আবোল-তাবোল কিছু অনুভূতি: "বারিধারা"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যদিও এখন এক্সামের ব্যস্ততা চলছে।তবুও এই প্রিয় পরিবারকে ছেড়ে থাকা একদমই অসম্ভব।তাই যথারীতি চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে।

আবোল-তাবোল কিছু অনুভূতি: "বারিধারা"

IMG_20230704_175143.jpg
সোর্স
বন্ধুরা,টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি নিয়ে অনুভূতি প্রকাশ করবো।তো আজ আবোল-তাবোল কিছু অনুভূতিতে "বারিধারা" নিয়ে কিছু মনের কথা লিখবো।

বারিধারা অর্থাৎ জলের ধারা বা বৃষ্টিপাত।জলের ধারা নিয়ে যতই লিখি না কেন তা খুবই স্বল্প।কত মানুষের মনের অব্যক্ত কথা ফুটে উঠে এই বারিধারার অনুভূতিতে আবার কিছু কথা মিশে যায় বারিধারায়।মানুষ যখন শোকে কাতর হয় তখন গভীর মনের ভিতরের যন্ত্রণাগুলি বারিধারা হয়ে ঝরে পড়ে আঁখি দিয়ে।আবার কেউ যদি প্রেম বা ভালোবাসায় ব্যর্থ হয় তখন মুখ লুকিয়ে সব কষ্ট বারিধারায় একাকার করে দেয়।আবার বারিধারাগুলি নদী বা সাগরের জলে গিয়ে মিশে যায়।

নিজের প্রতিচ্ছবিগুলিও এই বারিধারায় স্পষ্ট হয়ে ওঠে।কখনো বা পাহাড়ের ঢাল বেয়ে বারিধারাগুলি ঝর্ণা হয়ে ঝরে পড়ে মানুষকে সিক্ত করে তুলতে।কলুষিত মন ধুয়ে মুছে হালকা হয়ে যায়।বারিধারাগুলি মিষ্টি নাকি লবনাক্ত সেটা মূল উদ্দেশ্য নয়,উদ্দেশ্য মনকে হালকা করে তোলা।

একদিন একজন মানুষ প্রচন্ড চাপা কষ্টে জর্জরিত,কোনো বড় আঘাতে শোকে কাতর হয়ে পড়েছে সে।তখন বাড়ির বয়স্ক কিছু মানুষ তাকে বেশি বেশি কান্না করার পরামর্শ দেন।এটা থেকে আপনারা কি বুঝলেন- তার কষ্ট ও দুঃখকে নিয়ে হাসি-তামাশা করছে।কিন্তু না,তারা এই কারণে কান্না করার পরামর্শ দিচ্ছিলেন যাতে তার মনের দুঃখ,যন্ত্রনা ও কষ্টগুলো সবনিঙড়ে বের করে দিতে পারে।দুমড়ে মুচড়ে চোখের বারিধারার মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে পারে এবং নিজের মনকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে হালকা অনুভব করে।

মনকে হালকা করার সহজ পদ্ধতি হচ্ছে এই বারিধারা।এই পদ্ধতিটি আমি নিজের জীবনেও প্রয়োগ করি।অতিরিক্ত মানসিক যন্ত্রনা থেকে সহজেই মুক্তি মেলে এতে।জল আমাদের জীবনকে শীতল করে তোলে।বারিধারাগুলি আমাদের জীবনকে শুদ্ধ করে তোলে বলে আমার মনে হয়। আবার জীবনে পাল্টে দিয়ে সঠিক গতিপথে আনতেও সাহায্য করে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার নিজের আবোল-তাবোল কিছু অনুভূতি। ঠিক বলেছেন আপু আপনি মানুষ যখন কাতর হয়ে অনেক কষ্ট পায় তখন তার মাঝে বেশ খারাপ লাগে। আসলে আপনার পোস্টটি পড়ে আপনার বেশ কিছু অনুভূতি জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95665.65
ETH 2816.40
SBD 0.67