$PUSS প্রমোশন আরও জোরদার করার জন্য টুইটার আইডি ভ্যারিফাইড করলাম।

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। তা হচ্ছে পুশ প্রমোশনের জন্য নিজের টুইটার একাউন্ট ভেরিফাইড করার ঘটনা।


Screenshot_6.png


‎প্রিয় আমার বাংলা ব্লগবাসি, আপনারা জানেন গত বছরের নভেম্বর মাসে পুশ প্রমোশনের জন্য একটি টিম গঠন করা হয়। আমি সেই টিমের একজন সদস্য। এই বছরের শুরুর দিকে আমাদের পুশ কয়েন প্রজেক্টর ম্যানেজার Block Byte -এর সাথে আমার কথা হয় একাউন্ট বিষয়ে। তিনি আমাকে পরামর্শ দেন আমার টুইটার একাউন্টে ভেরিফাই করার জন্য। এতে করে যেমন আমার সুবিধা হবে, তেমনি আমাদের পুশ প্রমোশনের কাজেও সুবিধা হবে।

‎প্রমোশনের শুরুতেই আমি এই বিষয়টি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমার কাছে কোন ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছিল না। এজন্য আমি আমার পরিচিত যাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছিল তাদের সাথে যোগাযোগ করি। কয়েকজন প্রস্তাবের সরাসরি মানা করে দিয়েছিল। কয়েকজন দিচ্ছি, দিব, করছি, করব বলে কিছুদিন ঘুরিয়েছে। অবশেষে আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @rex-sumon ভাই আমাকে সুন্দর একটি সমাধান দেন।


WhatsApp Image 2025-04-20 at 11.20.23 PM (1).jpeg

‎তিনি আমাকে Redot Pay ইউজ করার পরামর্শ দেন। আমি উনার কথামতো সেখানে একটি অ্যাকাউন্ট খুলি। সেখানে তারা ভার্চুয়ালি এবং ফিজিক্যালি ক্রেডিট এবং ডেবিট কার্ডের ব্যবস্থা করে দেন। ওই সময় আমার অর্থনৈতিক কিছু সমস্যা বিদ্যমান ছিল। যার কারণে আমি সাথে সাথে কার্ড নিতে পারিনি।
‎‎

WhatsApp Image 2025-04-20 at 11.20.23 PM (2).jpeg

‎যাইহোক, আজ সকালে আমি সেখানে আমার জন্য একটি ভার্চুয়াল কার্ডের অর্ডার করি। পুরো প্রসেসটি খুবই সহজ। বাইনান্সে আমার সামান্য কিছু USDT ছিল। আমি RedoPay-এর মাধ্যমে তা আমার সেখানকার অ্যাকাউন্টে নিয়ে আসি। তারপর মাত্র ১০ ডলারের মাধ্যমে আমি কার্ডটি পারচেজ করি। এরপর টুইটারে গিয়ে প্রিমিয়াম এর মাধ্যমে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করি।

‎টুইটার ব্যবহারের দিক থেকে আমার মনে হয় আমি আমার বাংলা ব্লগের বেশিরভাগ সদস্যের চেয়ে পুরাতন। ২০১৩ সালে আমি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করি। ২০১৭ সালে আমি বাংলাদেশের এলিট ক্লাব অর্থাৎ ১০ হাজার ফলোয়ারের ক্লাবে প্রবেশ করি। যাইহোক, এরপর ব্যক্তিগত কারণে আমি টুইটার চালানো বন্ধ করে দেই। এতে করে আমার ফরোয়ার কিছুটা কমে যায়। কিন্তু তারপরও বর্তমানে ৯৭৫০ এর উপরে ফলোয়ার রয়েছে আমার। আমার মনে হয় এই বিষয়টি আমার কাজে লাগানো দরকার পুশ প্রমোশনের জন্য। সেই কাজটিই আমি করেছি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে।
‎‎

WhatsApp Image 2025-04-20 at 11.20.23 PM.jpeg

‎সকলের কাছে পুশ প্রমোশন টিমের একজন সদস্য হিসেবে অনুরোধ রইলো, আপনারা পুশ প্রমোশনে ধারাবাহিকতা বজায় রাখবেন। অবশ্যই পুশ আরো অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।


gif.gif

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93380.34
ETH 1760.79
USDT 1.00
SBD 0.86