এবিবি ফান প্রশ্ন- ৫৩৭ | দাঁড়ানোর জায়গাকে ইংরেজিতে ‘স্ট্যান্ড’ বলা হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
দাঁড়ানোর জায়গাকে ইংরেজিতে ‘স্ট্যান্ড’ বলা হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার কাছে মনে হয় যারা এই ওয়ার্ডগুলো তৈরি করেছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওয়ার্ডগুলো তৈরি করেছিল।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ বসে থাকলে তো আর দাঁড়ানোর জায়গা হবে না। তাই স্ট্যান্ড বলেই দাঁড়িয়ে থাকার জায়গা বোঝানো হয়।
0.00 SBD,
3.57 STEEM,
3.57 SP
কারণ সেখানে শুধুমাত্র দাঁড়ানোর জন্য একটি মাত্র স্তম্ভ ছিল, নীচে ছিল গভীর লাভার খাদ আর উপরে ছিল সুবিশাল আকাশ।স্তম্ভে শুধুই দাঁড়ানো যেত ,না যেত বসা আর না ছিল নীচে তাকানোর মতো অবস্থা তাই দাঁড়ানোর জায়গাকে ইংরেজিতে ‘স্ট্যান্ড’ বলা হয়।
0.00 SBD,
3.55 STEEM,
3.55 SP
কারণ ছেলেরা দাঁড়িয়ে থেকে যে জায়গা দখল করে সেটাই তো "স্ট্যান্ড"।আমাদের মেয়েদের বসে থাকার জায়গা হলে নিশ্চয়ই "সিট" হতো।হাহাহাহ।
0.00 SBD,
3.54 STEEM,
3.54 SP
কারণ, যেখানে দাঁড়ানো যায়, সেটাই Stand! দাঁড়িয়ে থাকলেই Understand করা যায়, আর বসে পড়লে Misunderstand! তাই জীবনে সফল হতে চাইলে—Stand up, don’t sit down! 😆
0.00 SBD,
3.52 STEEM,
3.52 SP
যে শব্দটার নাম দিয়েছে তাকে মনে হয় পড়া না পারার কারনে তার টিচার ক্লাসে সবসময় দাড় করিয়ে রাখতো,হা হা হা।😄
0.00 SBD,
3.51 STEEM,
3.51 SP
Congratulations @abb-fun, your post was upvoted by @supportive.
দাঁড়ানোর জায়গাটাকে আমরা যেমন দাঁড়ানোর জায়গা বলি, তেমনি ইংরেজিতেও তাই Stand-ই বলা হচ্ছে। খুব একটা পার্থক্য আমার কাছে মনেহয় না। সকল ভাষাই এক। শব্দটা মা হোক আর Mom, ওয়ালেদা হোক আর الأم হোক; মানে কিন্তু একটাই।