কবিতা আবৃত্তি- ১৪ ই ফেব্রুয়ারি // Poetry by @nevlu123
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস।
এইদিনে পাইনিকো ভালোবাসার আভাস।
ভালোবাসা নয় কোন একদিনের জন্য।
ভালোবাসা হৃদয়ে, হয়ে থাকে অনন্য।
সার্বজনীন ভালোবাসা সবার জন্য বয়।
একদিনের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়।
এ ধরনের ভালোবাসা থেকে দূরে থাকতে হয়।
একদিন কেন্দ্রিক ভালোবাসা নীতির অবক্ষয়।
ভালোবাসা নয় কোন একদিনের জন্য।
ভালোবাসা নয় কোন দোকানের পণ্য।
ভালোবাসা মায়াময় সুন্দর ও সাবলীল
ভালোবাসা মধুর ও সুখ-শান্তি অনাবিল।
ভালবেসে জয় করা যায় দূর দুরান্ত।
ভালোবাসা মনে যোগায় সমৃদ্ধি অফুরন্ত।
ভালোবাসা বাগানে ফোটা,সদ্য গোলাপ ফুল।
ভালোবাসা সম্পর্ক জোগায় হয়ে স্রোতের অনুকূল।
ভালোবাসা মানে সদায় সার্বজনীন
ভালোবাসার সব বন্ধন হয় অমলিন।
ভালোবাসা পবিত্র থাকে হৃদয় মাঝে।
ভালোবাসা দ্বারাই সঠিক মানুষ গড়ে।
কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | কবিতা আবৃত্তি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার লেখা ১৪ ই ফেব্রুয়ারি কবিতাটি আপনি আবৃত্তি করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই।খুব দারুন হয়েছে আর আপনার গলায় ভালো মানিয়েছে কবিতাটি।আমিও এত সুন্দর করে আবৃত্তি করতে পারতাম না যেট আপনি করেছেন।অনেক ধন্যবাদ শুভকামনা রইলো ভাই।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
https://x.com/rayhan111s/status/1892559197499195434?t=ArY6vygXeRxim_IQ5ey_Qw&s=19
কবিতার মধ্যে ভালোবাসার সঠিক মর্মার্থ ফুটে উঠেছে। যেখানে ১৪ ই ফেব্রুয়ারিকে পরিহার করার জন্য সুন্দর বার্তা দিয়েছেন ভাই। প্রিয় নেবলু ভাইয়ের লেখা কবিতাটি খুবই সুন্দর করে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করলেন। ভীষণ ভালো লাগলো আপনার আবৃত্তি।
বাহ ভাইয়া কবিতাটি তো আপনি দারুন করে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগছে। আসলে এই কবিতাটা দারুন হয়েছিল। আমি অনেকবারই পড়েছি। যাইহোক এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
নেবলু ভাইয়ার লেখা কবিতা আপনি আবৃত্তি করেছেন। এই কবিতাটা পড়েছিলাম। আপনি আজকে খুব সুন্দর ভাবে পুরো কবিতাটা আবৃত্তি করলেন। আপনার কন্ঠে শুনে ভালোই লাগলো। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভালোবাসা দিবস উপলক্ষে একটি সুন্দর কবিতা লিখেছেন। আসলে ভালোবাসার কোন নির্দিষ্ট কোন দিন হয় না। ভালোবাসা দিবস প্রতিদিন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। বেশ দারুন ভাবে লিখেছেন ভাইয়া।
প্রিয় নিভলু ভাইয়ের লেখা কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আসলে ভালোবাসা শুধু একটি নির্দিষ্ট দিন বা, তারিখের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে প্রতি দিন সারা বছর বিরাজমান। আপনার মিষ্টি কন্ঠে এতো সুন্দর কবিতা আবৃতি শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কবিতাটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য।