কবিতা আবৃত্তি- বাবা হারানোর বেদনা // Poetry by @mahfuzur888
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কবিতা আবৃত্তি @rayhan111 👇 |
---|
বাবা তুমি দিয়েছো আমায়,
বটের মত ছায়া।
তাইতো তোমার ছায়া পেয়ে,
বড় হয়েছি আমি এই সমাজের মাঝে।
তোমার দোয়াতে আমি,
বড় হয়েছি সম্মান নিয়ে।
তোমার ভালবাসায় আমার জীবনে,
ভরিয়ে দিয়েছে রঙিন করে।
তুমি ছিলে আমার জীবনের,
সকল আশা ভরসা।
হাজারো কষ্ট নিয়ে তোমার কাছে আসলে,
সান্তনা পেতাম আমি দুহাত ভরে।
তুমি আমায় ভালোবাসা দিয়েছো,
তোমার জীবনের সবটা দিয়ে।
তোমার ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি,
আমার এই জীবন মাঝে।
তুমি ছিলে আমার বটের ছায়া,
তাইতো ছিল না আমার কোন দুঃখ বেদনা।
তোমার ভালোবাসা পেয়ে আমি,
সবসময় হাসতাম আনন্দের সাথে।
তুমি চলে গেলে বহু দূরে।
ফিরে আর আসবে না,
আমার এই জীবনে জুড়ে।
তাইতো দুচোখ বেয়ে আজ অশ্রু শুধুই ঝরে।
তোমার কথা ভেবে আমি,
নিরবে কাঁদতে থাকি একলা মনে।
তোমার কথা মনে হলেই,
দুচোখ বেয়ে তাই জল পরে।
তুমি ছিলে আমার জীবনের বড় সম্পদ,
এই সম্পদ হারিয়ে আমি,
নিঃস্ব হয়েছিল,
তাই গভীর ভাবে।
বাবা তোমার হারানোর বেদনা,,
আমি ভুলতে পারিনা।
কিভাবে চলে গেলে তুমি,
তোমার এই সোনা মানিককে ছেড়ে।
আছো তুমি নিঃসঙ্গ অন্ধকারে,
আমার কথা কি আর তোমার মনে পরে।
তোমার কথা ভেবে আমার,
অশ্রু শুধুই ঝরে।
তোমার কথা মনে হলেই বাবা,
কান্না আসে বুক ভরে।
তোমায় ছাড়া দিন গুলো,
কাটে না যে তাই কোন ভাবে।
তুমি ছিলে আমার খেলার সাথী,
হাঁটতে শিখিয়েছো আমায়,
তোমার হাতটি ধরে।
তোমার কথা মনে হলেই,
শরীরের লোম যে তাই আমার শিউরে ওঠে।
বাবা তুমি চির বিদায় নিয়ে,
চলে গেছো আমাদের মাঝ থেকে।
জানিনা তোমার এই বিদায়টা,
কিভাবে মেনে নেব আমি হাসিমুখে।
তবুও দোয়া করি আমি,
সুখে থাকো ওপারে শান্তিতে।
ঘুমিয়ে থাকো তুমি বাবা,
দোয়া করবে তোমার এই খোকনটাকে।
আমার জীবনের সকল আশা,
তোমাকে হারিয়ে আজ,
নিঃসঙ্গ হয়েছি আমি,
কাঁদতে থাকি তাই আমি নিরবে একা।
বাবা তোমায় খুব ভালোবাসি,
কথাটি বলতে পারিনি তোমার সামনে আমি,
তাইতো তোমার কথা ভাবতে,
আজ দুচোখ বয়ে অশ্রু ঝরে।
তুমি আছো শান্তিতে ঘুমে,
তোমার কথা ভাবি আমি নিরবে।
তোমার ঘুম যে ভাঙবে না আর,
তাইতো দুচোখ বয়ে আজ আমরা অশ্রু ঝরে।
বাবা তুমি আসবেনা আর,
আমাদের মাঝে।
ভালোবেসে ডাকবে না আর,
আয় খোকা খাবো এক সাথে।
বাবা তুমি ঘুমিয়ে আছো,
শান্তিতে নতুন যুগে।
ওখান থেকেই দোয়া করো,
তোমার খোকা যেন থাকে হাসিমুখে।
mahfuzur88 ভাইয়ের কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | কবিতা আবৃত্তি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1887115464792564163?t=H7yHraChhQ4LH4KIWNc3yQ&s=19
কবিতাটি বড় হলেও মাহফুজুর ভাইয়া দারুন একটি কবিতা লিখেছেন। আমি বাবা কে হারিয়েছি অনেক বছর হলো আর ভাইয়ার কবিতা পড়ে বাবার কথা খুব মনে পড়ে গেলো। বাবার সাথে সন্তানের হাজারো স্মৃতি জড়িয়ে থাকে। বাবা হারানোর যে যন্ত্রনা তা কখনো ভুলা যাবে না। আপনি খুব সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য।
বাবা হারানোর বেদনা কখনো লিখে প্রকাশ করার মতো নয়। আসলে এই পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর বেদনা। আসলে বাবা মা আমাদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।
মা বাবা প্রতিটি সন্তানদের জন্য আশীর্বাদ স্বরূপ। যাদের মা-বাবা পৃথিবীতে আছেন অবশ্যই তারা এখনো বুঝতে পারেননি মা বাবা কত মূল্য সম্পদ। বাবা হারানোর বেদনা নিয়ে খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করলেন আপনি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই কবিতা আবৃত্তি শুনে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
যার বাবা আছে তার পৃথিবীটা যেন টিকে রয়েছে। যার বাবা নেই তার পৃথিবীটা যেন এক প্রকার কালো আঁধারে ঢাকা। তাই সময় থাকতে পিতা-মাতার যত্ন নেওয়া এবং শ্রদ্ধা করে সহযোগিতা করতে হবে। অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন মাহফুজুর ভাইয়া। ভালো লাগলো আপনার কন্ঠে আবৃত্তি শুনে। আপনাদের দুজনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতা লিখা এবং আবৃত্তি করে শোনানোর জন্য। আশা করি নিশ্চয়ই ভাইয়া অনেক খুশি হবে আপনার কন্ঠে তার কবিতা আবৃতি শুনে।
মাহফুজুর ভাইয়ের এই কবিতাটি আমি পড়েছিলাম তার পোস্টে। যখন পড়েছিলাম মনে হচ্ছিলো যেনো বাবার প্রতি একজন সন্তানের মনের সকল অনুভূতিগুলি প্রকাশ করেছে। আসলেই বাবা হারানোর বেদনা অনেক কষ্টের। আপনিও অত্যন্ত চমৎকারভাবে আবৃত্তি করেছেন কবিতাটি। আপনার আবৃত্তি শুনেই যেনো মন জুড়িয়ে গেলো আমার। আশা করছি আগামীতে এরকম আরো কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করবেন, ধন্যবাদ।
অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। সবসময়ই আপনার কন্ঠে কবিতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে।
ভাইয়া, আপনি যেভাবে কবিতা আবৃত্তি করেছেন, তা সত্যিই অসাধারণ।আপনার কণ্ঠে কবিতার মাধুর্য আরও বেশি ফুটে উঠেছে, এবং আপনার আবৃত্তি শোনার এক আলাদা অনুভূতি আছে। আপনার কবিতা আবৃত্তি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।