একগুচ্ছ প্রেমের অনু কবিতা-ঈদের খুশি-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)

জুমা মোবারক!

আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে যেহেতু ঈদের ছুটিতে আছেন সবাই। সেই মাঝে আবার আজকে শুক্রবার বেশ ভালোই সময় কাটাচ্ছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে।‌ তবে গরমের দিনে বেশি ভালো আছি বলেই বলতে পারছি না কারণ এত গরমে ভালো থাকা যায় না। তারপরে আমরা চেষ্টা করি পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নিজেদেরকে সেফটি করে রাখার। এই গরমের দিনে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। শারীরিক সুস্থতা খুবই প্রয়োজন। পানীয় জাতীয় খাবার বেশি খেতে হবে কারণ গরমের দিনে জীবাণু বেশি ছড়িয়ে পড়ে খুব সহজে। বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে আবারও অনু কবিতা নিয়ে হাজির হয়েছি।

vecteezy_silhouette-of-a-couple-of-newlyweds-in-love-at-sunset_32322839.jpg
Image Source Location

অনু কবিতা লিখতে আমার খুব ভালো লাগে। কারণ এক একটি অনু কবিতার অনুভূতি ভিন্ন ধরনের। ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে এবং লিখতে অনেক ভালো লাগে। বছর ঘুরিয়ে রোজা আসে এবং রোজার শেষে ঈদ আসে। সেই ঈদের আনন্দ সবাইকে নিয়ে উপভোগ করার জন্য সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। কারণ এই ঈদের দিনে সরকারি ছুটি থাকে সেই ছুটিতে সবাই ভালোমতো আনন্দ করতে পারে পরিবারের সবাইকে নিয়ে। অনেকের অনেক ধরনের পরিকল্পনা থাকে যেহেতু সরকারি ছুটি থাকে। সেই ছুটির দিনে সবাই তাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে নিতে চেষ্টা করেন। এই ঈদের অনুভূতি নিয়ে আমি আজকে অনু কবিতা গুলো লিখবো।

সবাই আমার লেখা‌অনু কবিতা গুলো পড়েন আমাকে অনেক অনুপ্রাণিত করেন। কবিতাগুলো পড়ে এত অনুপ্রাণিত করেন যাতে আমি অনেক বেশি উৎসাহ পেয়ে আবার কবিতাগুলো লিখতে ভালো লাগে। সেই লেখা কবিতা গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে চেষ্টা করি। আজকেও আমি আপনাদের সাথে ছয়টি অনু কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করি প্রত্যেকটি কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

(১)
বছর পেরিয়ে ঈদ এলো সবার ঘরে ঘরে
সেই খুশিতে মাতোয়ারা উল্লাস অন্তরে
ঈদের আমেজ ছড়িয়ে পড়ে নতুন জামায় ঘ্রাণে
সাথে থাকে নতুন জুতা কত আনন্দ প্রাণে।

(২)
ঈদের নামাজ আদায় করি একই কাতারে
ধনী গরীব মিলেমিশে হয়ে যায় একাকারে
নামাজ শেষে কোলাকুলি কত শান্তি মনে
ঈদের সেমাই খাবো মোরা অনেক মজা করে।

(৩)
ঈদের দিনে ঘোরাঘুরি কত খুশি মনে
বন্ধু বান্ধব সবাই থাকে মোদের সনে
ঈদ আসে সবার ঘরে আনন্দের সাজে
ঈদের খুশির জোয়ারে মনে সানাই বাজে।

(৪)
মোরা সবাই একই দিনে একি পোশাক পরে
মান অভিমান ভুলে গিয়ে সবাই হই একত্রে
ছোটদের মনে কত খুশি দেখে বোঝা যায়
তাদের মনে খুশি দিতে সবাই সুযোগ চাই।

(৫)
ছোট বড় সবাই ঈদের সালাম দিতে চাই
সালাম দেই খুশি মনে ঈদ সালামি পাই
গুণে দেখে কে কত ঈদ সালামি পাই
সেই সালামি গুনে গুনে কত আনন্দিত সবাই।

(৬)
বছর ঘুরিয়ে ঈদ আসুক আবার অপেক্ষায়
সেই ঈদেতে মজা করবো আবার সবাই
দোয়া করি সবাই যেন সেই সুযোগ পাই
সবাই যেন সেই দিনের অপেক্ষায় থাকাই।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার লেখা অনু কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার লেখা অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি আনন্দিত হবো। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম।
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

PUSS_20241105_120250_0000.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 10 days ago 

আপনার লেখা অনু কবিতা প্রায় সময় পড়া হয়। আজকের প্রত্যেকটা অনু কবিতা ঈদের খুশি নিয়ে লিখেছেন। ঈদ আমাদের জন্য সত্যিই আনন্দের একটা দিন। আপনার লেখা কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

চেষ্টা করি আপু অনু কবিতা গুলো লিখে আপনাদেরকে শেয়ার করার। আর আপনারা সময় দিয়ে পড়েন বলেই অনেক ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

ঈদের আনন্দ জড়িয়ে প্রেমের দারুন কবিতা লিখেছেন আপু। প্রতিবছর এই দুইবার ঈদ হয় আর এই দুই ঈদে সত্যি অনেক আনন্দ মজা হয়। আপনি দারুন দারুন কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 8 days ago 

এই দুই ঈদের জন্য আমরা অপেক্ষা করি আপনজনদের সাথে ঈদ কাটানোর জন্য। ধন্যবাদ আপু আপনাকে।

 10 days ago 

ঈদের আনন্দকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন আপু। বছরের দুটি ঈদ খুশির জোয়ার বয়ে আনে। ঈদে খুশির কারণগুলো খুব চমৎকার ভালো উল্লেখ করেছেন। বড়দের থেকে ছোটরা বেশি ঈদের আনন্দে মেতে ওঠে। ছোট বড় সবাই ঈদের অপেক্ষায় থাকে। কবে ঈদ আসবে আর কবে সবাই একসাথে হয়ে ঈদের মজায় মেতে উঠবে।ঈদের আনন্দকে ঘিরে চমৎকার কবিতা ভালো লাগলো।

 8 days ago 

অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে সহযোগিতা করার জন্য।

 10 days ago 

1000023962.jpg

1000023961.jpg

1000023960.jpg

 8 days ago 

সব সময় আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা পড়ে আসছি৷ আজকেও আপনি যেভাবে এই সুন্দর ঈদের খুশি নিয়ে এই অনু কবিতাগুলো শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লাগছে৷ একই সাথে এই অনু কবিতাগুলোর মধ্যে আপনি যেভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন তেমনি এখানে আপনার এই ঈদের খুশি নিয়ে এত সুন্দর ভাবে অনু কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷

 8 days ago 

ঈদ মানে অনেক আনন্দ অনেক খুশি। এই ঈদের আমেজ আমি কবিতার মাধ্যমে অনুভূতি লিখে শেয়ার করেছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 84881.81
ETH 1632.67
USDT 1.00
SBD 0.75