স্বরচিত কবিতা : " বিশ্বাসে ভরা "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
এই পৃথিবীতে নিজের প্রিয় মানুষ ছাড়া হয়তোবা আপন মানুষ খুব কমই থাকে। কারণ হচ্ছে দুইটা মানুষ যখন একত্রিত হয়ে সারাটা জীবন কাটায়, তারা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত একসাথেই থাকতে চায়। পৃথিবীর সবকিছু থেকে হয়তোবা সেই মানুষটাকেই আপন মনে করে, আবার সেই মানুষটাকেই সবথেকে বেশি বিশ্বাস করে। যেটা হয়তোবা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। এই বিষয়টাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। আবার দেখা যায় পৃথিবীর সব কিছুর সাথে প্রিয় মানুষটা যেন মিশে থাকে। তার বাহিরে আমরা কোন কিছু চিন্তাও করতে পারি না। এটা হয়তোবা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল একটি বিষয়। আজকের কবিতাটা এই বিষয়গুলো নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
বিশ্বাসে ভরা
তুমি আমার স্মৃতি ঘেরা,
এক আকস্মিক আলো।
তোমায় ছাড়া পৃথিবীতে,
বাসবে না কেউ ভালো।
তুমি আমার বিশ্বাসে ভরা,
রাতের আকাশের তারা।
তোমায় নিয়ে থাকতে চাই,
আর আমি হবো ছন্নছাড়া।
তুমি আমার নির্ঘুম রাতের,
সুন্দর সব স্বপ্নে ঘেরা।
বাস্তবতা ভুলে গিয়ে,
হেসে খেলে থাকবে আনন্দে ভরা।
তুমি আমার স্পষ্ট ভাষা,
মুখে আমার মধুর কথা।
খারাপ ভাষা ভুলে গিয়ে,
থাকি তোমার পথ চেয়ে।
তুমি আমার চন্দ্র সূর্য,
আলোকিত করে নাও আমায়,
আশায় থাকি আমি,
আপন করে নাও আমায়।
তুমি আমার ভোরের আলো,
সবুজ প্রকৃতির কুয়াশায় ঘেরা।
থাকবো আমি চির সবুজে,
মিশে রবো প্রকৃতির সাথে।

পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
লেখক | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1910384392318361678?t=uwVf9mVmKQ7rT_cMdQNQ-w&s=19
https://x.com/TASonya5/status/1910169615881441708?t=d0X2CDJMEqP_LQnouxVVJQ&s=19
https://x.com/TASonya5/status/1910180494257304040?t=qNBAkl9-k39DQi8AlnV8Fg&s=19
দারুন বলেছেন আপু আমাদের প্রিয় মানুষটা আমাদের সবকিছু জুড়ে। প্রিয় মানুষটাকে ছাড়া কোন কিছু কল্পনাই করা যায় না মনে হয়। প্রিয় মানুষকে বিশ্বাস করে দারুণ কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতাটি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ! দারুণ লিখেছেন আপু প্রিয় মানুষটাকে নিয়ে। যার সাথে জীবনের শেষ অবধি কাটাবেন তাকে নিয়েই সব। বিশ্বাস একটা সম্পর্ককে দৃঢ় করে। কবিতাটি দারুণ ছিল।
কবিতাটি আসলেই অনেক দারুন ছিল।
https://x.com/TASonya5/status/1910264425380184491?t=fUd0yuKSA-asK5kU1mhP8w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.