স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
কে বলে পাহাড়ের দুঃখ নেই,
কে বলে পাহাড় কখনো কাঁদে না।
পাহাড়েরও দুঃখ আছে,পাহাড়ও কাঁধে,
তবে সেই কান্না কেউ বুঝেনা।
কারণ সবাই পাহাড়ি ঝর্ণা ভেবে নেয়।
অনু কবিতা-২
গাছের ওই আবডালে, ছোট্ট একটি বাসা,
মায়ায় ভরা নীড়,যেন সুখের আশা।
মা পাখিটি ডানা মেলে উড়ে আকাশে,
সন্তান তার পাশে পাশে খেলে বাতাসে।
অনু কবিতা-৩
নীল আকাশে মেঘের খেলা,
হালকা বাতাসে ছুঁয়ে যায় বেলা।
সূর্যের আলো ঝলমল করে,
স্বপ্ন গুলো ডানা মেলে উড়ে আকাশ জুড়ে।
অনু কবিতা-৪
আসছে ঈদ আনন্দের বার্তা নিয়ে,
ঘরে ঘরে খুশির হাওয়া যায় বয়ে ।
নতুন জামা, মিষ্টি খাবারের ধুম,
সবাই মিলে হেসে খেলে কাটাবো ঈদের দিন।
অনু কবিতা-৫
এই জগতে স্বার্থপর যারা,
তারা শুধু নিজের কথাই ভাবে,
অন্যের দুঃখে তার মন,কখনোই না কাঁদে।
তাই এমন মানুষের সাথে চলাফেরা করতে,
এখন রুচিতে বাঁধে।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
বাহ্ দারুণ বলেছেন তো ভাই। পাহাড় কিন্তু আসলেই কাঁদে, কিন্তু আমরা ভাবি যে সেটা ঝর্ণার পানি। যাইহোক প্রথম অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া বাকি অণু কবিতা গুলোও সুন্দর হয়েছে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/Nevlu123/status/1899285873742721531
এটা সত্যি বলেছেন ভাই কোন কবিতা লিখতে হলে কিছুটা সময় দিতে হয়। ভাই আপনার একগুচ্ছ অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আমরা আসলে পাহাড়ের দুঃখগুলো দেখতে পারিনা আর দেখলেও সেটা ঝরনা ভেবে নিই। এই লাইনগুলো সব থেকে বেশি অসাধারণ লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
কবিতার ভাষায় যে কথাগুলো উল্লেখ করেছেন বেশ ভালো লেগেছে। আসলেই পাহাড়ের দুঃখ যেন ঝর্নার মাধ্যমে প্রকাশ পায় যেটা আমরা বুঝতে পারি না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছোট ছোট শব্দে কত গভীর অনুভূতির ছোঁয়া। প্রতিটি অনু কবিতা যেন একেকটি অনুভবের জানালা—পাহাড়ের নিঃশব্দ কান্না, পাখির ভালোবাসায় ভরা নীড়, মেঘের লুকোচুরি, ঈদের আনন্দ, আর স্বার্থপরতার কঠিন বাস্তবতা। এত অল্প কথায় এমন সুন্দর প্রকাশ সত্যিই প্রশংসার যোগ্য।প্রতিটি লাইন মন ছুঁয়ে গেল ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর টপিক নিয়ে আপনি আজকের এই অনু কবিতা গুলো লিখেছেন দেখে অনেক ভালো লেগেছে পড়ে। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। অনু কবিতা গুলো লেখার টপিক এত সুন্দর হলে পড়তে তো দারুন লাগে। বেশ ভালো ভাবেই আপনি ফুটিয়ে তুলেছেন প্রতিটা অনু কবিতা।
তোমার অণু কবিতা সব সময় অর্থবহ থাকে এবং বিভিন্ন টপিক মিলিয়ে অণু কবিতাগুলো লেখা ওই হিসেবে বেশ ভালোই লাগে। ধন্যবাদ তোমাকে সুন্দর কিছু অনু কবিতা সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ভালো থেকো।