প্রসাধনী শেষ পর্ব ❤️

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো প্রসাধনীর শেষ পর্ব । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG20250221100108.jpg

আড়ংয়ের প্রডাক্ট রুপ চর্চার জন্য কিনে বেশ ভালে লেগেছে। আমি বেশ কিছু দিন থেকে ফ্লোমারের ফেসপাউডা,আই লাইনার,আই স্যাডো,লিপিষ্টিক,নেইল পলিশ ব্যাবহার করলেও ইদানীং বায়োলজিনের প্রডাক্টেট প্রেমে পড়ে গেছি।বায়োলজির বগুড়া ও রংপুরে রয়েছে শুধু তাই ইচ্ছে থাকলেও উপায় নেই গাইবান্ধা থেকে এতো দূর শুধুই ফেসপাউডার কিনতে যাওয়ার।বর্তমান যুগে পছন্দ জিনিসপত্র ঘরে বসে পেয়ে থাকি আমরা দেশি বিদেশি সব কিছু।

আমি বায়োজিনের প্রডাক্টেট প্রতি ভালোলাগা বেড়ে গেছে আর তাই জন্য বায়োজিন থেকে একটি সিরাম ও একটি সান ফেস পাউডার অর্ডার করলাম। বায়োজিনে ৩০℅ডিসকাউন্ট চলছে আর সেজন্য একটি সিরাম ও একটি বায়ে সান স্কিন ফেসপাউডার অর্ডার করে ফেলেছিলাম। ডেলিভারি চার্জ একশো কিন্তুু অন্য পেজে কিছু অর্ডার করলে একশন পঞ্চাশ বা একশো তিরিশ টাকা নিয়ে থাকে কিন্তুু বায়োলজিনে দেখলাম একশো টাকা ডেলিভারি চার্জ।

বায়োজিনের এক্সফলিয়েটিং সেরাম টি ত্বকের গভীরে গিয়ে ত্বক পরিস্কার করে এবং ঝলমলে সুন্দর স্বাস্থ্যজ্বল ত্বক হয়ে ওঠে।একটু লালচে কালারের সেরামটি শুকনো পরিস্কার ত্বকে লাগিয়ে রাখতে হয় দশ মিনিট এবং তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হয়।এই সেরামটি ব্যাবহার প্রথম শুরু করেছি কিছু দিন গেলে বুঝতে পারবো এটির কার্যকারিতা কেমন।ব্যাবহার করে তো ভালোই মনে হচ্ছে। ভালো মন্দ সময়ে অপেক্ষায়।

IMG20250221100123.jpg
ফ্লোমার এর প্রডাক্ট ব্যাবহা করলাম এতো দিন অনেক ভালো। ফ্লোমারের ফেসপাউডার শেষ হয়ে গেছে কিছুটা আর বেশ অনেক দিন হয়েও গেছে। যদিও বা সাতাইশ সাল পর্যন্ত ডেট রয়েছে কিন্তু যে কোন কসমেটিক খোলার পর একটা নিদিষ্ট সময় পর্যন্ত ভালো থাকে এবং পরে নষ্ট হয়ে যায় আর সেজন্য ভাবছিলাম একটা ফেসপাউডার কিনবো আর যেহেতু বায়োজিনের প্রতি আকৃষ্ট হয়ে গেছি তাই বায়োজিনের বায়ো স্কিন পাউডার অর্ডার করেছিলাম।
গত দিনে বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম এবং তখন বায়োজিনের ফেসপাউডার দিয়ে গিয়েছিলাম আর ব্যাবহারের পর দেখলাম সত্যি অসাধারণ সুন্দর একটি প্রডাক্ট। একদমই ত্বকের সাথে মিলিয়ে যায় আর সব ত্বকের সাথেই যায় এই ফেসপাউডার টি।আসলে একটু বেশি টাকা দিয়ে কিছু কিনে তা যদি ভালো না হয় তবে মনটা খারাপ হয়ে যায় আর যদি মনের মতে হয় তবে খুবই ভালো লাগে।

দুটো বায়োজিনের প্রডাক্ট ভালো লেগেছে তাই ভাবছি এবার বায়ো সানক্রিম অর্ডার করবো।আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর আর সেজন্য আমাদের বাইরে গেলে সানক্রিম ব্যাবহার করা উচিত। আমি একটি অন্য ব্রান্ডের সানক্রিম ব্যাবহার করছি এটা শেষ হলেই বয়ো সানক্রিমটি অর্ডার করবো।
আশা করছি বায়োজিন থেকে নেয়া সিরাম ও সানস্কিন ফেস ওয়াসের মতোই মনের মতো হবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন নতুন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

[টাটা]

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250222_212248.png

IMG_20250222_212237.png

Sort:  
 last month 

PhotoCollage_1740509520736.jpg

 last month 

পর্ব শেষ হবে কেন, কিনতেই থাকবেন, কিনতেই থাকবেন। আপনারা যদি কেনা শেষ করে দেন তাহলে তারা কার কাছে সেল দিবেন। আবার কেনা শুরু করবেন, আবার পর্ব শুরু করবেন।🫡

 last month 

হাহা সত্যি তো ভালো বুদ্ধি দিয়েছেন পর্ব শেষ করাটা অন্যায় হয়ে গেছে 😊।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

বায়োজিনের প্রসাধনী গুলো খুবই ভালো।কিন্তু দাম টা অনেক বেশি তাই সাধ্যের মধ্যে না হওয়ায় অনেকেই কিনতে পারে না।৩০% ছাড়ে যেহেতু পেয়েছো তাতে করে ভালোই সাশ্রয় হয়ছে।সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

হ্যাঁ দামটা বেশি তবে ভালো।ভালো জিনিসপত্রের দাম বেশি হয় এটাই স্বাভাবিক।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83264.22
ETH 1670.53
USDT 1.00
SBD 0.69