স্বরচিত কবিতা: ঈদের সকাল।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে এবং পড়তে আমি অনেক পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করে থাকেন। তাদের লেখা কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার লেখা কবিতা ও আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
ভোরের আকাশ রঙিন আলোয়, ছড়ায় স্নিগ্ধ হাসি,
খুশির সুরে জাগে পৃথিবী, বাজে নতুন বাঁশি।
তাকবির গুঞ্জরে মুখরিত বায়ু, জাগে হৃদয় মাঝে,
আজকে খুশির ঈদের সকাল, আনন্দ নেমে আসে।
নরম রোদের কোমল ছোঁয়া, বাতাসে ফুলের গন্ধ,
শিশুর হাসি, নতুন পোশাক সবই যে শুভ বসুন্ধ।
মায়ের হাতে সেমাই নুডুলস, সুগন্ধী পোলাও খির,
সকল ঘরে খুশির আভা, আনন্দে হাসে নিশির।
নামাজ শেষে কোলাকুলি, হাত মেলে দেয় প্রাণ,
সব বৈরিতা ভুলে গিয়ে, মিলছে হৃদয়খান।
শুভ্র কাপড়ে সেজে উঠেছে, ঈদগাহের মাঠ,
ভ্রাতৃত্ব বয়ে যায় এখানে, প্রেমের দোলা সাথ।
বৃদ্ধ দাদুর কাঁপা হাতে, শিশুর মুখে চুমো
সবাই মিলে ভাগ করে সুখ, কাটে না একা ঘুমো।
বন্ধু-স্বজন সবাই আসে, মিলন মধুর হয়,
ঈদের সকাল আনন্দ নিয়ে, হৃদয় ভাসিয়ে রয়।
এমন সকাল হোক চিরদিন, খুশি থাকুক প্রাণ,
ভালোবাসায় ভরে উঠুক, সারা বিশ্বখান।
"ঈদের সকাল" কবিতায় ঈদের দিনের আনন্দময়, শুভ্র ও পবিত্র আবহের চিত্র তুলে ধরা হয়েছে। ভোরের স্নিগ্ধ বাতাস, নতুন পোশাক, নামাজের তাকবির এবং মিষ্টি খাবারের সুবাস সব মিলিয়ে ঈদের সকাল এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি। এই দিনে ছোট-বড়, ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই কোলাকুলি করে, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। ঈদের প্রকৃত সৌন্দর্য শুধু নতুন পোশাক বা সুস্বাদু খাবারে নয়, বরং মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য এবং মনের প্রশান্তিতে নিহিত। কবিতাটি ঈদের সেই খুশির বার্তাই বহন করে।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | কালীগঞ্জ |

https://x.com/TanhaT8250/status/1907832421623660633?s=19

ঈদের দিনের অনুভূতিগুলো সত্যি অন্যরকম। ঈদ আসবে আসবে করে এখন শেষও হয়ে গেল। যাইহোক আপনি ঈদের দিনের অনুভূতি নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন আপু। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ঈদের উৎসব ঠিক কেমন হয় তাই নিয়ে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনাদের প্রতিটা পোস্ট এবং এই যে কবিতা বা লাইফ স্টাইল সবেতেই এখন খুশির ঈদের ছোঁয়া রয়েছে। সেইগুলো পড়ে পড়ে অনেক কিছুই জানছি। আপনার এই কবিতাটি ছন্দ খুব সুন্দর হয়েছে এবং অন্তমিলের জন্য পড়তে আরও ভালো লাগছে।
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।
আমার লেখা স্বরচিত কবিতাটি পড়ে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ভালো থাকবেন।