বুঝতে হবে কখন সরে আসতে হবে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আপনার কখনো কি এমন মনে হয়েছে? কোনো জায়গাতে যে হঠাৎ করেই আপনার গুরুত্ব শেষ হয়ে গিয়েছে। কিংবা আপনার জায়গাটা আপনি যেমনটা দেখেছিলেন কিংবা কোনো জায়গায় আপনি যেমনটা ছিলেন। সেই জায়গাটিকে আপনি আর তেমনটা ফিল করছেন না।অর্থাৎ সেই জায়গাটিতে আপনি তেমনটা কমফোর্ট ফিল করছেন না।
আমার সাথে এরকম বহুবার হয়েছে। আর আমি যখন কোনো জায়গাতে কমফোর্ট ফিল করি না। কিংবা হয়তো ধরুন, আমার অনেক পছন্দের মানুষদের সাথে একটা সময় আমার অনেকটা বেশি উঠাবসা ছিলো। একটা সময় ওই মানুষগুলোর সাথে আমার একেবারে আত্মার সম্পর্ক ছিলো, অনেকটা সময় কাটাতাম। কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে আসলে সেই নিজের ভালো লাগাটা আর খুঁজে পাই না। কিংবা তাদের কথাবার্তায় আসলে বুঝা যায় যে। আমি তাদের কাছে আগে প্রায়োরিটি লিস্টে থাকলেও,এখন আর নেই। আর তখন সাথে সাথেই আমি তাদের কাছ থেকে দূরে সরে যাই। আর এটা আমার অনেক ভালো একটি অভ্যাস বলেই আমি মনে করি।
কারণ, জীবনে ভালো থাকতে হলে। আগে অবশ্যই আমাদের বুঝতে হবে যে, আমরা কোথায় কতক্ষণ থাকবো কিংবা আপনার কোথা থেকে কখন সরে আসা উচিত কিংবা উচিত না। কারণ আপনি আসলে যেখানে কমফোর্ট ফিল করবেন না। সেখান থেকে যখন আপনি কোনো চাওয়া রাখবেন। আর তখন যখন আপনার চাওয়াটি পূর্ণ হবে না। তখন কিন্তু আপনার কষ্ট হবে। আর নিজেকে এই কষ্টটা দেওয়ার কোনো মানে নেই। তাই আমাদের সব সময় এটা বুঝতে হবে যে। যখন আমাদের কোনো জায়গায় প্রয়োজন ফুরিয়ে যায়। তখন আমাদের অবশ্যই সেই জায়গা থেকে সরে আসতে হবে।
কখন কোন জায়গা থেকে সরে আসতে হবে। এটা বুঝতে পারাও কিন্তু জীবনের অনেক বড় একটি শিক্ষা। কারণ আমরা জীবনের অনেকটা সময় ভুল জায়গাতেই পার করে দিন। আমরা আমাদের জীবনের অনেকটা সময় ভুল মানুষের সাথেই কাটিয়ে দেওয়ায় ব্যস্ত থাকি। যার বদলে আমরা শুধুমাত্র পাই দুঃখ-কষ্ট এবং যন্ত্রনা।