আমার স্বরচিত কবিতা ||| স্মৃতি হাসায় কখনো কাঁদায় ||| ১০% লাজুক শিয়ালের জন্য।
আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আশা করছি বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা সকলের পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতার রহমতে ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী সেটা একমাত্র বিধাতাই বলতে পারবে। আমাদের এই ছোট্ট জীবনে চলতে গিয়ে শৈশবে কত স্মৃতি জড়িয়ে থাকে তা অনেকেই অনেক সময় আমরা মনে করি না ব্যস্ততার কারণে। আবার হয় তো বা কোন এক ঘটনা ঘটে যায় অথবা সেই মানুষটি আমাদের জীবন থেকে চলে যায়। তখন হয়তো বা তারই জন্য সেই ফেলে আসা স্মৃতিগুলো আবার ফিরে দেখা হয়।সেই ফেলে আসা স্মৃতি নিয়েই আমার স্বরচিত কবিতা আমার কবিতার নাম "স্মৃতি হাসায় কখনো কাঁদায়"। চলুন আর কথা না বাড়িয়ে আমার কবিতায় "স্মৃতি হাসায় কখনো কাঁদায়" কি অনুভূতি ও আবেগ ব্যক্ত করেছি তা দেখে নেয়া যাক।
গোধূলি বেলায়
আনমনে একলায়
কেন যানি মনটা শূন্যতায় বিষন্নতায়
মুঠো ফোন হাতে নিয়ে
ফেসবুক দেখতে গিয়ে
হঠাৎ চমকে উঠি!
এ কি দেখছি আমি
মনে পড়ে গেল
সেই ফেলে আসা দিনের কথা।
যে থাকতো আমার প্রতীক্ষায়
স্কুলে যাওয়ার সময় হলে
দাঁড়িয়ে থাকতো পথ চেয়ে
কখন দেখবে একটি পলক
প্রিয় তোমার চোখের ঝলক
কলেজ থেকে ফেরার পথে
আমার বাসার সামনে গিয়ে
বন্ধুদের সঙ্গে নিয়ে
গাইতো কত গান
সবই ছিল এক পলক
প্রিয়তমাকে দেখার আহ্বান।
অনেক ভালোবেসে ছিল
নীরবতার মাঝে ছিল।
পারিনি প্রকাশ করতে
ভালোবাসি তোমায় কথাটি বলতে
হঠাৎ একদিন না বলা কথা
হয়ে গেল বলা
এ যেন বিচ্ছেদের খেলা।
একতরফা হয় না ভালোবাসা
যে ভালোবাসা বেসে ছিল
গোপন হৃদয়ে রেখেছিল
তার হয়ে গেল অবসান।
কষ্টে তার যাচ্ছিল দিন
সুখেও ছিল বেশ কটি দিন।
এরপর হয়নি দেখা
সময়ের ফাকে পড়ে
বছরের পর বছর যেয়ে।
হঠাৎ আজ কেন জানি
চিরতরে বিদায় নেয়ার
ফেসবুকে স্ট্যাটাস পড়ে
মনে পড়ে গেল সেই
পাগলামি প্রেমের কথা।
কষ্ট লাগলো এই ভুবনে
কত মানব কত রঙ বেরঙের হয়
আবার চলেও যেতে হয় ।
আপন ও পরকে ভুলতে হয়
কোন না কোন কারনে
স্মৃতিময় দিন দোলাও দেয়
আবার কখনো কাঁদায়।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- কবিতা "স্মৃতি হাসায় কখনো কাঁদায়"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলে খুব নস্টালজিক হয়ে যাই। কিছু স্মৃতি মনে খুব আনন্দ দেয়। আপনি সেইসব স্মৃতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুব ভাল লেগেছে। ফেসবুকের স্ট্যাটাস পড়ে পুরনো প্রেমের কথা মনে পড়ে গিয়ে কাদলেন নাকি দোলা দিয়ে গেল সেটা জানার আগ্রহ। ধন্যবাদ আপু।
কবিতা লিখতে গেলে শুধু নিজেকে নিয়ে ভাবলে চলে না আশে পাশের সবার কথা ভাবতে হয় এবং সেটা লিখনি দিয়ে প্রকাশ পায়।
সত্যিই আমাদের জীবন ঈশ্বরের হাতে।তবে জীবন থেকে কেউ হঠাৎ হারিয়ে গেলেই তার স্মৃতিগুলো জীবন্ত থাকে।আপনার কবিতাটি সুন্দর হয়েছে বরাবরের মতোই।ধন্যবাদ আপু।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো দিদি।
শৈশব কালের স্মৃতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা আপনি শেয়ার করেছেন। আসলে শৈশব কালের স্মৃতি আমরা কখনও ভুলবো না। ছেলেবেলায় এমন কিছু স্মৃতি আমাদের জীবনে আছে যা মনে পড়লে আমরা কখনও হাসি আবার কখনও কাদিঁঁ। কবিতাটি খুব মিষ্টি ছিল।
অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।