ভদ্রতা যখন লক্ষ্য

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সবসময় লক্ষ্য নির্ধারণ করি জীবনের জন্য। কারণ জীবনে চলার পথে লক্ষ্য নির্ধারণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ লক্ষ্যহীন জীবন একেবারেই যেনো ছন্নছাড়া জীবনের মতোন। কারণ আমরা যদি চোখ বন্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা কোথাও না কোথাও কোথাও হোছট খেয়ে পরে যাবো। কারণ আমাদের তখন চোখ বন্ধ। অর্থাৎ আমরা তখন অন্ধ।

ঠিক একইভাবে পথ চলার জন্য চোখের উপর কোনো বাঁধন থাকলে। সেটা যেমন পুরো রাস্তারটার জন্যেই বাধা হয়ে দাঁড়ায়। ঠিক একইভাবে আমরা যদি লক্ষ্যহীন ভাবেই এদিক ওদিক ছুটতে থাকি।তাহলে সেটাও আসলে আমাদের জন্য অনেকটা এমন হোছট খাওয়ার মতোই হবে। কিন্তু আজকে আমি কথা বলতে এসেছি অন্য একটি লক্ষ্য নিয়ে। আমরা অনেক কিছু লক্ষণ নির্ধারণ করি। অনেক বড় বড় লক্ষ্য আমরা নির্ধারণ করি। কিন্তু এই এত বড় বড় লক্ষ্য এর ভিড়ে যেটা আমরা হারিয়ে ফেলি। সেটা হলো, ভদ্রতা।

ভদ্রতা এমন একটি ব্যাপার। যেই ব্যাপারটিকে আসলে আমরা কখনো আয়ত্ত করতে চাই না এবং আয়ত্ত করতে চাইনা বলেই কিন্তু অনেক সময় অনেক ধরনের খারাপ পরিস্থিতির সম্মুখীন আমরা হই।শুধু তাই নয়, আমরা অন্যদের সাথেও অনেক খারাপ ব্যবহার করি। আমরা অন্যদের সাথেও অনেক রকমের খারাপ ব্যবহার করি। কারণ ওই যে বললাম, আমাদের লক্ষ্য হয় শুধুমাত্র ভালো কাজের দিকে। ভালো ব্যবহার আমাদের লক্ষ্য হয় না। কিন্তু আমার মতে আমার মনে হয় যে, ভালো ব্যবহার ও আমাদের লক্ষ্য হওয়া উচিত। কারণ ভালো ব্যবহারের মাধ্যমে একটা মানুষের মন জয় করা সম্ভব এবং যেকোন ভালো কাজ এই জয়ী হওয়া সম্ভব। তাই যে কোনো বড় বড় লক্ষ এর সাথে আমাদের আরেকটি লক্ষ্য যুক্ত হোক। সেটা হলো ভদ্রতা অর্জন করা। কারণ এই ভদ্রতা আমাদেরকে সাহায্য করতে পারে অমায়িক একজন মানুষ এ রূপ নিতে।

ABB.gif

Sort:  
 2 months ago 

লক্ষ্য নির্ধারণ না করে জীবনে এগিয়ে যাওয়া মানে সফল হওয়ার থেকে অসফল হওয়াই বড় কথা। কিন্তু এই লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে আমরা অনেক সময় ভদ্রতাকে হারিয়ে বসি। আপনি ঠিকই বলেছেন আমাদের মধ্যে থেকে এই ভদ্রতা নামক শব্দটি হারিয়ে যাওয়ার ফলে আমাদের অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আপনার সাথে আমিও সহমত লক্ষ্য স্থির করার সাথে আমাদের ভদ্রতা অর্জন করাও হোক অন্যতম লক্ষ্য। তবেই আমরা একজন রুচিশীল মানুষ হিসেবে বিবেচিত হবো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 83497.83
ETH 1839.77
USDT 1.00
SBD 0.72