কবিতা আবৃত্তি- বাবা হারানোর বেদনা // Poetry by @mahfuzur888

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250205_153008.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম, আর এই কবিতাটির নাম হল বাবা হারানোর বেদনা।কবিতার লেখক মোঃ মাহফুজুর রহমান। আর এই কবিতাটি পড়ে আমার চোখ দিয়ে যেন সত্যি সত্যিই জল চলে এসে ছিলো। কারণ বাবা হারানোর বেদনা খুবই কষ্টকর। আর মনের অনুভূতি নিয়ে যেন এই কবিতাটি লিখেছেন। কবিতাটি অনেক বড় তবে কবিতার প্রত্যেকটা ভাষা যেন আমাদের প্রত্যেকটা মানুষের মনের অনুভূতিগুলোই প্রকাশ পেয়েছে। আর এত সুন্দর একটি কবিতা পড়ে যেন আমার তখন ইচ্ছা হয়েছিল কবিতাটি আমি আবৃত্তি করব। আসলে আমি কবিতা খুব একটা ভালো আবৃত্তি পারিনা। তবে চেষ্টা করে যাচ্ছি, আপনাদের মাঝে কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য। তবে এই কবিতাটি আমাদের প্রত্যেকটা ছেলের মেয়ের হৃদয়ে জায়গা করে নেবে বলে আমি মনে করি, কারণ আমাদের প্রত্যেকেরই বাবা রয়েছে, আর এই বাবা হারানোর বেদনা আমরা সত্যি কখনোই ভুলতে পারি না। আর এই কবিতার মাধ্যমে মনের ভাষা গুলো প্রকাশ পেয়েছে। তাই কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।


কবিতার নাম - বাবা হারানো বেদনা
কবিতার লেখক @mahfuzur888👇
কবিতা আবৃত্তি @rayhan111 👇

বাবা তুমি দিয়েছো আমায়,
বটের মত ছায়া।
তাইতো তোমার ছায়া পেয়ে,
বড় হয়েছি আমি এই সমাজের মাঝে।

তোমার দোয়াতে আমি,
বড় হয়েছি সম্মান নিয়ে।
তোমার ভালবাসায় আমার জীবনে,
ভরিয়ে দিয়েছে রঙিন করে।

তুমি ছিলে আমার জীবনের,
সকল আশা ভরসা।
হাজারো কষ্ট নিয়ে তোমার কাছে আসলে,
সান্তনা পেতাম আমি দুহাত ভরে।

তুমি আমায় ভালোবাসা দিয়েছো,
তোমার জীবনের সবটা দিয়ে।
তোমার ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি,
আমার এই জীবন মাঝে।

তুমি ছিলে আমার বটের ছায়া,
তাইতো ছিল না আমার কোন দুঃখ বেদনা।
তোমার ভালোবাসা পেয়ে আমি,
সবসময় হাসতাম আনন্দের সাথে।

তুমি চলে গেলে বহু দূরে।
ফিরে আর আসবে না,
আমার এই জীবনে জুড়ে।
তাইতো দুচোখ বেয়ে আজ অশ্রু শুধুই ঝরে।

তোমার কথা ভেবে আমি,
নিরবে কাঁদতে থাকি একলা মনে।
তোমার কথা মনে হলেই,
দুচোখ বেয়ে তাই জল পরে।

তুমি ছিলে আমার জীবনের বড় সম্পদ,
এই সম্পদ হারিয়ে আমি,
নিঃস্ব হয়েছিল,
তাই গভীর ভাবে।

বাবা তোমার হারানোর বেদনা,,
আমি ভুলতে পারিনা।
কিভাবে চলে গেলে তুমি,
তোমার এই সোনা মানিককে ছেড়ে।

আছো তুমি নিঃসঙ্গ অন্ধকারে,
আমার কথা কি আর তোমার মনে পরে।
তোমার কথা ভেবে আমার,
অশ্রু শুধুই ঝরে।

তোমার কথা মনে হলেই বাবা,
কান্না আসে বুক ভরে।
তোমায় ছাড়া দিন গুলো,
কাটে না যে তাই কোন ভাবে।

তুমি ছিলে আমার খেলার সাথী,
হাঁটতে শিখিয়েছো আমায়,
তোমার হাতটি ধরে।
তোমার কথা মনে হলেই,
শরীরের লোম যে তাই আমার শিউরে ওঠে।

বাবা তুমি চির বিদায় নিয়ে,
চলে গেছো আমাদের মাঝ থেকে।
জানিনা তোমার এই বিদায়টা,
কিভাবে মেনে নেব আমি হাসিমুখে।

তবুও দোয়া করি আমি,
সুখে থাকো ওপারে শান্তিতে।
ঘুমিয়ে থাকো তুমি বাবা,
দোয়া করবে তোমার এই খোকনটাকে।

আমার জীবনের সকল আশা,
তোমাকে হারিয়ে আজ,
নিঃসঙ্গ হয়েছি আমি,
কাঁদতে থাকি তাই আমি নিরবে একা।

বাবা তোমায় খুব ভালোবাসি,
কথাটি বলতে পারিনি তোমার সামনে আমি,
তাইতো তোমার কথা ভাবতে,
আজ দুচোখ বয়ে অশ্রু ঝরে।

তুমি আছো শান্তিতে ঘুমে,
তোমার কথা ভাবি আমি নিরবে।
তোমার ঘুম যে ভাঙবে না আর,
তাইতো দুচোখ বয়ে আজ আমরা অশ্রু ঝরে।

বাবা তুমি আসবেনা আর,
আমাদের মাঝে।
ভালোবেসে ডাকবে না আর,
আয় খোকা খাবো এক সাথে।

বাবা তুমি ঘুমিয়ে আছো,
শান্তিতে নতুন যুগে।
ওখান থেকেই দোয়া করো,
তোমার খোকা যেন থাকে হাসিমুখে।

mahfuzur88 ভাইয়ের কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তির ভিডিও 👇


বাবারা প্রত্যেকটা সন্তানকে বটের ছায়ার মত আগলে রাখে। আর এই বাবা হারানোর বেদনা সত্যি অনেক কষ্টকর। বাবা যখন থাকে তখন আমরা বুঝি না, কিন্তু বাবারা যখন হারিয়ে যায়, তখন আমরা বুঝি আমাদের মাথার উপর থেকে কত বড় একটি আশীর্বাদের হাত নেমে গেল। আসলে বাবা ছাড়া যেন অনেকটাই অসহায়ের মত আমাদের বেঁচে থাকতে হয়। বাবার সব সময় দিকনির্দেশনা দিয়ে বিপদে আপদে পাশে রয়েছিল, সেই বাবাকে হারিয়ে যেন অনেক কষ্টে আমাদের জীবন পার করতে হয়। তাই বাবা হারানোর বেদনা খুবই কষ্টকর, এই কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লেগেছিলো। তাই কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আবৃত্তি আপনাদের ভালো লাগবে।🙏🎥🙏

IMG_20250205_153258.jpg


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবিতা আবৃত্তি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 17 days ago 

GridArt_20250206_005014845.jpg

 17 days ago 

কবিতাটি বড় হলেও মাহফুজুর ভাইয়া দারুন একটি কবিতা লিখেছেন। আমি বাবা কে হারিয়েছি অনেক বছর হলো আর ভাইয়ার কবিতা পড়ে বাবার কথা খুব মনে পড়ে গেলো। বাবার সাথে সন্তানের হাজারো স্মৃতি জড়িয়ে থাকে। বাবা হারানোর যে যন্ত্রনা তা কখনো ভুলা যাবে না। আপনি খুব সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য।

 17 days ago 

বাবা হারানোর বেদনা কখনো লিখে প্রকাশ করার মতো নয়। আসলে এই পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর বেদনা। আসলে বাবা মা আমাদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।

 17 days ago 

মা বাবা প্রতিটি সন্তানদের জন্য আশীর্বাদ স্বরূপ। যাদের মা-বাবা পৃথিবীতে আছেন অবশ্যই তারা এখনো বুঝতে পারেননি মা বাবা কত মূল্য সম্পদ। বাবা হারানোর বেদনা নিয়ে খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করলেন আপনি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই কবিতা আবৃত্তি শুনে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 17 days ago 

যার বাবা আছে তার পৃথিবীটা যেন টিকে রয়েছে। যার বাবা নেই তার পৃথিবীটা যেন এক প্রকার কালো আঁধারে ঢাকা। তাই সময় থাকতে পিতা-মাতার যত্ন নেওয়া এবং শ্রদ্ধা করে সহযোগিতা করতে হবে। অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন মাহফুজুর ভাইয়া। ভালো লাগলো আপনার কন্ঠে আবৃত্তি শুনে। আপনাদের দুজনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতা লিখা এবং আবৃত্তি করে শোনানোর জন্য। আশা করি নিশ্চয়ই ভাইয়া অনেক খুশি হবে আপনার কন্ঠে তার কবিতা আবৃতি শুনে।

 17 days ago 

মাহফুজুর ভাইয়ের এই কবিতাটি আমি পড়েছিলাম তার পোস্টে। যখন পড়েছিলাম মনে হচ্ছিলো যেনো বাবার প্রতি একজন সন্তানের মনের সকল অনুভূতিগুলি প্রকাশ করেছে। আসলেই বাবা হারানোর বেদনা অনেক কষ্টের। আপনিও অত্যন্ত চমৎকারভাবে আবৃত্তি করেছেন কবিতাটি। আপনার আবৃত্তি শুনেই যেনো মন জুড়িয়ে গেলো আমার। আশা করছি আগামীতে এরকম আরো কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করবেন, ধন্যবাদ।

 17 days ago 

অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। সবসময়ই আপনার কন্ঠে কবিতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে।

 17 days ago 

ভাইয়া, আপনি যেভাবে কবিতা আবৃত্তি করেছেন, তা সত্যিই অসাধারণ।আপনার কণ্ঠে কবিতার মাধুর্য আরও বেশি ফুটে উঠেছে, এবং আপনার আবৃত্তি শোনার এক আলাদা অনুভূতি আছে। আপনার কবিতা আবৃত্তি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96620.82
ETH 2790.65
SBD 0.65