একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"তবুও তোমার আশায়"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ2 months ago

জুমা মোবারক,

প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। প্রিয় বন্ধুরা আশা করি পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় অতিবাহিত করছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। বন্ধুরা এই শীতকালে আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে। আমার তো বেশ ভালোই যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু গ্রামে এসেছি। শীতের দিনে গ্রামে ঘুরাঘুরির মজাই আলাদা। তাই আজকে শুক্রবার যদিও সবাই মিলে অনেক বেশি আড্ডা করেছি ভালো সময় যাচ্ছে। বিকেলে ফ্রি হয়ে আবারও আপনাদের সাথে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি।

vecteezy_beautiful-female-autumn-woman-with-camera-in-park_29560414.jpg
Image Source Location

আজকে বন্ধুরা আপনাদের সাথে একটি কবিতা পোস্ট শেয়ার করবো। প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট শেয়ার করি। আমি আজকে আবার হাজির হয়ে গেছি কিছু অনু কবিতা নিয়ে। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে কবিতা কিংবা অনু কবিতা লিখে শেয়ার করার। আপনারা এত অনুপ্রাণিত করেন তাই আমি বারবার উৎসাহিত হয়ে সুন্দর সুন্দর কবিতা লিখতে সক্ষম হয়। ছোট ছোট অনু কবিতা গুলো লিখতে ভীষণ ভালো লাগে। কারণ ভিন্ন অনুভুতি দিয়ে লেখা কবিতাগুলো পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও অনেক ভালো লাগে। আর সবাই অনেক বেশি পছন্দ করেন আমার লেখা অনু কবিতা গুলো পড়তে। তাই আমি বারবার ছোট ছোট অনু কবিতা গুলো লিখে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি।

আমি আজকে ৬টি অনু কবিতা লিখে আপনাদেরকে শেয়ার করছি। আশা করি আমার লেখা প্রতিটি অনু কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা কেমন লেগেছে জানালে অনেক বেশি অনুপ্রাণিত হবো। তাহলে শেয়ার করে নেওয়া যাক বন্ধুরা--

(১)
উছড়ে মন তেপান্তরে আশা অন্তরে
মনে প্রবল ইচ্ছে আমার ছুটবো দেশান্তরে
মনে কি চাই আমি নিজেও জানিনা
তবুও আমি ছুটছি নিরুদ্দেশহীন পথে।

(২)
অশান্ত মন মানে না বারণ
ভুলে যেতে চাই তবু বার বার তোমায় মনে পড়,
অশান্ত মন সারাক্ষণ খুঁজে তোমার আলিঙ্গন
তোমার আঘাতে জর্জরিত মন
তবু কেন জানি চাই তোমাকে সারাক্ষণ।

(৩)
আমার এই অসহায় জীবনে
তোমার সঙ্গ পেতে চাই
আমার এই মনের বাগান বাগিচায়
তোমাকে রাণী বানাতে চাই,
আমার মনের আয়নায় তেমার সাথে
দুইজনের চেহারিদেখতে চাই,
আমার হাসি খুশি সংসারে
তোমাকে নিয়ে হাসি খুশি থাকতে চাই।

(৪)
পাহাড় কাঁদে তা প্রকাশ পায় ঝর্ণা ধারায়
নদী কাঁদে তার প্রকাশ ঢেউয়ের গর্জনতায়
আকাশ কাঁদে তার বিশাল কালো মেঘের
বৃষ্টির ফুটায়,
রাতের কষ্ট বুঝা যায় নিশি রাতের নিস্তব্ধতায়
তোমার জন্য আমি কাঁদি আমার একাকিত্বতায়।

(৫)
সফলতা খুঁজতে গিয়ে বার বার আঘাত পেয়েছি
আঘাত পেয়েও বার বার ঘুরে দাঁড়িয়েছি
তবুও আমি ব্যর্থ হয়নি মনে সাহস পেয়েছি
অবশেষে আমি জয়ের পথ খুঁজে নিয়েছি
আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছি।

(৬)
ভালো লাগে তোমায় ভালোবাসতে
ভালো লাগে তোমার স্পর্শ পেতে
ভালো লাগে তোমায় নিয়ে স্বপ্ন দেখতে
ভালো লাগে কল্পনাতে তোমার ছবি আঁকতে।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 2 months ago 

আমার আজকের টাস্কঃ-

GridArt_20241227_214752834.jpg

 2 months ago 

আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর এই একগুচ্ছ অণুকবিতার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

বেশ ভালো লাগলো আপনি তো দেখছি সময় দিয়ে সব কবিতা গুলো পড়লেন।

 2 months ago 

প্রথম অনুকবিতায় মনেহয় আপু উছড়ে এর জায়গায় উড়ছে হবে! যাইহোক, সবগুলো অনুকবিতা ভালো ছিল আপু। শেষের অনুকবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে 🌸

 2 months ago 

ধন্যবাদ আপনাকে কবিতা পড়ে ভালো লাগার জন্য।

 2 months ago 

আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি খেয়াল করে দেখি ইদানিং মানুষ বেশি বেশি ছোট কবিতা লিখে। ছোট কবিতার মধ্যে অনেক রকমের অনুভূতি খুঁজে পাওয়া যায়।

 2 months ago 

ছোট কবিতা গুলো লিখতে খুবই ভালো লাগে তাই ছোট কবিতা বেশি লেখা হয়।

 2 months ago 
 2 months ago 

আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাষায় অনু কবিতা লিখেছেন। আমার কাছে অসাধারণ লেগেছে।

 2 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

আপনার লেখা প্রেমের অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে অনু লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, অনু কবিতা গুলোর লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে পারবো।

 2 months ago 

সব কবিতার ছন্দ মেলাতে খুব কঠিন হয়। তবে মাঝে মাঝে ছন্দ মেলানোর চেষ্টা করি।

 2 months ago 

অনেক সুন্দর করে আপনি প্রেমের অনু কবিতা লিখে থাকেন। যেগুলো অনেক সুন্দর হয় আর আমার কাছে পড়তেও অনেক ভালো লাগে। আপনার আজকের লেখা প্রতিটা অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে আমি অনেক ভালবাসি।

 2 months ago 

আমার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক উৎসাহ দিলেন আমাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

সফলতার জন্য বের হলে ব‍্যর্থতা তো গ্রাস করবেই। এক্ষেত্রে নিজেকে নিজেই আত্মবিশ্বাস দিয়ে আবার চেষ্টা শুরু করতে হবে। ভালোবাসার অনূভুতি গুলো দারুণ ভাবে অনু কবিতায় তুলে ধরেছেন আপু। দেখে বেশ অসাধারণ লাগল। সবমিলিয়ে দারুণ ছিল আপনার কবিতা গুলো। ধন্যবাদ আপনাকে।।

 2 months ago 

কোন কিছু তে সফলতা আনা আসলে এত সহজ না খুবই জটিল বিষয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67