হোল্ড ইজ গোল্ড
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ২৩ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে বেশ কয়েক মাস আগে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদা পুপ কয়েন লঞ্চ করেছিলেন।আর এই পুস কয়েন টি ক্রিপ্ট কারেন্সি মার্কেটের সব থেকে বড় নেটওয়ার্ক (trx) এর উপর ডিপ্লয় করা হয়েছিল। যখন এই পুস কয়েন টি লঞ্চ করা হয়েছিল তখন পুরো স্টিমিট প্লাটফর্মের মধ্যে অনেক টা সাড়া ফেলেছিল। অল্প কিছু সময়ের মধ্যে এই টোকেন টি সকলের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে।আর এটা সম্ভব হয়েছে শুধু মাত্র আমাদের কমিউনিটির প্রিয় প্রতিষ্ঠাতা দাদার জন্য। দাদা এই কয়েন টি শুধু মাত্র বিনোদনের জন্য তৈরি করেছিলেন। তবে, এখন আমাদের এই পুস কয়েন পৃথিবীর বেশ কয়েকটি দেশের মানুষের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
যখন এই কয়েন টি লঞ্চ করা হয়েছিল, তখন এই কয়েনের মার্কেট প্রাইস ছিল খুবই সামান্য।দশ থেকে পনের ডলার দিয়ে প্রায় কয়েক লাখ পুস কয়েন কেনা যেত। অনেকেই সামান্য কিছু ডলার দিয়ে কয়েক লাখ পুস কয়েন কিনেছিল। যারা সেই সময়ে পুস কয়েন কিনেছিল, তারা অবশ্যই ভালো কিছু করেছেন।আর যারা সেই সময়ে কিনতে পারেনি, আজ তারা আফসোস করছে। আসলে সুযোগ বারবার আসে না। সুযোগ সীমিত সময়ের জন্য আসে, আবার চলে যায়। যাইহোক, যারা প্রথম অবস্থায় কিনেছিলেন তাদের জন্য শুভকামনা রইল।পুস কয়েন টি লঞ্চ করার পরবর্তী সময় থেকে শুধু দাম বেড়েই চলছিল।
পুস কয়েন লঞ্চ করার এক সপ্তাহের মধ্যে যারা পুস কয়েন কিনেছিল, তাদের দুই থেকে তিন গুণ লাভ হয়েছিল। এভাবে ক্রমে ক্রমে দাম শুধু বাড়তেই ছিল। যদি কখনো ১% ডাউন যেত, পরে আবার তা ৭% পর্যন্ত আপ হয়ে যেত। যখন পুস কয়েন লঞ্চ করার এক মাস হয়ে গেল তখন, যারা প্রথম অবস্থায় পুস কয়েন কিনেছিল তাদের লাভ হয়েছিল প্রায় দশ থেকে পনের গুন বেশি। এটা আসলেই আমাদের জন্য একটি বড় পাওয়া ছিল। এরপর আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা দাদা একাধারে বেশ কয়েকটি বড় বড় এক্সচেঞ্জের মধ্যে পুস কয়েন টি তালিকাভুক্ত করেন, ফলে পুস কয়েনের প্রাইস আরো অনেক দূরে এগিয়ে যায়।
দাদা আমাদের এই প্রজেক্টের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছেন।আর একমাত্র দাদার কারণেই পুস কয়েন এতো দুর পর্যন্ত এসেছে। দাদা এখন পর্যন্ত এই পুস কয়েন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় বড় ধরনের এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করার জন্য চেষ্টা করছেন। আশা করছি gate.io এক্সচেঞ্জের মধ্যে অল্প কিছু দিনের মধ্যেই তালিকাভুক্ত করা হবে। এখন আমাদের পুস কয়েনের টোটাল মার্কেট ক্যাপিটাল দশ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এটা আসলেই আমাদের জন্য একটি বড় পাওয়া।পুস কয়েন আমাদের সকলের অনেক স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। আশা করছি সামনের দিকে আরো অনেক দূরে এগিয়ে যাবে।
যেহেতু পুস কয়েন প্রজেক্ট টি আমাদের সকলের একটি প্রজেক্ট। তাই এই প্রজেক্ট টি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকল কে একত্রিত হয়ে কাজ করতে হবে।যে কোন ধরনের কাজ একত্রিত হয়ে করতে পারলে অল্প কিছু সময়ের সফল হয়। আশা করছি পুস কয়েন একদিন trx এর সমান হবে। আমরা সকলেই সেই দিনের অপেক্ষায় রইলাম। আশা করছি সে দিন আর খুব বেশি দূরে নয়।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
https://x.com/Riyadx2P/status/1893508239490457875?t=WVi_uAFHS65fOVIwzB-rNA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা যখন প্রথম কয়েন টি লঞ্চ করে তখন কম বেশি কেউ বুঝতে পারেনি যে এটা কেমন করে ক্রয় করবে।তবে যারা যারা শুরুতেই পুশ কয়েন ক্রয় করছে তারা কিন্তু অনেক ভালো প্রফিট পেয়েছে। আশা করা যায় সামনে আরো ভালো কিছু হবে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ক্রিপ্টো মার্কেটে এই কথাটা অনেক প্রচলিত। হোল্ড ইজ গোল্ড। পুস মার্কেটে আসার পর থেকে এখন পযর্ন্ত অনেক টা আপ হয়েছে। যেটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। বেশ দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।