স্বরচিত কবিতা ||| তুমিই সব ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সবাই বিধাতার রহমতে ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

আজ আপনাদের মাঝে কোন গল্প-উপন্যাস রেসিপি পোষ্ট নিয়ে আসিনি। আমি এসেছি আপনাদের মাঝে আমার লিখা একটি নতুন কবিতা নিয়ে।আমার কবিতাগুলো ছোট ছোট শব্দ মিলিয়ে বাক্য তৈরি করে হৃদয়ের গভীর থেকে অনেক যত্নে ও ভালোবাসা দিয়ে সৃষ্টি করি আমার কবিতাগুলো। কাউকে গভীরভাবে ভালবাসলে হৃদয়ের মাঝে সে সব সময় বিরাজ করে এবং একটি চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় ও সেই ভালোবাসার মানুষকে মিস করা যায় না। মন খুলে ভালোবাসালে এতটাই গভীর হয় ভালোবাসা। আর কথা না বাড়িয়ে আমি আজ যে কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই কবিতার নাম "তুমিই সব"। সেই কবিতায় কি ভাষা কি আবেগ-অনুভূতি ফুটে উঠেছে তার সমস্ত কিছু নিচে দেখে নেয়া যাক।

IMG_20220715_112406.jpg

আমার জীবনে সব তুমিই
দূর বহুদূর অনেক দূর
তবুও দূরত্ব নয়
কারণ আমার জীবনে তুমিই সব।

যে চোখে তোমায় দেখি
সে চোখের পলক ফেলতে
যে সময়টুকু পার হয়
সেটিও মিস করতে চাই না আমি
কারন আমার জীবনে তুমি সব।

আমার যত সুখ
স্বপ্নে ঘেরা পৃথিবীর
আকাশে তারার মেলা
জ্যোৎস্না রাতের জোনাকির খেলা
সবিই তোমারি জন্য।

তোমারি মন গহীনে
ভালোবাসায় বেধেছি বাসা
কারন আমার জীবনের সব তুমিই।

আমার আকাশে পূর্ণিমার চাঁদ
তোমারি জন্য উদয় হয়
আবার মেঘগুলো যখন জমে আকাশে
সেটাও তুমি ছাড়া অন্য কেহ নয়।

তোমার আমার চাওয়া পাওয়ায়
নেই কোন ব্যবধান
কারণ আমার জীবনে তুমিই সব।

তোমার হাসিতে পাই আমি
বেঁচে থাকার অধিকার
তোমার অশ্রুতে যেন
আধারে হারিয়ে যাই।

সুখেরি আরশে তোমার পরশে
হয় যদি ধন্য
সেতো তোমারি জন্য।

সূর্যাস্ত থেকে গোধূলি বেলায়
যে দিনগুলো চলে যায়
তার নিজ অজানায়
সব তোমার ভাবনায়
থাকি যখন যুক্ত
ভালোবাসি তোমায়
হয়তো জীবনের সবই তুমি।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- কবিতা "তুমিই সব"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 3 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ।।কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ।।আপনার লেখার ধরন আমার পছন্দ হয়েছে।। সামনের দিনে এরকম সুন্দর সুন্দর কবিতার আশায় থাকলাম।।

 3 years ago 

চেষ্টা করছি ভাই।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আপনি আমাদের মাঝে কবিতার প্রতিটি লাইন যেন হৃদয় ছুঁয়ে গেছে। কবিতার লাইনগুলো যেন আমার মনের ভিতর আবেগগুলোকে আরো বাড়িয়ে দিয়েছে অনেক সুন্দর লেগেছে কবিতাটি।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু।

 3 years ago 

আপনার কবি পড়ে আর আপনার কবিতার মাঝে কিউট ছেলেটির ছবি দেখে বুঝতে বাকি রইল না যে আপনার ছেলে নিয়ে লেখা কবি নয়। সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ কবিতাকে আমি স্যালুট জানাই।কবিতার লাইন গুলো বলে যে , যতই বাধা আসুক না কেনো আমি তোমার কাছে থাকবো , তার সন্তানের প্রতি শুভকামনা বার্তা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার তৈরি করা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি তৈরি করার পাশাপাশি আমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দারুন কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95751.15
ETH 2807.74
SBD 0.67