$PUSS আলোকিত এক উজ্জ্বল নক্ষত্র

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। সময়ে অসময়ে হয়তো মাঝে মাঝে কিছু সময়ের জন্য মন খারাপ হয়ে যায়। মন খারাপের পরিবেশ হৃদয়ের অনুভূতিগুলোকে নিদারুণভাবে পরিবর্তন করে দেয়। তখন সত্যি সুন্দর মানসিক অবস্থা ধরে রাখাটা বড় চ্যালেঞ্জের মতো হয়ে যায়। কারণ চারপাশের পরিবেশ আমাদের মন ও অনুভূতিকে দারুণভাবে প্রভাবিত করে। কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হয় এবং প্রচেষ্টার মাঝে গতিশীল থাকতে হয়, না হলে হয়তো হৃদয়ের আকাশে অন্ধকারের পরিমাণ বেড়ে যাবে।

একটা উপদেশ দিতে পারি আপনাদের, আমি অবশ্য প্রায় উপদেশ দিয়ে থাকি যদিও নিজে তেমন কিছুই করতে পারি না। আসলে চিন্তা করি নিজে পারি নাই বলে আপনারাও পারবেন না সেটা ভাবতে কষ্ট হয়, তাই দেই যদি আপনারা এতটুকু হলেও মানতে পারেন, তাহলেই আমার স্বার্থকতা তৈরী হয়ে যাবে। যত সমস্যাই হোক না, কারো উপকার করতে না পারেন অন্তত ক্ষতি করিয়েন না। উপকার যেহেতু করতে পারেন নাই সেহেতু সেখানে নীরব থাকেন, আপনার দ্বারা যেন ক্ষতি না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করুন। আমিও চেষ্টা করি এটা সকল ক্ষেত্রে।

puss mini banner06.png

পুশ তেমন একটা সুন্দর প্রজেক্ট, হয়তো আমরা শুরুতে সেটা বুঝতে পারি নাই অথবা আমাদের প্রতিষ্ঠাতা সেটা নিয়ে যতটা বলেছেন সেটা আমরা বিশ্বাস করতে পারি নাই, এই কারণে আমরা অনেকেই সেখান হতে দূরে সরে গেছি কিংবা ছিটকে গেছি। শুধু যে মানসিকতার দিক হতে আমাদের ভুল হয়েছে তেমনটা কিন্তু নয়। আরো অনেক কারণ থাকতে পারে এখানে, যেমন যোগ্যরা সুযোগ পেয়েছে কিংবা সামনে চলে গেছেন। সেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না বরং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেহেতু আমার বাংলা ব্লগের সাথে আপনারা সবাই সংযুক্ত আছেন এবং এটা আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন।

সেহেতু এই প্রজেক্ট এর ক্ষতি হয় এমন কোন কাজ না করতে অনুরোধ করবো। এতোটুকু অন্তত আপনারা সবাই বুঝে গেছেন যে $PUSS এর ফিউচার খুবই উজ্জ্বল হতে চলেছে এবং ভবিষ্যতে এর অবস্থান অনেক বেশী উপরের দিকে চলে যাবে। তখন কেউ চাইলেও এর পিছু নিতে পারবে না। কিন্তু এখন, এখন এর পাশে থাকা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আমার বাংলা ব্লগের একজন ইউজার কিংবা দয়িত্বশীল হওয়ার দারুণ এটা আপনারও দায়িত্ব এর পাশে থেকে প্রচারের সহযোগিতা করা। আর যদি সেটা নাও করতে পারেন তাহলে প্রচারে ক্ষতিকর প্রভাব ফেলে এমন কিছু করা হতে দূরত্ব বজায় রাখুন।

সময়ের সাথে হয়তো মানসিকতা পাল্টে যায়, পরিস্থিতির সাথে হয়তো আমরা পাল্টে যাই কিন্তু মনে রাখবেন ইতিহাস কিংবা অতীত কখনো পাল্টে যায় না বরং সেটা আপন মহিমায় উজ্জ্বল থাকে। সুতরাং উজ্জ্বল আলোর মাঝে থাকতে না পারেন কিন্তু আলোর পরিবেশ নষ্ট হয় এমন কিছু করা হতে বিরত থাকুন। তাতে অন্তত আলোময় পরিবেশটা ঠিক থাকবে। পরিবর্তন হোক আমাদের মানসিকতার এবং পরিবর্তন হোক আমাদের অবস্থানের। সময়ই নির্ধারণ করে দিবে আপনার সামান্য সহযোগিতার ভূমিকা কতটা বিশাল ছিলো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

সবার প্রিয় $PUSS আমাদের জীবনের গতি পাল্টে দিয়েছে আর ভবিষ্যতেও আরও বেশি পাল্টে দেবে। একটা কথা দারুন লেগেছে, পরিবর্তন হোক আমাদের মানুষিকতার পরিবর্তন হোক আমাদের অবস্থানে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81566.06
ETH 1594.37
USDT 1.00
SBD 0.81