একগুচ্ছ প্রেমের অনু কবিতা-ঈদের খুশি-Writing by @samhunnahar.
জুমা মোবারক!
বছর পেরিয়ে ঈদ এলো সবার ঘরে ঘরে
সেই খুশিতে মাতোয়ারা উল্লাস অন্তরে
ঈদের আমেজ ছড়িয়ে পড়ে নতুন জামায় ঘ্রাণে
সাথে থাকে নতুন জুতা কত আনন্দ প্রাণে।
ঈদের নামাজ আদায় করি একই কাতারে
ধনী গরীব মিলেমিশে হয়ে যায় একাকারে
নামাজ শেষে কোলাকুলি কত শান্তি মনে
ঈদের সেমাই খাবো মোরা অনেক মজা করে।
ঈদের দিনে ঘোরাঘুরি কত খুশি মনে
বন্ধু বান্ধব সবাই থাকে মোদের সনে
ঈদ আসে সবার ঘরে আনন্দের সাজে
ঈদের খুশির জোয়ারে মনে সানাই বাজে।
মোরা সবাই একই দিনে একি পোশাক পরে
মান অভিমান ভুলে গিয়ে সবাই হই একত্রে
ছোটদের মনে কত খুশি দেখে বোঝা যায়
তাদের মনে খুশি দিতে সবাই সুযোগ চাই।
ছোট বড় সবাই ঈদের সালাম দিতে চাই
সালাম দেই খুশি মনে ঈদ সালামি পাই
গুণে দেখে কে কত ঈদ সালামি পাই
সেই সালামি গুনে গুনে কত আনন্দিত সবাই।
বছর ঘুরিয়ে ঈদ আসুক আবার অপেক্ষায়
সেই ঈদেতে মজা করবো আবার সবাই
দোয়া করি সবাই যেন সেই সুযোগ পাই
সবাই যেন সেই দিনের অপেক্ষায় থাকাই।
সমাপ্তি-@samhunnahar
আশা করি আপনাদের সকলের কাছে আমার লেখা অনু কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার লেখা অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি আনন্দিত হবো। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। |
---|
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
---|---|
ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম। |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আপনার লেখা অনু কবিতা প্রায় সময় পড়া হয়। আজকের প্রত্যেকটা অনু কবিতা ঈদের খুশি নিয়ে লিখেছেন। ঈদ আমাদের জন্য সত্যিই আনন্দের একটা দিন। আপনার লেখা কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করি আপু অনু কবিতা গুলো লিখে আপনাদেরকে শেয়ার করার। আর আপনারা সময় দিয়ে পড়েন বলেই অনেক ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঈদের আনন্দ জড়িয়ে প্রেমের দারুন কবিতা লিখেছেন আপু। প্রতিবছর এই দুইবার ঈদ হয় আর এই দুই ঈদে সত্যি অনেক আনন্দ মজা হয়। আপনি দারুন দারুন কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
এই দুই ঈদের জন্য আমরা অপেক্ষা করি আপনজনদের সাথে ঈদ কাটানোর জন্য। ধন্যবাদ আপু আপনাকে।
Twitter
https://x.com/heranahar148614/status/1908191339692597543?t=QOrXsJm4h_hytnLmKnQWOw&s=19
ঈদের আনন্দকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন আপু। বছরের দুটি ঈদ খুশির জোয়ার বয়ে আনে। ঈদে খুশির কারণগুলো খুব চমৎকার ভালো উল্লেখ করেছেন। বড়দের থেকে ছোটরা বেশি ঈদের আনন্দে মেতে ওঠে। ছোট বড় সবাই ঈদের অপেক্ষায় থাকে। কবে ঈদ আসবে আর কবে সবাই একসাথে হয়ে ঈদের মজায় মেতে উঠবে।ঈদের আনন্দকে ঘিরে চমৎকার কবিতা ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে সহযোগিতা করার জন্য।
Tasks
https://x.com/heranahar148614/status/1908226443445932263?t=ZtaJTYpcejIKM7eon5jqtw&s=19
https://x.com/heranahar148614/status/1908225208215077234?t=xhkyKmVbkiOK1I1Xgb7fdQ&s=19
সব সময় আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা পড়ে আসছি৷ আজকেও আপনি যেভাবে এই সুন্দর ঈদের খুশি নিয়ে এই অনু কবিতাগুলো শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লাগছে৷ একই সাথে এই অনু কবিতাগুলোর মধ্যে আপনি যেভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন তেমনি এখানে আপনার এই ঈদের খুশি নিয়ে এত সুন্দর ভাবে অনু কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷
ঈদ মানে অনেক আনন্দ অনেক খুশি। এই ঈদের আমেজ আমি কবিতার মাধ্যমে অনুভূতি লিখে শেয়ার করেছি।