কবিতা ||ঢাকার শহর ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ @mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -০৭ই, ভাদ্র ,|১৪২৯ বঙ্গাব্দ||সোমবার||বর্ষাকাল||


traffic-jam-1703575_640.jpg
Source

ঢাকা শহরে বাংলাদেশের সব থেকে বেশি মানুষ বসবাস করে। এই ঢাকা শহরে সবসময়ই প্রায় ট্রাফিক জ্যাম লেগেই থাকে। এই প্রচন্ড গরমের ভিতর যখন লোকাল বাসে ওঠা যায় এই বাসটি একটু যায় আবার একটু থেমে যায় এই গরমের মধ্যে এটা খুব বিরক্তিকর। আর এমন করতে করতে যখন ট্র্যাফিক জ্যামে বাসটি আটকা পড়ে তখন মনে হয় বাস থেকে নেমে দৌড় দিই এত গরম আর মেনে নেওয়া যায় না। আর ঢাকাতে সবসময় ট্র্যাফিক জ্যামের প্যারায় পড়তে হবে। যখন অফিস টাইম ছুটি হয় তখন যেন রাস্তা দিয়ে হেঁটে চলাচল করা যায় না। কারণ সব বড় বড় লোকেরা তাদের নিজস্ব প্রাইভেট কার নিয়ে পুরা রাস্তাটা ব্লক করে রাখে। ঢাকার কিছু কিছু এলাকা প্রচুর দুর্গন্ধযুক্ত এলাকা এটা একটি বিরক্তিকর। ঢাকাতে যারা অনেক বড় বড়লোক যাদের অনেক টাকা আছে তারা আবার দেশে থাকতে চায় না সব টাকাগুলো গুছিয়ে নিয়ে বিদেশে চলে যায়।

ঢাকার শহর


ঢাকার শহর গাড়িতে ভরা

তাইতো বাড়ছে জাম
বাসের ভিতর বসে থেকে
ঝরছে দেহের ঘাম।

কে বলেছে ঢাকা ভালো
আমি দেখি দূষণ
এখানে সব ধনীরা মিলে
গরীবের করছে শোষন।

সবার হাতে অনেক টাকা
তাইতো কেনে গাড়ি
টাকার বস্তা গুটিয়ে নিয়ে
বিদেশে দিচ্ছে পাড়ি।

পন্য বাজারে দাম বাড়িলে
ধনীর ক্ষতি কি
ধনীরা ভাই জনম ভরে
খাবে দুধ আর ঘি।


standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

বাহ খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন তো ঢাকা শহর নিয়ে একদম সময়োযোগী এবং বাস্তবধর্মী কবিতাটি খুবই ভালো লেগেছে আমার কাছে

 3 years ago 

ঢাকা শহর নিয়ে একদম সময়োযোগী এবং বাস্তবধর্মী কবিতাটি

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

ওয়াও মামা খুব সুন্দর কবিতা লিখতে পারেন দেখছে অনেক ভালো লাগলো ঢাকা শহরের বাস্তবতা খুব সুন্দর ভাবে তুলে ধরলেন সত্যিই অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ভালো লাগলো ঢাকা শহরের বাস্তবতা খুব সুন্দর ভাবে তুলে ধরলেন

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

বাহ ভাইয়া ঢাকা শহরকে নিয়ে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন অনেক ভালো লেগেছে। বাস্তব কিছু কথার সাথে মিল রয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কবিতার প্রতিটি লাইন অনেক ভালো লেগেছে। বাস্তব কিছু কথার সাথে মিল রয়েছে।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

অসাধারণ অসাধারণভাবে আপনি ঢাকা শহরকে নিয়ে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতার চরণগুলো অনেক চমৎকার ছিল পড়ে বেশ বাস্তবতা বুঝতে পারলাম আসলেই ধনীর লোকেরা গরিবদের শোষণ করে খায় ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই ধনীর লোকেরা গরিবদের শোষণ করে খায়

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

ঢাকা শহরের এক বাস্তব চিত্র আপনি আপনার এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন সত্যিই কবিতাটি একদম বাস্তবতার সাথে মিলে গেছে। পরবর্তীতে এরকম সুন্দর কবিতা আপনার থেকে আশা করব শুভকামনা রইল।

 3 years ago 

আপনি আপনার এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন সত্যিই কবিতাটি একদম বাস্তবতার সাথে মিলে গেছে

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

ঢাকা শহর নিয়ে লিখেছেন একটি কবিতা । সেই কবিতার মাঝে কিছু বাস্তবতা । সবমিলিয়ে খুবই সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন আমাদের সামনে ভালো লাগল আপনার এই রচিত কবিতাটি।

 3 years ago 

সবমিলিয়ে খুবই সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন আমাদের সামনে ভালো লাগল আপনার এই রচিত কবিতাটি।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

বাহ খুব সুন্দর হয়েছে তো কবিতটা। আপনি এক কবিতার মধ্যেই ঢাকার আসল চিত্র তুলে ধরেছেন। কবিতা পড়ে আমার অনেক ভাল লাগলো। লাইন গুলো অনেক ভাবে মিলেছে। ধন্যবাদ।

 3 years ago 

আপনি এক কবিতার মধ্যেই ঢাকার আসল চিত্র তুলে ধরেছেন

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

ধন্যবাদ কবিতা শেয়ার করার জন্য ঢাকা শহরকে নিয়ে, তবে কবিতা ছোট হলে উপরের অনুভূতি আরো একটু বড় হওয়া উচিত এবং বানানের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত। আমার কবিতাগুলো দেখতে পারেন এই ক্ষেত্রে আইডিয়া নেয়ার জন্য।

 3 years ago 

জ্বী ভাইয়া পরবর্তীতে চেষ্টা করব বড় করে লেখার এবং অনুভূতিগুলো ভালোভাবে ব্যক্ত করার

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67