$PUSS এর ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে $PUSS এর ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বলশেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে আরো কিছু পোস্ট শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম৷ এই পোস্টের টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি সম্পর্কে পোস্ট করতে যাচ্ছি৷ আমাদের সকলের প্রিয় $PUSS সম্পর্কে আমাদের কমিউনিটির অনেকেই খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে আসছেন৷ তাই আমিও ভাবলাম যে আজকে আপনাদের মাঝে একটি সুন্দর পোস্ট শেয়ার করা যাক৷ আসলে এই $PUSS কয়েন যখন জন্মগ্রহণ করেছিল তখন এর প্রাইস যেমন ছিল তার থেকে এখন অনেক বেশি এর প্রাইস৷ এখন প্রতিনিয়ত এর প্রাইস বেড়েই যাচ্ছে৷ ধাপে ধাপে যেভাবে এর প্রাইস বৃদ্ধি পেয়ে যাচ্ছে তা থেকে আমরা বুঝতে পারছি এর প্রাইস আরো অনেক বেশি বৃদ্ধি পাবে৷ একটা সময় এর প্রাইস এত বেশি বৃদ্ধি পাবে যা আমাদের কল্পনার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আমরা যদি এই কয়েনের উপরে ইনভেস্ট করতে পারি এবং এই কয়েনের উপরে বড় বড় ইনভেস্টরদের চোখ আনতে পারি তাহলেই আমরা আমাদের এই কয়েনের সুন্দর ভবিষ্যৎ দেখতে পারবো৷ এই ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎকেও উজ্জ্বল করবে৷ যেভাবে প্রতিনিয়ত এর দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে এর থেকে নিঃসন্দেহে বলা যায় যে এই কয়েনের দাম এমন একটা সময় এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে যা আমাদের স্বপ্নের মত হয়ে যাবে৷
আমাদের অনেকের কাছে এখন অল্প, বেশি $PUSS রয়েছে৷ তবে এই অল্প $PUSS থাকার চেয়ে যদি আমাদের কাছে বেশি $PUSS থাকে তাহলে আমরা আমাদের নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারব৷ এখনো সময় রয়েছে এই কয়েন ক্রয় করার৷ এখন যদি আমরা এই কয়েন ক্রয় করতে পারি তাহলে আমরা আরো অনেক কিছুই ভবিষ্যতে দেখতে পারব৷ এই কয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে আমাদেরকে কিছু ছোটখাটো কষ্ট করতে হবে৷ সে কষ্ট আমাদের মেধার মাধ্যমে করে নিতে হবে৷ আমরা প্রতিনিয়ত যেভাবে আমাদের ক্রিয়েটিভিটিকে আমাদের এই কমিউনিটির বিভিন্ন পোস্টের মাধ্যমে শেয়ার করে আসছি ঠিক তেমনি এক বা একাধিক পোস্ট যদি আমরা টুইটারে শেয়ার করি তাহলে আমাদের এই কয়েনের প্রমোশন হয়ে যাবে৷ এই প্রমোশন এর ফলে আমাদের এই কয়েন অনেকটাই গ্রো করবে৷ একইসাথে এই প্রমোশনের কারণে যে সকল ইনভেস্টাররা রয়েছে তাদের চোখ যদি আমাদের এই কয়েনের উপরে পড়ে এবং এই কয়েনের উপরে তারা ইনভেস্ট করে তাহলে আমাদের সকলের জন্য অনেক ভালো হবে।
কারণ ইনভেস্টমেন্ট ছাড়া কোন কিছুই চলে না। আমাদের সবার প্রিয় @rme দাদা যেভাবে আমাদের সবাইকে সুযোগ-সুবিধা দিয়ে আসছেন এবং তিনি সবাইকে যেভাবে কমিউনিটিকে খুব ভালো একটি পর্যায়ে পৌঁছে দিতে পেরেছেন৷ আমরা সেই ফল এখন উপভোগ করছি৷ তেমনি এখন এই কমিউনিটির একটি উদ্যোগকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই তা আমাদের জন্য অনেক উপকারী হবে৷ তা করার জন্য আমাদেরকে প্রমোশনের একমাত্র মাধ্যম এবং সর্বোচ্চ মাধ্যম টুইটারে প্রমোশন করে যেতে হবে৷ প্রমোশনের কোনো বিকল্প নেই। যা আমরা সকলেই জানি৷ কারন প্রমোশন যত বেশি হবে ততই আমরা সেই বিষয়টি সম্পর্কে জানতে পারবো৷ কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যারা যা সম্পর্কে আমাদের কোন ধারনাই থাকেনা৷ সেই প্রোডাক্টের প্রমোশন করার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো জানতে পারি এবং তারা প্রমোশনের ক্ষেত্রে অনেক ধরনের পন্থা অবলম্বন করে থাকে৷ তবে আমাদের এই কয়েনের প্রমোশনের ক্ষেত্রে আমাদেরকে একটু ভিন্নধর্মী পন্থা অবলম্বন করতে হবে৷ সেটি হচ্ছে আমাদের যে টুইটার রয়েছে সেখানে যদি আমরা প্রমোশন করে যেতে পারি এবং এই প্রমোশনের মাধ্যমে যদি আমরা এই কয়েনকে একটি ভালো পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে পারে এবং সকলের চোখে চোখে রাখতে পারি তাহলে আমাদেরই উপকার হবে৷
যদি আমরা প্রমোশন করতে করতে একটা সময় কয়েনকে অনেক বেশি পরিমাণে ফেমাস করে ফেলতে পারি তাহলেই আমরা এই কয়েনের যে ভবিষ্যৎ রয়েছে তা উজ্জ্বল দেখতে পারব৷ এই কয়েনের প্রতি আমাদের ভালোবাসা আরও বৃদ্ধি করতে হবে এবং অন্যদেরকেও এই কয়েনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমাদের শুধু একটু কষ্ট করতে হবে৷ কারণ আমরা সবাই যদি একসাথে সবকিছু করে ফেলতে পারি তাহলে আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না৷ একটা গল্প ছিল যে একতাই বল৷ আসলে আমাদেরকে তারই পরিচয় দিতে হবে৷ আমরা যদি একজন একজন করে একা একা সব কিছু করতে থাকি তাহলে তা কোনভাবেই কোনদিন সফলতার কাছে পৌঁছাতে পারবো না৷ তবে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ চালিয়ে যেতে পারি তাহলেই আমাদের সফলতা আসবে এটা নিশ্চিত৷ কারণ এক্তা ছাড়া কোন কিছুই সম্ভব নয়৷ একতার মাধ্যমে আমরা অনেক কিছুই এখানে সম্ভব করেছি৷ ইতিহাসের পাতায় এমন অনেক ঘটনা রয়েছে যা একতাবদ্ধ হওয়ার কারণেই হয়েছে৷ তবে এখনকার এই সময়ে যদি আমাদের প্রমোশনের মাধ্যমে কয়েনেরকে অনেক ভালো একটি পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে একতাবদ্ধ হয়ে সবকিছু করে যেতে হবে৷ তাহলে আমরা আমাদের এই কয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে৷ তাই নিঃসন্দেহে বলা যায় যায় যে এই কয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল৷ তবে এই কয়েনের ভবিষ্যতকে আরো তাড়াতাড়ি এবং বেশি উজ্জ্বল করার জন্য আমাদেরকে কাজে লেগে পড়তে হবে৷
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1833708167974605178?t=NwUhevp-usjrsF13_81mUA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে $puss কয়েনের ভবিষ্যৎ নিয়ে একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্ট পড়ে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। আমিও আপনার মত এটা বিশ্বাস করি পুশ কয়েনের ভবিষ্যৎ সত্যি বেশি উজ্জ্বল। এখনো এই কয়েন আমাদের কেনার সাধ্যের মধ্যে আছে তাই চেষ্টা করি নিজেদের জায়গা থেকে যতটুকু পারি কিনে রাখার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি শেয়ার করার জন্য।
খুবই ভালো কাজ করেছেন। আসলে এখন আমরা যত কিনে রাখতে পারব ভবিষ্যতে ততই লাভ করতে পারব।
ভাইয়া আমি আপনার সাথে একমত। কেননা এই কয়েকদিনে $puss এতটাই বৃদ্ধি পেয়েছে তাতে আশা করা যায় না আগামীতে এটা দিতে পাবে না। আমি আশাবাদী এটা আরো অনেক বৃদ্ধি পাবে। শুধু তাই নয় আমি মনে করি এটা আমাদের কখনো হতাশ করবে না। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করা জন্য।
একেবারেই ঠিক বলেছেন। এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।