6 দিয়ে খরগোশ আর্ট❤️
হ্যালো,
প্রচন্ড গরম বসে আছি পুকুর পাড়ে। বিদুৎ নেই সকাল থেকে এদিকে প্রচন্ড গরম।কাজে কিছুতে মন বসাতে পারছি না এক প্রকাশ ডিপ্রেশনে চলে গেছি আমি কেন তা বলা নিষেধ এখানে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারবে না।একে তো কাজে মন বসাতে পারছি না তার উপরে প্রচন্ড গরম কি যে বাজে অবস্থা তা বলে শেষ করা যাবে না।
আসলে মন ভালো না থাকলে সব কিছুই খারাপ লাগে।পৃথিবীর মানুষ গুলো বড্ড সার্থপর। মানুষ কে মানুষ মনে করে না তাঁরা। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই কথাটি বিলুপ্ত হয়ে গেছে। এখন আর মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কথাটিকে মিথ্যা মনে হয়।এক কথায় জীবনটাই এলোমেলো হয়ে গেছে আর কিচ্ছু ভালো লাগছে না।পৃথিবীতে আমরা সবাই অল্প সময়ের জন্য এসে পাপের ভার বাড়িয়ে তুলি।নিজেরাই ফতোয়া জাহির করি আবার তা নিজেরাই তা মানতে মানুষ কে বাধ করি।পৃথিবীতে আর শান্তি আসবে না না কি আমার মনে শান্তি নেই তা ভেবে ভেবে আমি ক্লান্ত।
যাই হোক এতো টেনশন মাথায় নিয়ে বসে পড়লাম গ্যালারি চেক করতে কারণ দু একটা আর্ট করে ফটো তুলে রেখেছি।
গ্যালারিতে হঠাৎ দেখতে পেলম সুন্দর খরগোশ টি। ভাবলাম এই খরগোশ আর্ট পদ্ধতি আপনাদের সাথে ভাগ করে নোয়া যাক।
তো চলুন দেখি কেমন খরগোশ আর্ট পদ্ধতি।
|
প্রথম ধাপ
প্রথমে ইংরেজির 6 লিখে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন ইংরেজি অক্ষর সিক্সের মাথায় গোল করে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন মুখে আর্ট করে নিয়েছি ভ্র এঁকে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন কান এঁকে নিয়েছি ও চোখ এঁকে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন বুকের সাইড ও চারটি পা আর্ট করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন খরগোশের লেজ আর্ট করে নিয়েছি ও লেজে ডিজাইন করে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন খরগোশ টি রং পেন্সিল দিয়ে চার পাশে দাগ কেটে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন খরগোশের বডি,পা, মাথা,লেজ সব কালার করে নিয়েছি।
নবম ধাপ
এখন পুরা খরগোশ টি কালার করার হয়েছে। এখন সাইনপেন দিয়ে চোখ নাক মুখে দাগ কেটে নিয়েছি।
দশম ধাপ
এখন খরগোশের সামনে ঘাস পেইন্টিং করে নিয়েছি ও বসার জায়গায় ঘাস পেইন্টিং করে নিয়েছি।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ইংরেজি 6 অক্ষর দিয়ে খরগোশ আর্ট পদ্ধতি। আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
ওয়াও অসাধারণ আপু, আপনি ইংরেজি 6 দিয়ে অনেক সহজেই সুন্দর একটি খরগোশ আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখি আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার খরগোশের কালার কম্বিনেশনটা ছিল অনেক সুন্দর। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আমার আর্ট পদ্ধতি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুব খুশী হয়ে গেলাম ভাইয়া।
বাহ্, এত সহজে ৬ দিয়ে যে খরগোশ অঙ্কন করা যায় এর আগে আমি জানতাম না।আজকে আপনার অংকন করা এই খরগোশ দেখে অনেকটা অবাক হয়ে গেলাম।দেখতে অনেক কিউট লাগছে।এত সুন্দর ভাবে সুন্দর একটি টেকনিক অবলম্বন করে কিউট একটি খরগোশ অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
চমৎকার একটি পদ্ধতি শেয়ার করলেন আপু দেখে তো বেশ ভালো লাগলো। আশা করি আপনার এই পদ্ধতি অনেক কাজে আসবে। আপনি ছয় দিয়ে খুব সুন্দর একটি খরগোশ তৈরি করে নিলেন। সেটা কালারিং করার কারণ আরো অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে ধাপ গুলো শেয়ার করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
৬ দিয়ে খরগোশ আমরা স্কুলে থাকতে এগুলো শিখতাম সংখ্যা দিয়ে এমন অনেক অংকন স্যার ম্যাম রা আমাদের কে শিখাইতেন খুব ভালো লেগেছে আপনার করা অংকন টা আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ সত্যি তাই স্কুলে অক্ষর দিয়ে আর্ট শেখায় টিচার যা ভীষণ ভালো লাগে।
আপু সব জায়গায় একই অবস্থা গরমে যেনো জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই গরমে কোনো কিছুই করতে ভালো লাগে না। তাছাড়া সত্যিই পৃথিবীর মানুষ গুলো খুবই স্বার্থপর হয়ে গিয়েছে। এখন কারো বিপদে কেউ এগিয়ে আসতে চায় না। যাই হোক আপনি গ্যালারি ঘাটতে গিয়ে খুবই চমৎকার একটি আর্ট খুঁজে পেয়েছেন। আমিও মাঝে মাঝে বেশ কিছু আর্ট করে রাখি তাহলে সময়ে অসময়ে কাজে লাগে। আপনি কিন্তু 6 সংখ্যা দিয়ে কিউট একটি খরগোশ এঁকেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আমার আর্টটি আপনার ভালো লেগেছে জন্য।
বাহ বেশ চমৎকার তো খুবই সুন্দর লাগছে। 6 দিয়ে খরগোশ টা দারুণ একেছেন আপু। 6 কে বেশ দক্ষতার সাথে খরগোশে রুপান্তর করলেন। পোস্ট টা চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে সুন্দর ছিল আপনার আর্টটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ইংরেজি অক্ষর 6 দিয়ে খুবই সুন্দর একটি খরগোশ দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট করা খরগোশের দৃশ্য গুলো দেখে অনেক ভালো লেগেছে। বিশেষ করে খরগোশের মধ্যে বেশ কয়েকটি কালার ব্যবহার করার জন্য বেশ সুন্দর লাগছে।আর আপনি ধারাবাহিকভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
ঠিক বলেছেন ভাইয়া নিজের দক্ষতা কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে আর্ট করতে হয়।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ছোট বাচ্চাদের কে এভাবে আর্ট শিখাতে পারলে তারা খুব সহজেই শিখে যাবে। যদিও আমি এভাবে কখনো 6 দিয়ে খরগোশ আর্ট করিনি। বেশ ভালো লাগলো আপনার আজকের এই আর্ট দেখে। বেশ কিউট দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
একদমই সত্যি আপু এভাবে ছোট বাচ্চাদের খুব সহজেই আর্ট শেখানো যায়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
6 দিয়ে খুবই চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা আর্ট টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুব নিখুঁত ভাবে আর্ট টি ফুটিয়ে তুলেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।