আমি আপনাদের সামনে কবিতা নিয়ে হাজির হয়েছে। কবিতা লেখা নিতান্তই অনেক সময় এবং চিন্তার বিষয়। কবিতা লেখার সময় অনেক ভাবনা চিন্তা করে অনেক সময় নিয়ে লিখতে কিন্তু বর্তমানে আমার সময়টা এতই ছোট হয়ে গেছে যে কোন কিছু করারই ঠিকমতো সময় মিলাতে পারছি না। যাই হোক আজকে কবিতার বিষয়টি একটু আলাদা। আমরা সবাই কখনো জন্মদিন পালন করি বন্ধুদের খাওয়াই, কত উৎসব আনন্দ করি। কিন্তু আপনাদের যিনি জন্ম দিয়েছে মানে আমাদের মা তার জন্মদিন কয়জন সেভাবে স্পেশাল করি! এমন একজন মানুষ তিনি সন্তানের ভালোর জন্য সর্বস্ব দিয়ে দেন নিজের। নিজেরর শখ আল্লাদকে বিসর্জন দিয়ে সন্তান লালন পালন করেন। এই মানুষটার কিছু কিছু স্পেশাল দিন যদি আমরা মনে করি এবং স্পেশাল ফিল করায় তাহলে একটু যে খুশি হবে তাতেই অনেক। আমার মায়ের জন্মদিন উপলক্ষে আমার বাবা এবং আমরা প্ল্যান করে ছোট্ট একটা কেক নিয়ে আসে তাতেই আমার মা অনেক খুশি।
"মায়ের জন্মদিন "
জান্নাতুল ফেরদৌস শেলি
আজকে আমার মায়ের জন্মদিন
দশ মাস দশ দিন ধরে
বড় করেছেন যিনি,
আজকে তারই জন্মদিন।
নিজের সুখ বিসর্জন দিয়ে
আমায় রেখেছেন সুখি
আজকে তারই জন্মদিন।
আমার প্রথম শিক্ষক যিনি
আজকে তারই জন্মদিন।
ছোটবেলায় হাত ধরে,
হাঁটতে শিখিয়েছেন যিনি
আজকে তারই জন্মদিন।
ছেলেবেলায় প্রথম খাবার
তার হাত থেকেই খাওয়া
তার মুখ থেকেই আমার
প্রথম ভাষা শেখা।
মা কথাটি খুবই ছোট
কিন্তু এর পরিধি বিশাল বড়।
স্বার্থপর এই দুনিয়াতে
মায়ের মত আপন কেহ নাই যে।
আমার সব থেকে কাছের যে মানুষ,
আজকে তার শুভ জন্মদিন।
আজকের কবিতাটি আমার মাকে নিয়ে লেখা । আমরা সবাই জন্মদিন পালন করলে মায়ের জন্মদিন দেখিনা। যে মানুষ সকাল থেকে সন্ধ্যা শুধুমাত্র আমাদের ভালোর জন্যই কষ্ট করে যান। পৃথিবীতে একমাত্র আপনজন হচ্ছে আমার। যে নিঃস্বার্থভাবে সন্তানের সুখের জন্য সব কিছু ত্যাগ করে যায়। এই মাকে নিয়ে আজকে আমার কবিতা। জানিনা কতটুকু ভালো হয়েছে বা লিখতে পেরেছি তবে চেষ্টা করেছি।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

X-promotion
বাহ দারুন কবিতা লিখেছেন আপু। মায়ের জন্মদিন উপলক্ষে কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। খুবই সুন্দরভাবে ছোট থেকে বড় হওয়ার মুহূর্তগুলো তুলে ধরেছেন। এত সুন্দর একটি কবিতা পড়ে ভীষণ ভালো লাগছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ আপু।
আসলে আমরা নিজেদের নিয়ে সবসময় ব্যস্ত থাকি কিন্তু যারা আমাদের জন্ম দিয়েছে লালন পালন করেছেন তাদের কথা ভুলে যাই। আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনার মায়ের জন্মদিন উপলক্ষে। খুব ভালো লাগলো আপু। আমিও প্রায় চেষ্টা করি মায়ের জন্ম দিন গুলোকে উদযাপন করার জন্য।
ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে এতেই আমি খুশি।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। মাকে নিয়ে পুরো কবিতাটা লেখার কারণে খুব ভালো লেগেছে। মায়ের জন্মদিন কবিতাটা পড়ে মনটাই ভালো হয়ে গেল। সত্যি এক কথায় দারুন ছিল পুরো কবিতা।
ধন্যবাদ ভাইয়া।
আপনি সঠিক বলেছেন আমরা বন্ধুবান্ধবদের নিয়ে অনেক আনন্দে তাদের জন্মদিন গুলি পালন করে থাকি। কিন্তু মা-বাবার জন্মদিনে তেমন কোনো স্পেশালিটি নিয়ে আসি না। যা সত্যি খারাপ একটি বিষয়। আপনার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মায়ের জন্মদিন উপলক্ষে আপনার মাকে নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন। কবিতার মধ্যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ,শ্রদ্ধা এবং মমতা ফুটে উঠেছে। দারুন ছিলো আপনার কবিতাটি।
আপনার মন্তব্য আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন এটা, আমরা নিজেদের জন্মদিন সেলিব্রেট করলেও মায়ের জন্মদিন সেভাবে সেলিব্রেট করা হয় না। আপনারা পরিবারের সবাই মিলে আপনার মায়ের বার্থডে সেলিব্রেট করেছেন। এবং খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। এটা নিয়ে লেখা কবিতাটাও দারুণ ছিল। ধন্যবাদ আপু কবিতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ আপু এতো সুন্দর করে মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
একদমই সুন্দর কিছু কথা বলেছেন আপনি৷ আসলে আমরা আমাদের বন্ধু-বান্ধবদের জন্মদিনে যেভাবে আনন্দ উদযাপনের সাথে কাটিয়ে থাকি অনেক ক্ষেত্রে আমরা আমাদের পিতা মাতার জন্মদিনের কথাগুলো ভুলে যাই৷ তবে আজকে আপনার খুব সুন্দর কবিতার পড়ে খুব ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
ধন্যবাদ ভাইয়া।