আমার স্বরচিত কবিতা ||| কবিতা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার প্রিয় বাংলা ব্লগের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা রাখছি সকলে পরিবারকে নিয়ে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় সুস্থভাবে দিন যাপন করছি।

Logo.png

আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি। এই কবিতার সূচনা মনের অজান্তেই কেমন করে জানি হয়ে গেছে। ভালো লাগে কবিতা পড়তে, ভালোবাসি কবিতা লিখতে এবং কবিতা উপস্থাপন করতে। মনের ভিতর গভীর ভালোবাসা মনে হয় একেই বলে।কারণ কিছু শব্দ আমার মনের ভিতরে যখন ঘুর পাক খায় আর তখনই আমি লিখতে বসি কবিতা।আমি যখন অবসর সময়ে বসে থাকি তখন একটি খাতা নিয়ে সে এলোমেলো অগোছানো শব্দগুলোকে বাক্যে পরিণত করি। আর তখনই এক একটি কবিতায় রূপান্তর হয়। আমার মনে হয় যাকে বেশি ভালোবাসা যায় সেই হৃদয়ে থেকে যায়। এই ভালবাসা থেকেই আমার এই কবিতা লেখা। চলুন আর কথা না বাড়িয়ে আমি কবিতায় কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

কবিতা

সায়মা আক্তার

রাতের নিরবতায় আমি তোমাকে
সঙ্গী করেছি
আমার একাকিত্বের মাঝে
তোমাকেই বেছে নিয়েছি
আনন্দ বেদনার মাঝে।

তোমারি স্পর্শে ভুলেছি সব
আমার যত কষ্ট পাওয়ার মাঝে
কেবলি তোমার শব্দের ভাজে
অনেক না পাওয়া থেকেও
পেয়েছি যত সুখ
সে তো কেবলই তোমারই জন্য।

প্রকৃতির প্রেম প্রেমিকের ব্যর্থতা
হৃদয়ের আর্তনাদ একাকীত্ব জীবন
আকাশের বিশাল উদারতা ও বসন্তের হৃদয়
এসব তোমারই আনাগোনার মাধ্যমে হয়েছে
এতদিন ছিলে তুমি হৃদয়ে
আজ তুমি আমার প্রাণের স্পন্দনে।

যতক্ষণ নিঃশ্বাসের আবির্ভাব হয়
ততক্ষণ তুমি কবিতার প্রতিটি শব্দ
বাক্যে রূপান্তরিত হও।

কবিতা তুমি যখন
আমার ভালো লাগা যত কথা
হৃদয়ের শত শত ব্যথা
বেদনার সাগরে কানায় কানায় গিয়ে রূপ নাও
তোমার ভাষাগুলো সবই তো তুমি কবিতা।

আজ কেন জানি নিজের চেয়েও
বড্ড ভালোবেসেছি তোমায়
তোমার শব্দ সবই
আমার হৃদয়ের স্পন্দনে
রেখে দিবো সারা জীবন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "কবিতা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLR...iwkAgvYEzmYSST8DyNUvARfVHi817Kui6K3LAMUfTNjGyfb8skvWpChEnpc8jhy7qCGjqU7LHDVMeTuRJVgevX2S4cwbBmpUsLDLU5BK4y3Aj77xmXMFwrHhE6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 2 years ago 

বাহ অনেক দারুন একটি কবিতা রচনা করেছেন আপু।আসলেই আমরা প্রিয় জন কে কতো ভাবে কল্পনা করি।দারুন লিখেছেন ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাহ! বাহ! বাহ! খুবই দারুণ ও চমৎকার একটি কবিতা লিখেছেন আপু, পড়ে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। নামটাও কবিতা হিসাবে খুবই দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটা ছন্দে তালে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত ইউনিক একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু খুবই দারুণ এবং চমৎকার একটি কবিতা আপনি লিখেছেন। কিন্তু কবিতার নামটি কি? কবিতার নামটি কি কবিতা? জানার অপেক্ষায় রইলাম আপু।

 2 years ago 

জি নামটিই কবিতা।

 2 years ago 

সত্যি আপু ভালো লাগার শব্দগুলো যখন মনের মাঝে ঘুরপাক খায় তখন শব্দ মিলিয়ে মিলিয়ে দারুন কবিতা তৈরি হয়। আর আপনি কবিতা লিখতে বেশ পারদর্শী এটা আমরা সকলেই জানি। এর আগেও আপনার লেখা কবিতা অনেক পড়েছি। আজকের কবিতাটিও খুবই সুন্দর হয়েছে আপু। অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই দারুন দারুন কবিতা লিখে আমাদেরকে পড়ার সুযোগ করে দিবেন এই কামনাই করি।

 2 years ago 

চেষ্টা করি সব সময় ভালো কিছু কবিতা লিখতে।

 2 years ago 

আপু আপনার মত আমিও কবিতা লিখতে পড়তে আবৃত্তি করতে এবং কবিতা নিয়ে ভাবতে কবিতার ছন্দ গুলো মিলাতে খুবই ভালোবাসি।। তাইতো প্রতি সপ্তাহেই এক থেকে দুইটা কবিতা আমি আমার ব্লগে শেয়ার করে থাকি।। আপনার কবিতা আমি প্রায়ই পড়ে থাকি দারুন ভাবে আপনি কবিতা রচনা করেন বিশেষ করে শব্দচয়ন গুলো অসাধারণ হয়।।

কবিতা তুমি যখন
আমার ভালো লাগা যত কথা
হৃদয়ের শত শত ব্যথা
বেদনার সাগরে কানায় কানায় গিয়ে রূপ নাও
তোমার ভাষাগুলো সবই তো তুমি কবিতা।

সত্যি আপনার আজকের কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ।।

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

আপনি খুব চমৎকার ও দারুন একটি কবিতা লিখেছেন আপু।পড়ে নিজের কাছে অনেক ভালো লাগলো। এর আগে আপনার কবিতা অনেক পড়েছি। আজকের কবিতাটা অনেক দারুন ছিল।এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

কবিতাটি আপনার ভালো লেগেছে এটা শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে মনের অনুভূতিগুলো ছন্দের মাধ্যমে কবিতা আকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । বেশ দুর্দান্ত হয়েছে । বিশেষ করে এই লাইন গুলো আমার হৃদয় ছুঁয়ে গেলো।

প্রকৃতির প্রেম প্রেমিকের ব্যর্থতা
হৃদয়ের আর্তনাদ একাকীত্ব জীবন
আকাশের বিশাল উদারতা ও বসন্তের হৃদয়
এসব তোমারই আনাগোনার মাধ্যমে হয়েছে
এতদিন ছিলে তুমি হৃদয়ে
আজ তুমি আমার প্রাণের স্পন্দনে।

এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

কবিতাটি দারুন হয়েছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95751.15
ETH 2807.74
SBD 0.67