কবিতা আবৃত্তি "হৃদয়ের লুকানো কথা।" লেখক jibon47

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • কবিতা আবৃতি
  • ১৫,আগস্ট ,২০২৪
  • বৃহস্পতিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি ব্যাতিক্রম ধর্মী একটি পোস্ট করবো।আজকে আমি একটি কবিতা আবৃতি করব এর আগে আমি কখনো কবিতা আবৃতি ওইভাবে কোনদিন করা হয়নি। জানিনা কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করবেন। কবিতাটি লিখেছেন আমাদের কমিউনিটির একজন সদস্য আমার খুব কাছের একজন মানুষ jibon47।
তার লেখা কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে ।তার কবিতার মধ্যে আলাদা একটি আবেগ খুঁজে পাওয়া যায়। অনেক আবেগ দিয়ে সে কবিতাগুলো লেখে। রাতে মাঝেমধ্যে একসাথে আড্ডা দেওয়ার সময় কবিতা নিয়েও বেশ আলোচনা হয়। তার লেখা কবিতা গুলোর প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। নিচে আমার কবিতা আবৃতি দেওয়া হল।



তার লেখা কবিতা


কবিতার নামঃ--হৃদয়ের লুকানো কথা


অনেক তো ভালোবাসলাম তোমাকে
অনেক টা পথ হাটাহাটি করলাম দু'জন।
অনেকটা দিন,মাস,বছর তরুলতার মতো আক্রে ধরে ছিলাম
বিনিময়ে কি পেলেম...??
বিনিময়ে তুমি আমাকে কি দিলে...??
এতোটা ভালোবাসার পরেও পাইনি একটু ভালোবাসা,একটু আদর বা মনের প্রশান্তি।
তুমি কি কখনো ভেবেছিলে...!!
পৃথিবীতে এতো এতো অপশন থাকার পরেও তোমার কাছে কেন গিয়েছিলাম...?
বলতে পারো...?
মনের প্রশান্তি আর একটু ভালো থাকার জন্যই আমি তোমাকে চেয়েছিলাম।
কিন্তু,ভালোবাসা অন্ধ
আমি অন্ধকারে আলো জ্বালাতে চেয়েছিলাম
ভেবেই দেখিনি কখন আমার হাতের বাতি নিভে গেলো।
ভালোবাসি বলতে বলতে আমি যখন মরিয়া হয়ে উঠলাম,
তখনই তোমার দরজায় অবহেলার কড়া নাড়লো।
অবহেলা করতে করতে তুমিও একটা সময় হাঁপিয়ে উঠলে
আর এ দিকে আমি,ডুবে যেতে থাকলাম রাতের নিকষ কালো অন্ধকারে।
যেখানে সূর্যের আলোয় প্রজ্বলিত না হয়ে ধূসর রঙে ছেয়ে গিয়েছে।
অবশেষে আমার ভালোবাসার মৃত্যু হলো,হৃদয় ভাঙ্গল তবে কেউ জানলো না
হৃদয়ে ব্যাথা হৃদয়ে নিয়ে আজ আমি ভবঘুরে।
নিকোটিনের ধোয়ার অন্ধকার চারিপাশ,
কেউ দেখেনি,কেউ বোঝেনি,বুঝবে আমার লাশ।
স্বপ্ন দেখিয়ে যদি ব্যাথাই দেবে
তাহলে কেন সেই স্বপ্ন দেখালে...!!


সমাপ্ত



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 7 months ago 

বেশ কিছুদিন পরে তোমার আবৃত্তি করা কবিতা শুনলাম ভালো লাগলো বন্ধু। এর আগে নিয়মিতই তোমার আবৃত্তি করা কবিতা শুনতাম, দারুন হয়েছে চেষ্টা করতে থাকো আরো ভালো পারবে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 83548.06
ETH 2080.28
USDT 1.00
SBD 0.63