স্বরচিত কবিতাঃ ভাঙা স্বপ্নের রঙ।

in আমার বাংলা ব্লগ15 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং: রোজ শনিবার।
বাংলায় ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি কবিতা পোস্ট শেয়ার করব। কবিতা লিখতে ও পড়তে আমি অনেক পছন্দ করি।আমার বাংলা ব্লগের অনেক সদস্যরাই কবিতা লিখে পোস্ট করে থাকেন তাদের লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। নিজে কবিতা লিখে পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার লেখা স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

tree-5148319_1280.jpg

Source


ভাঙা স্বপ্নের রঙ
লেখাঃ তানহা তানজিল তরসা

শূন্য আকাশে ভেসে যায় মেঘ,
বুকে জমে অভিমানের ঢেউ।
হারিয়ে যাওয়া দিনের ছোঁয়া,
কাঁটার মতো বিঁধে রয়ে যায়।

শব্দগুলো আজ নীরব,
নিস্তব্ধতার চাদরে ঢাকা।
অশ্রুরা পথ খুঁজে ফেরে,
ফিরবে কোথায়, কেউ জানে না।

ভাঙা স্বপ্নের রঙ ছড়ায়,
হৃদয়ের নিঃসঙ্গ ক্যানভাসে।
তোমার স্পর্শ ছিল যেখানে,
সেখানে কেবল শূন্যতা ভাসে।

যে হাসি জ্বালিয়েছিল আলো,
আজ তা নিভে গেছে একা।
ভালোবাসার গল্প জমে আছে,
ধূলোর নিচে চাপা।

তুমি ছিলে আমার আকাশ
আজ দুঃখের দিশেহারা লেখা।
তবুও বুকের গভীরে থাকে,
এক বিন্দু নিভু নিভু আশা।

হয়তো একদিন কাটবে ব্যথা,
কিন্তু আজ, আমি নিঃসঙ্গ
হারানো ভালোবাসার সীমানায় দাঁড়িয়ে।


কবিতার মূলভাব:

"ভাঙা স্বপ্নের রঙ" কবিতাটি এক গভীর হৃদয়বিদারক দুঃখের চিত্র তুলে ধরে। এতে একজন মানুষের হারানো ভালোবাসা, স্মৃতি, অভিমান, এবং শূন্যতার অনুভূতি প্রকাশ করা হয়েছে। কবিতার প্রতিটি স্তবকে সেই নিঃসঙ্গতা ও বিষাদের স্পর্শ পাওয়া যায় যা প্রিয়জনের অনুপস্থিতিতে অন্তরে গেঁথে থাকে।ভালোবাসার উজ্জ্বল দিনগুলো এখন শুধুই স্মৃতি, আর সেই স্মৃতিগুলো আজ দুঃখের কাঁটা হয়ে বুকে বিঁধে আছে। অতীতের আনন্দ-ভরা মুহূর্তগুলো হারিয়ে গেছে, আর তাদের জায়গা দখল করেছে অভিমান ও বিষণ্নতা।হয়তো কোনো একদিন এই দুঃখের অন্ধকার কেটে যাবে। কবিতাটি জীবনের অতীত স্মৃতি, হারানো ভালোবাসার যন্ত্রণা, এবং সেই দুঃখের মধ্যে লুকিয়ে থাকা ক্ষীণ আশার প্রতীক প্রকাশ করা হয়েছে।

পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LsUc8S2zjHiaW6UcX2M5SAfbrPcxiCjQzCc6aZJSjUDgt85bSStrwGCUjZMWCDKxNata4NQ2cZTKGxsY.png

Sort:  
 15 days ago 

1738415952141.png

 15 days ago 

আমি খেয়াল করে দেখি আপু আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখতে পারেন। পূর্ব দিনগুলোর মত আজকেও অনেক সুন্দর একটি কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি। আপনারা লেখা কবিতা আমার কাছে খুবই ভালো লাগলো। কবিতা পড়ে মুগ্ধ হলাম। আশা করব আবারও লিখবেন এমন কবিতা।

 14 days ago 

আমার লেখা কবিতা আপনি সব সময় পড়েন এটা জেনে অনেক বেশি ভালো লাগলো ভাই। আপনার প্রশংসা মুখরিতো মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 15 days ago 

দারুন কবিতা শেয়ার করেছেন আপু । আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন খুবই দুর্দান্ত ছিলো । বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

তুমি ছিলে আমার আকাশ
আজ দুঃখের দিশেহারা লেখা।
তবুও বুকের গভীরে থাকে,
এক বিন্দু নিভু নিভু আশা।

এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপু।

 14 days ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

"ভাঙা স্বপ্নের রঙ" কবিতাটি এক ধরনের দুঃখ এবং আত্মবিশ্লেষণের ছবি তুলে ধরে, যেখানে প্রেম এবং হারানোর বেদনা গভীরভাবে মিশে আছে। কবিতায় হারানো দিনের স্পর্শ, নিঃসঙ্গতার অনুভূতি এবং এক সময়ের ভালোবাসার ক্ষত ফুটে ওঠে। শূন্যতার মধ্যে এক নিভু নিভু আশা জীবিত থাকার ইঙ্গিত দেয়, যেন যতোই দুঃখ আসে, হৃদয়ে কিছু আশা প্রতিনিয়ত জেগে থাকে।আপনার কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

 14 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 13 days ago 

একটা সময় গিয়ে মানুষ সব হারিয়ে হয়ে যায় নিঃসঙ্গ। খুজতে থাকে এক নতুন কিছু। দারুণ লাগল আপনার কবিতা টা আপু। চমৎকার লিখেছেন আপনি কবিতা।। খুবই সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 13 days ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 13 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভাঙা স্বপ্নের রঙ কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে কবিতাটির মধ্যে দুঃখ এবং কষ্টের কথা তুলে ধরেছেন। আসলে কবিতার মাধ্যমে সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রতিটি লাইন লিখে আমাদের মাঝে কবিতাটি শেয়ার করার জন্য।

 13 days ago 

আমার লেখা কবিতাটি পড়ে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67