পুশ নিয়ে আমার যত অভিজ্ঞতা - পর্ব ১
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে আমাদের সকলের প্রিয় কয়েন পুশ নিয়ে কিছু কথা বলব। বলা যায় পুশ নিয়ে কাজ করার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই লেখাটি বেশ বড় হবে। তাই আমি ঠিক করেছি এগুলো পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আজ থাকছে তার প্রথম পর্ব। যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন পুশ নিয়ে আপনাদের আশাবাদী হওয়া উচিৎ।

প্রিয় আমার বাংলা ব্লগবাসি। আপনারা অবগত আছেন যে, গত নভেম্বর মাসে পুশ প্রমোশনের জন্য একটি সাবটাইম গঠন করা হয়। আমি সেই সাবটিমের একজন সদস্য। বিগত চার মাস ধরে প্রতিদিন আমি এবং আমার টিমের অন্যান্যরা পুশ নিয়ে কাজ করছি। পুশের প্রমোশনের জন্য আমরা নিয়মিত টুইটার এবং কয়েন মার্কেট ক্যাপে বিচরণ করে থাকি। এই চার মাস ক্রিপ্টো জগতে থাকার জন্য যতটুকু অভিজ্ঞতা একজন মানুষের হওয়া উচিৎ, ততটুকু আমাদের হয়েছে। আর এই কারণেই আমি পুশ নিয়ে যথেষ্ট আশাবাদী।
কমিউনিটি
একটি মেমে কয়েনের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি জরুরী তা হচ্ছে কমিউনিটি। এই জায়গায় অন্যান্য ট্রন ও সানপাম্প কয়েন থেকে পুশ অনেক এগিয়ে রয়েছে। কারণ পুশের রয়েছে বেশ শক্তিশালী একটি কমিউনিটি। আমাদের এবিবি বাদ দিলেও সমগ্র স্টিমিটে রয়েছে পুশ কমিউনিটির সদস্য। যারা নিয়মিত পুশ হোল্ড করে রেখেছে। এবিবি কমিউনিটিতে যেমন পুশ প্রমোশন ম্যান্ডাটরি করা হয়েছে, সমগ্র স্টিমেটেও অন্যান্য যেসব পুশ হোল্ডার রয়েছেন তারাও নিয়মিত পুশের প্রমোশন করে থাকেন, যা আমি লক্ষ্য করেছি। ক্রিপ্টো জগতে যে কয়েনের যত শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে এবং যারা নিয়মিত প্রমোশন করে থাকে সে কয়েনগুলোকে একটিভ কমিউনিটিসহ কয়েন হিসেবে গণ্য করা হয়। এধরণের কয়েনগুলোকে কাল্ট কয়েন বলা হয়। সেক্ষেত্রে আমাদের পুশ একটি কাল্ট মেমে কয়েন। যদিও বর্তমানে পুশের মার্কেট ক্যাপিটাল খুবই কম, $১০ মিলিয়ন মাত্র। কিন্তু এমন একটিভ কমিউনিটি থাকলে বড় ইনভেস্টররা বিশ্বাস পায়, আস্থা পায় এবং এধরনের কয়েনগুলোতে ইনভেস্ট করে। তাই বলা যায় খুব শীঘ্রই পুশ ক্রিপ্টো হয়েলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে এবং পুশের মার্কেট ক্যাপিটাল এবং দাম দুটিই অনেক বাড়বে।
টিম
পুশের রয়েছে একটি শক্তিশালী টিম যা আমরা সকলেই জানি। আমাদের সকলের প্রিয় দাদার নেতৃত্বে এই টিম সব সময় পুশফি ইকোসিস্টেমে নানা রকমের ইউটিলিটি যুক্ত করার কাজ করেছে। বড় ইনভেস্টররা টিম সম্পর্কে খোঁজ খবর নেয়। যেহেতু আমাদের পুশের টিম যথেষ্ট শক্তিশালী এবং ইনোভেটিভ; তাই ধরা যায় খুব শীঘ্রই বড় ইনভেস্টাররাবআগ্রহী হবে। এক্ষেত্রে আমাদের কেবল তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। ইউটিলিটি বিষয়ে আমি পরবর্তী কোন এক পর্বে আলোচনা করব।
ক্রিয়েটরের ইমেজ
মেমে কয়েনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্রিয়েটর। আপনারা কতটুকু জানেন সে বিষয়ে আমার ধারণা নেই, তবে আমাদের সকলের প্রিয় দাদা ক্রিপ্টো জগতে যথেষ্ট পরিচিত একজন মানুষ। যথেষ্ট সমাদৃত। বিশেষ করে ট্রন ইকোসিস্টেমে পরিচিত একজন মানুষ। যার কারণে পুশ খুব সহজেই আর্লি ইনভেস্টরস পেয়েছে। আমি আশা করি উনার এই পরিচিতি পুশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
এই পর্বে এটুকুই থাকছে। সামনের পর্বে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।

![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
Twitter Promotion | CMC Promotion | DEXScreen Vote | #CoinGem# Vote |