরভাবে ফটো ওঠানোর জন্য।
Photography device: Infinix hot 11s
Location
আর এরই মধ্য দিয়ে আমি আমার ফটোগ্রাফির কার্যক্রম সমাপ্ত করলাম। কথা হবে পরবর্তী কোন ফটোগ্রাফি নিয়ে।
💌আমার পরিচয়💌
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রাইভেট প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি। |
---|
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
💖💞💞💖
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | Infinix hot 11s |
ক্যামেরা | camera-50mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
মনে হচ্ছে এবারের ঈদে প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে প্রায় সারা দিন বৃষ্টি ছিল। তাই ঈদের দিন তেমন একটা বের হতে পারিনি। আপনার ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। সবচেয়ে ভালো লেগেছে কচুর পাতায় জমে থাকা পানির ছবি দেখে। অনেকদিন এমন দেখি না। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য
সারাদেশে বৃষ্টি হয়েছিল। রহমতের বৃষ্টি।
বৃষ্টিভেজা কোন কিছুর ছবি তুলতে এবং ফটোগ্রাফি দেখতে আমার অনেক ভালো লাগে।আজকে আপনার মাধ্যমে অনেকগুলো বৃষ্টিভেজা ফটোগ্রাফি দেখতে পেলাম যা আপনি ঈদের দিনে তুলেছিলেন।আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দরভাবে বর্ণনা করে উপস্থাপন করার জন্য।
ঠিক আমারও অনেক ভালো লাগে, তাই অন্যান্যদের দেখা দেখি আমিও আশায় ছিলাম ফটোগ্রাফি করব।
আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।আপনি ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য ফুটে তুলেছেন। দেখে খুবই ভালো লাগলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি, খুবই আনন্দিত।
বৃষ্টির পরে আবহাওয়াটা এতটাই স্বচ্ছ ও সুন্দর হয় আর সে সময় আপনি অত্যন্ত চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। যা দেখতে আমার কাছে অসাধারণ সুন্দর মনে হয়েছে। ঈদের দিন অনেক জায়গাতেই বৃষ্টির কথা শুনেছি ভাইয়া, তবে আমাদের এই দিকে কোন প্রকারে বৃষ্টি হয়নি। আর তাই ঈদের দিন খুবই সুন্দর আবহাওয়ায় ঈদগাহ ময়দানে গিয়ে আমরা নামাজ পড়ার সৌভাগ্য লাভ করেছিলাম। যদিওবা আপনারা ঈদের দিনে প্রচুর বৃষ্টির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এত বৃষ্টির মাঝেও ছাতা মাথায় নিয়ে এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনার এত সুন্দর মিষ্টি ভাষী কমেন্টস পড়ে আমার খুব ভালো লেগেছে ভাই।
ভাইয়া আপনাার ছবিগুলো জাস্ট অসাধারণ ছিল।আপনি ফটোগ্রাফি গুলোর মধ্যে প্রকৃতির সোন্দর্য তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
এটা অবশ্য বৃষ্টিভেজা ফটোগ্রাফি, যার জন্য এত সুন্দর হয়েছে।
ঈদের দিন থেকে থেকে বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি ভেজা প্রাকৃতিক সৌন্দর্য গুলো আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে স্বচ্ছ এবং পরিষ্কার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
একদম ঠিক কথা, এইজন্য তো ফটোগ্রাফি গুলো করে আপনাদের মাঝে শেয়ার করলাম।
অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন। বিশেষ করে আমের ছবিটি দেখে আমার বেশি ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি ছবি ক্যাপচার করেছেন। ঈদের দিন আমাদের এখানেও বৃষ্টি ছিলো। ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ঈদের দিন কমবেশি সারাদেশের বৃষ্টি হয়েছে ভাই।
ফুল ফল গাছপালা সবকিছু মিলিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি উপহার দেয়ার জন্য।
আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন।
ঈদের দিনে তো আমরা বাথরুম থেকে বের হতে পারেনি আর আপনি এই ঈদের দিনে বৃষ্টি ভেজা অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া দেখে খুবই ভালো লাগলো। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে এত চমৎকার একটি ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কেন ভাই বাথরুম থেকে বের হতে পারেন না কেন? অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে না বলে সব বিরহের গান গাচ্ছে, আর এত সুন্দর বৃষ্টির সময় আপনি একটু বাইরে আসতে পারবে না তা কি হয়।
ঈদের দিনে তোলা বৃষ্টিভেজা কিছু রেনডম ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে ঈদের দিনের বৃষ্টি ভেজা অনুভূতির গল্প এবং মুহূর্তটা অসাধারণ ছিল ।আমাদের সাথে সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভাল লেগেছে আপনার কমেন্ট।