মাস্টার্স এর ভাইদের বিদায় উপলক্ষে আমাদের আয়োজন| 10% for shy-fox beneficiaries |

আমার বাংলা ব্লগের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ । আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার ব্লগ একটি জনপ্রিয় কমিউনিটি স্টিমিটে। আমার বাংলা ব্লগে আমি মাস্টার্স এর ভাইদের বিদায় উপলক্ষে আমাদের আয়োজন আল্লাহর যেন তাদের একটি হালাল উপাজন করার ব্যবস্তা করে দেন।

20220306_192732.jpg

কিছু আয়োজন


20211210_195408.jpg20211210_195309.jpg
20211210_170513.jpg20211210_170453.jpg

মাস্টার্স এর বড় ভাইদের বিদায় উপলক্ষে আমাদের কিছু আয়োজন ছোট ভাই হিসাবে । দীর্ঘ দিন একই ক্যাম্পাসে ছিলাম ভাইরা আামাদের ছেড়ে চলে যাচ্ছে আসলে এটা আামাদের জন্য অনেক কষ্টে একটা বিষয়। আসলে বিদায় সবাই কেই দিতে হবে সেটা আজ না হয় কাল। আমরা আজ এই ক্যাম্পাসে আছি এক বছর পর আমরাও থাকব না।আমাদের কার্যকম শুরু হয় ৪.৩০ মিনিট বিকাল। আমরা মাস্টার্স এর সকল ভাইদের কে নিমন্ত্রণ করেছিলাম যাতে তারা ঠিক সময় উপস্থিত থাকে।আমাদের সেন্টাল মসজিদ এর ইমাম সাব দোয়া দূরুদ এর মাধ্যম অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। একে একে সবাই উপস্থিত হলেন। বিশেষ অতিথি ছিলেনখুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টাল মসজিদে ইমাম এবং অনন্য আলেমদের আমন্ত্রণ করেছিলাম

দোয়ার পর্ব


20211210_195834.jpg20211210_200018.jg

আমরা সবাই দোয়াতে অংশগ্রহণ করেছিলাম ভাইদের উজ্জ্বল ভবিষ্যতে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম কারন তারা দুইদিন পর তারা চাকরির বাজারে প্রবেশ করবে। বাকি জীবনটা যেন সুখের এবং হালাল উপার্জন করতে পারে

খাবার বিতরন


20211210_195354.jpg20211210_195318.jpg
20211210_170506.jpg20211210_195652.jpg

ভাইদের জন্য আমাদের তরফ থেকে বিরিয়ানি ব্যবস্তা করেছিলাম কারন হয়ত আর এক সাথে কোন দিন হলে খাওয়া হবে না। মাস্টার্স এর ভাই সহ আমরা প্রায় একশত জনের মত ছিলাম।আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে কমপ্লিট হয়ে ছিল। খাবার পরিবেশনের দায়িত্বে আমি সহ আরো ১০/১২ জন ছিল

পরিসমাপ্তি


20211210_195408.jpg

আসলে ভাইদের সাথে দীর্ঘ দিন ছিলাম জানি তাদের ছেড়ে থাকতে কষ্ট হবে কিন্তু কিছু যে করার নেই কারণ এটা সময়ের দাবি যে যাবার তাকে যেতে দিতে হবে। আমরাও একদিন এই বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে হবে। এটাই নিয়তির খেলা। আপনার সবাই দোয়া করবেন ভাইদের জন্য যাতে তাদের ভবিষ্যতে উজ্জ্বল হয়।

Sort:  
 3 years ago 

মাস্টার্সের ভাইদের বিদায় উপলক্ষে আপনারা খুব সুন্দরভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নিমন্ত্রণ করে সুন্দরভাবে বিদায় দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনার সেই বিদায়ের মুহূর্তের কিছু ফটো চিত্র আমাদের সাথে তুলে ধরার জন্য।

ধন্যবাদ আপনাকে দাদা, বিদায় দেওয়াটা খুন কষ্টে একটা কাজ।যদিও আমাকেও বিদায় নিতে হবে।

 3 years ago 

খুবই ভালো উদ্যোগ নিয়েছিলেন আপনারা। এভাবে বড় ভাইদের কে ডেকে মসজিদে আপ্যায়ন করার রীতি কোথাও দেখিনি। তাও আবার একই প্লেটে দুইজন করে খাবার মাধ্যমে যে আন্তরিকতা সৃষ্টি হয় তা সত্যিই প্রশংসনীয়। শুভকামনা রইল আপনাদের জন্য

তাদের জন্য দোয়া করবেন ভাই তারা যেন হালাল উপাজন করতে পারে এবং দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে

 3 years ago 

অবশ্যই আল্লাহ যেন তাদের হালাল রুযী দান করেন

 3 years ago 

আসলেই বিদায় জিনিসটা খুবই কষ্টের সেটা যেমনই হোক। আসলে বড় ভাই মাথার উপরের একটি ছাতা। সত্যি বলতে ম্যাচ এ যারা থাকে ম্যাচের মানুষরা সবথেকে আপন হয়। আমার জানা মতে। তারা আমাদের শাসন করে থাকে যারা ছোট থাকে। যাই হোক খুব কষ্ট হবে কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। খুব সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন একসাথে এইটাই মনে থাকবে আজীবন।

 3 years ago 

মাস্টার্সের ভাইদের বিদায় উপলক্ষে আপনারা খুব সুন্দর একটা আয়োজন করেছেন। সিনিয়র জুনিয়র এক মিলনস্থল। আপনারা সিনিয়র ভাইদের বিদায় এর মাধ্যমে নতুন ভাবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছেন। আপনার মাস্টার্সে ভাইদের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বড় ভাইয়াদের বিদায়বেলায় ছোটখাটো এমন একটি অনুষ্ঠান করা তাদের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। আমরাও ম্যাচ লাইফের বড় ভাইদের বিদায় বেলায় ছোটখাটো অনুষ্ঠান করি এবং ভালোবাসার সাথে তাদেরকে বিদায় জানাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84739.59
ETH 2176.62
USDT 1.00
SBD 0.67