"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
জন্মভূমির মায়ায় আমি,
পড়েছি গভীর ভাবে।
তাইতো বারে বারে মন আমার,
ফিরে আসে এই জন্মভূমির বুকে।
জন্মভূমির বুকে,
আমি বেড়ে উঠেছি শৈশবে,
তাইতো আমি আবারো জন্মভূমির কোলে,
ঘুমিয়ে যাব চিরতরে।
অনু কবিতা-২
গ্রাম বাংলার অপরূপ মায়ায়,
আমি পড়েছি গভীর ভাবে।
তাইতো গ্রামের মাঝে,
আমার থাকতে যে বড় ইচ্ছে করে।
গ্রাম বাংলার এই সবুজের মাঝে,
থাকবো আমি আনন্দের সাথে,
চারদিকে পাখিদের কন্ঠে,
গান শুনবো আমি গভীরভাবে।
অনু কবিতা-৩
প্রকৃতির মায়া ভরা রূপের মাঝে,
থাকতে আমার খুব ইচ্ছা করে।
তাইতো বারে বারে ফিরে আসি আমি,
প্রকৃতির মায়ার টানে।
মায়া ভরা এই প্রকৃতি ছেড়ে,
থাকতে চায় না আমি বহু দূরে।
তাইতো বারেবারে ফিরে আসি আমি,
প্রকৃতির আপন কোলে।
অনু কবিতা-৪
নীল আকাশের সাদা মেঘের মাঝে,
ভাসতে আমার খুবই ইচ্ছা করে।
সাদা মেঘের দৃশ্য দেখলেই,
হারিয়ে যেতে যেটাই ইচ্ছে করে।
পাখিদের সাথে উড়ে বেড়াবো,
আমি নীল আকাশের বুকে।
আনন্দের সাথে গাইবো গান,
সকলের এক সাথে।
অনু কবিতাগুলো সত্যিই হৃদয়স্পর্শী। প্রথম কবিতায় জন্মভূমির প্রতি যে গভীর আবেগ এবং টান দেখানো হয়েছে, সেটি সবারই হৃদয়ে গেঁথে যায়। দ্বিতীয় কবিতায় গ্রামের সবুজ প্রকৃতি এবং পাখিদের গান শোনার যে ইচ্ছা ফুটে উঠেছে, তা আমাদেরও এক শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশে ফিরিয়ে নিয়ে যায়। তৃতীয় কবিতায় প্রকৃতির মধ্যে মিশে থাকার যে সুখানুভূতি, সেটিও খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। আর চতুর্থ কবিতায় আকাশ ও মেঘের সঙ্গে উড়ে যাওয়ার ইচ্ছা, একরকম মুক্তির অনুভূতি দেয়। ধন্যবাদ, এমন মনোমুগ্ধকর কবিতা শেয়ার করার জন্য।
https://x.com/rayhan111s/status/1892279156055973902?t=0D6mbXVKk-LE8rwV2SJfdw&s=19
বিভিন্ন রকমের বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার অনু কবিতাগুলোর বিশেষ আকর্ষণ হচ্ছে ছন্দের মিলন। খুব সুন্দরভাবে ছন্দ করে করে পড়া যায়। যাই হোক অনু কবিতাগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এত সুন্দর কিছু অনুভূতি নিয়ে আপনি আজকের এই অনু কবিতা গুলো লিখেছেন দেখে খুব ভালো লেগেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলেই ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে সবগুলো অনু কবিতা লিখেছেন অনুভূতি গুলো নিয়ে। আমার অনেক পছন্দ হয়েছে আপনার লেখা সবগুলো অনু কবিতা।
প্রকৃতির সৌন্দর্য দেখলে আসলেই মুগ্ধ হয়ে যাই। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আজকের কবিতাগুলো লিখেছেন। প্রকৃতিকে নিয়ে লেখা কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আবার আজকের প্রত্যেকটা কবিতা দারুন ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেল। বিভিন্ন টপিক নিয়ে কবিতা লিখতে আমি খুব পছন্দ করি। আর পড়তেও আমার অনেক ভালো লাগে। এত সুন্দর করে আপনি এই কবিতা গুলো লিখেছেন দেখে ভালো লেগেছে। আপনি সবসময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। যেগুলো অনেক সুন্দর হয়।
সব সময় আপনার কাছ থেকে সুন্দর কিছু অনু কবিতা পড়ে আসছি৷ আজকেও আপনি খুবই সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন৷ এখানে যেভাবে একের পর এক সুন্দর অনু কবিতাগুলো শেয়ার করেছেন সেগুলো পড়ে আমার কাছে অনেক ভালই লাগছিল৷ এখানে আপনি সবগুলো অনু কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ একই সাথে এখানে আপনি ছন্দও খুব সুন্দর ভাবে মিলিয়েছেন৷