ধৈর্য্য ধরুন, ভালো কিছু অপেক্ষা করছে!!

in আমার বাংলা ব্লগ6 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার, ৮ ই অক্টোবর, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000562934.png


পোস্ট টা যখন লিখতে বসেছি তখন Puss,Poloniex এর পরে দ্বিতীয় এক্সচেঞ্জ Mexc তে লিস্টেড হতে বাকি মাএ ৭ ঘন্টা। এটা নতুন একটা চমক আমাদের জন্য। এর আগে আমি আমার একটা পোস্টে মিম কয়েন নিয়ে আলোচনা করেছিলাম। মিম কয়েন সাধারণত মার্কেটে আসে মজা করার জন্য। তবে সেই ব‍্যাপার টা এখন আর মজা করার পর্যায়ে নেই। মিম কয়েনদের প্রধান Doge যেটা গত বুলরানে প্রমাণ করে দেখিয়েছে। তারপর থেকে মিম কয়েনকে সবাই বেশ সিরিয়াসভাবে নিয়েছে। আমাদের puss ও একটা মিম কয়েন। মিম কয়েন হলেও puss এর সবচাইতে বড় এবং পজেটিভ পয়েন্ট হলো এর স্পালাই কম। সাধারণত মিম কয়েনের স্পালাই থাকে অনেক। সেই জায়গা থেকে puss বেশ আলাদা। এর স্পালাই মাএ ১ বিলিয়ন।

Puss এর বয়সস দেড় মাস চলছে। প্রথম দিকে কেউই ভাবতে পারেনি এতো অল্প সময়ে puss এতো এগিয়ে যাবে। সত্যি বলতে আমি নিজেও ভাবিনি এতো দ্রুত কোন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টেড হবে puss. Mexc গ্লোবাল বেশ জনপ্রিয় একটা এক্সচেঞ্জ। এখানে লিস্টেড হওয়াটা বেশ পজেটিভ একটা দিক। যদিও এরজন‍্য puss টিম এবং আমাদের দাদারকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। অনেক টা সময় দিতে হচ্ছে। Mexc তে লিস্টেড হলে প্রতনিয়ত বেশ ভালো একটা অ‍্যামাউন্টের ট্রেড আমরা puss এর দেখতে পারব। এটাই সবচাইতে ভালো দিক। এবং অসংখ্য বায়ার অসংখ্য ইনভেস্টরদের নজরে আসবে puss. Puss স্টিমিট প্লাটফর্মের প্রথম মিম কয়েন এবং আমার বাংলা ব্লগের নেটিভ টোকেন। এটা নিয়ে আমাদের অনেক আশা ভরসা।


1000561244.jpg


Mexc তে লিস্টেড হয়ে যাবে। কিন্তু এরপর Gate.io, kucoin, Bitmart, Htx এর মতো এক্সচেঞ্জ রয়েছে পরিকল্পনায়। আশাকরি পরবর্তী এক মাসের মধ্যে এই এক্সচেঞ্জ গুলোতেও puss ট্রেড করা যাবে। এরাও লিস্টেড করবে puss. Puss তার প্রথম দিন থেকেই আলো ছড়িয়ে যাচ্ছে। তবে আমি বলব এখনও অনেক খেলা বাকি আছে। কারণ ২০২৪-২৫ হলো বুলরানের বছর। এই সময়টা ক্রিপ্টো মার্কেট খুবই ভালো থাকবে। যদিও বতর্মানে ইসরায়েল ইরান সহ বিভিন্ন কারণে মার্কেট এখনও উড়তে শুরু করেনি। তবে আশা করছি এই অক্টোবর থেকেই শুরু হবে। ক্রিপ্টোতে সুবাতাস আসে মূলত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের পর। বিগত কিছু বুলরানে এমনটাই দেখা গিয়েছে। এই জন্য এইবারও সবাই অপেক্ষা করছে এটার জন্য।

বুলরানে প্রতিটা ক্রিপ্টো বেশ ভালো পরিমাণ আপ দিয়ে থাকে। বিশেষ করে অসংখ্য প্রজেক্ট আছে যেগুলো ১০-১০০ গুণ পযর্ন্ত রিটার্ন দেয়। আর বুলরানের ঠিক আগে আমাদের Puss জনপ্রিয় সব এক্সচেঞ্জ গুলোতে লিস্টেড হয়ে যাচ্ছে এটার মানে বুঝতে পারছেন?? বুলরানে puss দারুণ একটা জায়গাই যাবে। এটা শুধু একটু ইমাজিন করে দেখুন। সুতরাং আপনাদের সবার প্রতি আমার ম‍্যাসেজ থাকবে এখন উওেজিত হয়ে puss সেল দিয়েন না। অপেক্ষা করেন এখনও অনেক চমক বাকি। হয়তো আমাদের কাঙ্ক্ষিত Binance এক্সচেঞ্জেও puss লিস্টেড হবে। বুলরানের আগে ক্রিপ্টো অ‍্যাসেট সেল দেয় শুধু বোকারাই। আর এই বোকামি কইরেন না আপনি। হোল্ড করে রাখুন পুশ। নিয়মিত অল্প কিছু buy-sell করতে পারেন। যাকে বলে Scalping trade....



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

কথায় আছে ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। আমিও মনে করি এক্ষেত্রে ধৈর্য ধারণ করাই উত্তম। আশা করছি আমরা puss নিয়ে ভালো কিছুই পাবো। আর ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু ধৈর্য ধারণ করতে হবে।

 6 months ago 

অবশ্য আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ এর পেছনে আমাদের দাদা রয়েছে। আশা করব খুব শীঘ্রই বাজার উপরের দিকে যাবে। এবং ভবিষ্যতে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। আর অল্প সময়ের মধ্যে সে ভালো জায়গা করে নিয়েছে। তাই আমাদের ধৈর্য ধরা প্রয়োজন।

 6 months ago 

আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া। বাজার বর্তমান কিন্তু কিছুটা নিচে। তবে আশা করব খুব শীঘ্রই আবারও উপরে চলে যাবে। মাত্র দের দু মাসের মধ্যে অনেক দাম বেড়েছে। আর এভাবে একদিন আমাদের প্রিয় কয়েন আরো সামনের দিকে এগিয়ে যাবে।

 6 months ago 

সত্যিই ভাইয়া ভালো কিছুর জন্য আমাদের ধৈর্য ধরে রাখা ভীষণ জরুরী।কথায় ই আছে ধৈর্যের ফল মিষ্টি হয়।তাই আমাদের উত্তেজিত হয়ে সবকিছু হারিয়ে ফেললে চলবে না।আমাদের সুন্দর দিনটির জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে।

 6 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন প্রধান ছিল doge যেটার মাধ্যমে মানুষ বুঝতে পেরেছিল যে এটা কতটা প্রফিটেবল মানুষকে করতে পারে। যাইহোক আমরা আশা করি puss কয়েন ও আমাদের অনেক বেশি হেল্প করবে প্রফিট করতে। যাইহোক দেখা যাক আমি অনেক এক্সাইটেড

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 84744.09
ETH 1879.30
USDT 1.00
SBD 0.70