স্বরচিত কবিতা ||| রাখি বন্ধন ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও সকল ভাই-বোনদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। একই মায়ের ভাই বোন হলেই ভালোবাসা গভীর হয় না, ভালোবাসা এমন একটি সম্পর্ক যেটা রক্তের বাহিরেও অনেক গভীর হয়। ভাই-বোনের সম্পর্ক এত পবিত্র যে সম্পর্ক অন্যের সম্পর্কের সঙ্গে তুলনা করা চলে না। একই পরিবারে থেকে অথবা অন্য পরিবারের কারো সাথে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাও ভাই বোনের সম্পক।যেমন আমার বাংলা ব্লগে এখানে আসার পর থেকে সকলের সঙ্গে কথা আলাপ আলোচনা চ্যাটিং এর মাধ্যমে আমরা সবাই পরিচিতি লাভ করেছি। প্রথম অবস্থায় বাংলা ব্লগের কারো সঙ্গে তেমন পরিচয় ছিল না।এখানে যোগদান করার পর থেকে কাজ করার সুযোগ হওয়ার পর থেকে সবার সঙ্গে সবার একটা রিলেশন সৃষ্টি হয় এবং এই রিলেশনে মায়া-মমতা জড়িয়ে রয়েছে সবার সঙ্গে । এই একই সঙ্গে কাজ করতে গিয়ে যে ভালোবাসা সৃষ্টি হয় ভাইবোনের মধ্যে এটিও একপ্রকার ভালোবাসা। এই ভালোবাসা অনেক সময় নিজের ভাই-বোনের থেকেও সম্পর্কের টানে অনেক গভীর ভালবাসায় পরিনত হয় । আজ আমি আপনাদের মাঝে কোন রেসিপি গল্প নিয়ে আসিনি এসেছি আমার স্বরচিত একটি কবিতা নিয়ে। এই ভাইবোনের সম্পর্কের উপর নির্ভর করে আমার এই কবিতা লেখা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কবিতা টির নাম "রাখি বন্ধন"

IMG_20220817_144413.jpg

নিবিড় সম্পর্কের মায়া
সে তো ভালোবাসারি
সম্পর্ক মায়া-মমতা
একদিনে সৃষ্টি হয় না।

ভাই বড় ধন
মায়ার বাঁধন
যদিও ছিন্ন হয়
কারণে অকারণ
তবুও বন্ধন
মনের ভিতর অনেক স্পন্দন।

যে ভালোবাসা স্বার্থ ছাড়া
বিপদে পাশে যে দাঁড়ায়
অনেক কষ্টের সময়
যে আপন করে
কাছে টেনে নেয়
সে তো আর কেহ নয়
ভাই ছাড়া আর অন্য কিছু নয়।

ভাই তো ভাই
দুঃখের দিনে ভাই ছাড়া
অন্য কেহ নাই
আসুক যত ঝড়
ভাইদের করোনা কেউ পর।

জীবনে যত যন্ত্রণা
ভাই ছাড়া কেউ বুঝেনা
মনের যত বাসনা
ভাইদের জন্য শুভকামনা
রাখি বন্ধনের ছলে
ভাই বোনের সম্পর্ক মধুর হলে
জীবন হয় পূর্ণ
সেতো রাখি বন্ধনের জন্য।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- কবিতা "রাখি বন্ধন"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 3 years ago 

সত্যিই ভাই-বোনের ভালোবাসার বন্ধনে সবসময় রক্তের সম্পর্ক থাকার প্রয়োজন হয় না।রাখি বন্ধন কবিতাটি বেশ সুন্দর হয়েছে আপু।আপনি মনে হয় এটিই আবৃত্তি করেছিলেন সেটিও সুন্দর ছিল রাখী বন্ধনের দিন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি দিদি এই কবিতার কয়েক লাইন আবৃতি করে ছিলাম।

 3 years ago 

আপনার লেখা রাখি বন্ধন কবিতাটি অসাধারণ হয়েছে ৷ অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই-বোনের মধুর সম্পর্ক নিয়ে ৷ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু আপনার লেখা রাখি বন্ধন কবিতাটি বেশ চমৎকার হয়েছে করে খুব ভালো লাগলো। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন ছন্দ মিলিয়ে। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার কবিতা অনেক ভালো লাগে আমার। আপনি রাখি বন্ধনকে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। আপনার কবিতাটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 3 years ago 

রাখি বন্ধন নিয়ে আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে আপু। সত্যি আপু আপনি অনেক দক্ষতার অধিকারীনি। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ! আপু আপনি রাখি বন্ধন নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। খুবই ভালো লেগেছে। ছন্দ আকারের কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আপনি ছন্দ আকারে বেশ সুন্দর করে কবিতাটি লিখেছেন। অনেক সুন্দর হয়েছে আপু আপনাকে ধন্যবাদ। ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে আপনার রাখি বন্ধন উপলক্ষে কবিতাটি ৷পড়ে অনেক ভালো লেগেছে ৷সত্যিই ভাই বোনের সম্পর্ক চিরদিন যেন থাকে ৷
ধন্যবাদ আপু

 3 years ago 

চেষ্টা করছি ভাই আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া।

 3 years ago 

আপু রাখিবন্ধন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতা পড়লে আসলে সময় নষ্ট হয় না এটা তো বিনোদন আনন্দের খোরাক ।সুন্দর একটি কবিতা লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95745.34
ETH 2808.33
SBD 0.67