কবিতা আবৃত্তি- ১৪ ই ফেব্রুয়ারি // Poetry by @nevlu123

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250220_162513.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমাদের সবার প্রিয় @nevlu123 ভাইয়ের লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটি আমার কাছে দারুণ লেগেছে।কবিতার নাম ১৪ ই ফেব্রুয়ারি। কবিতার মধ্যে যেন বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে ভালোবাসা কোনদিন বা কোন দিবস হিসেবে হয় না। ভালোবাসা মনের আর এই ভালোবাসাতে রয়ে যায় যুগ যুগ ধরে। তাই ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা শুধু ভালোবাসা দেখাবো না।এই ভালোবাসা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় হবে প্রিয় মানুষগুলোর জন্য। তাইতো ১৪ ফেব্রুয়ারি নিয়ে ভালোবাসার কবিতার মাধ্যমে ফুটে উঠেছে আমাদের মনের আবেগ এবং ভালবাসাগুলো। আর এই কবিতাটি যেন একদম মনের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তাই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। সেই জন্যই নিভলু ভাইয়ের লেখা এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম। আশা করছি আমার আবৃত্তি শুনতে পেয়ে আপনাদের ভালো লাগবে।


কবিতার নাম -১৪ ই ফেব্রুয়ারি
কবিতার লেখক @nevlu123👇
কবিতা আবৃত্তি @rayhan111 👇

১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস।
এইদিনে পাইনিকো ভালোবাসার আভাস।
ভালোবাসা নয় কোন একদিনের জন্য।
ভালোবাসা হৃদয়ে, হয়ে থাকে অনন্য।

সার্বজনীন ভালোবাসা সবার জন্য বয়।
একদিনের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়।
এ ধরনের ভালোবাসা থেকে দূরে থাকতে হয়।
একদিন কেন্দ্রিক ভালোবাসা নীতির অবক্ষয়।

ভালোবাসা নয় কোন একদিনের জন্য।
ভালোবাসা নয় কোন দোকানের পণ্য।
ভালোবাসা মায়াময় সুন্দর ও সাবলীল
ভালোবাসা মধুর ও সুখ-শান্তি অনাবিল।

ভালবেসে জয় করা যায় দূর দুরান্ত।
ভালোবাসা মনে যোগায় সমৃদ্ধি অফুরন্ত।
ভালোবাসা বাগানে ফোটা,সদ্য গোলাপ ফুল।
ভালোবাসা সম্পর্ক জোগায় হয়ে স্রোতের অনুকূল।

ভালোবাসা মানে সদায় সার্বজনীন
ভালোবাসার সব বন্ধন হয় অমলিন।
ভালোবাসা পবিত্র থাকে হৃদয় মাঝে।
ভালোবাসা দ্বারাই সঠিক মানুষ গড়ে।

কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তির ভিডিও 👇


আজকে আমি আপনাদের মাঝে নিভলু ভাইয়ের লেখা ভালোবাসার এই কবিতাটি আবৃত্তি করে শোনালাম। আসলে কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই আবৃত্তি করার চেষ্টা করলাম। আসলে আমি আবৃতি খুব একটা ভালো পাই না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আপনাদের মাঝে আবৃত্তি শোনানোর জন্য। তবে এই ভালোবাসার কবিতাটি আমাদের প্রত্যেকেরই মনের অনুভূতিগুলো যেন প্রকাশ পেয়েছে। ভালোবাসার কোন দিবসকে কেন্দ্র করে হয় না, কোনদিন কে কেন্দ্র করে হয় না। ভালোবাসা যেন প্রত্যেকটা মুহূর্ত প্রিয় মানুষগুলোর জন্য অনুভূতি আমাদের মন থেকে বের হতেই থাকে। তাই ভালোবাসা নিয়ে লেখা এই কবিতাটি আবৃত্তি করতে পেরে আবার অনেক ভালো লাগছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবিতা আবৃত্তি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 days ago 

আমার লেখা ১৪ ই ফেব্রুয়ারি কবিতাটি আপনি আবৃত্তি করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই।খুব দারুন হয়েছে আর আপনার গলায় ভালো মানিয়েছে কবিতাটি।আমিও এত সুন্দর করে আবৃত্তি করতে পারতাম না যেট আপনি করেছেন।অনেক ধন্যবাদ শুভকামনা রইলো ভাই।

 2 days ago (edited)

কবিতার মধ্যে ভালোবাসার সঠিক মর্মার্থ ফুটে উঠেছে। যেখানে ১৪ ই ফেব্রুয়ারিকে পরিহার করার জন্য সুন্দর বার্তা দিয়েছেন ভাই। প্রিয় নেবলু ভাইয়ের লেখা কবিতাটি খুবই সুন্দর করে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করলেন। ভীষণ ভালো লাগলো আপনার আবৃত্তি।

 2 days ago 

বাহ ভাইয়া কবিতাটি তো আপনি দারুন করে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগছে। আসলে এই কবিতাটা দারুন হয়েছিল। আমি অনেকবারই পড়েছি। যাইহোক এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 days ago 

নেবলু ভাইয়ার লেখা কবিতা আপনি আবৃত্তি করেছেন। এই কবিতাটা পড়েছিলাম। আপনি আজকে খুব সুন্দর ভাবে পুরো কবিতাটা আবৃত্তি করলেন। আপনার কন্ঠে শুনে ভালোই লাগলো। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভালোবাসা দিবস উপলক্ষে একটি সুন্দর কবিতা লিখেছেন। আসলে ভালোবাসার কোন নির্দিষ্ট কোন দিন হয় না। ভালোবাসা দিবস প্রতিদিন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। বেশ দারুন ভাবে লিখেছেন ভাইয়া।

 2 days ago 

GridArt_20250221_002251141.jpg

 19 hours ago 

প্রিয় নিভলু ভাইয়ের লেখা কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আসলে ভালোবাসা শুধু একটি নির্দিষ্ট দিন বা, তারিখের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে প্রতি দিন সারা বছর বিরাজমান। আপনার মিষ্টি কন্ঠে এতো সুন্দর কবিতা আবৃতি শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কবিতাটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96893.48
ETH 2739.62
SBD 0.65