"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমার পথ চেয়ে 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আবারও আপনাদের মাঝে ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে ভালবাসার একটি কবিতা লিখে শেয়ার করলাম। আর এই কবিতাটি হল তোমার পথ চেয়ে। আসলে প্রিয় মানুষের জন্য পথ চেয়ে বসে থাকতে ইচ্ছা করে। নানা বাধার মধ্যেও তার জন্য অপেক্ষা করতে ভাল লাগে। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে যখন প্রিয় মানুষটি আবার চলে আসে। তখন যেন সকল কষ্ট ভুলে যাওয়া হয়। তাই তো ভালবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকের লেখা আমার এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।
তোমার পথ চেয়ে বসে থাকি,
বাঁশবাগানের ছায়ায়,
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে,
মনটা শুধু বলে আমার হায় হায়।
ধানের শীষে দোলা লাগে,
পাখিরা ফেরে নীড়ে,
তবুও তুই আসিস না কেন,
পথ চেয়ে থাকি আমি যে বাড়ে বাড়ে।
পুকুরের জলে চাঁদের হাসি,
জোনাকিদের খেলা,
তুই ছিলি ওই ফুলের সুবাস,
শিউলি ভেজা বেলা।
তোর কথা মনে পড়লেই,
গায়ে কাঁটা দেয়,
তোর পায়ের শব্দ শুনে,
এখনো কাঁপে বুকের ভিতরটা।
তুমি যখন হাসি মুখে,
দেখো আমায় চেয়ে,
বিশ্বাসে ভরা মন আমার।
আনন্দে আর খুশিতে মেতে ওঠে।
আকাশেতে মেঘ জমে,
বৃষ্টি নামে রাতে,
জানিস প্রিয় জানালা খুলে,
খুঁজি তোকে অন্ধকার রাতে।
তোর না বলা কত কথা,
ভাসে বাতাসে ঘুরে,
তুমি ফিরে আসবো বলে,
আমি ডাকি মধুর সুরে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে সকলেরই ভালো লাগে। প্রিয় মানুষকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। মনের অনুভূতি কবিতার মাঝে দারুন ভাবে প্রকাশ পেয়েছে। প্রিয় মানুষকে নিয়ে এত ভাবনা আসলে লিখে প্রকাশ করা যায় না। কবিতাটি চমৎকার হয়েছে ভাইয়া। প্রতিটি লাইন অসম্ভব সুন্দর হয়েছে। চমৎকার কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
প্রিয় মানুষকে ঘিরে মিষ্টি অপেক্ষা সবারই থাকে আপনি চমৎকার একটি কবিতা সেই অনুভূতি থেকে লিখেছেন। আপনার কবিতাটি ছড়া ছন্দে হওয়ার ফলে পড়তে এত ভালো লাগছে। আগাগোড়া কবিতাটি খুবই মিষ্টি হয়েছে।
তোমার পথ চেয়ে নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালো লাগছে৷ একইসাথে এখানে আপনি এই কবিতার ছন্দ খুব সুন্দর ভাবেই বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
https://x.com/rayhan111s/status/1911107853588521309?t=C2NqUWVC13gw6Uwt6gEhjQ&s=19
https://x.com/PussFi_FNDN/status/1910704931621003609?t=CGwkcDaVqLvllp8o5pve3Q&s=19
https://x.com/rayhan111s/status/1910716355453518241?t=Xkybe_rSD0B_9OEP3WNoEA&s=19
https://x.com/rayhan111s/status/1910716722635559351?t=o9f4gyRfOMPrzEF5IiQgVQ&s=19
https://x.com/pussmemecoin/status/1910607605342335439?t=irmgWuInZ58y5ysbrd1RfA&s=19