কবিতা আবৃত্তি- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর - "বাতাসে লাশের গন্ধ"

in আমার বাংলা ব্লগ3 years ago

১৮ জুলাই ২০২২, সোমবার
আসসালামু অলাইকু/নমস্কার

আজ অবশেষে বৃষ্টি হলো। এই কয়েক দিন দেশবাসী বৃষ্টির জন্য অনেক অস্থির ছিল। তাই বৃষ্টি হওয়াতে অদম্য মানুষগুলোর মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। প্রকৃত কিছুটা শান্ত হল। নতুবা খ্যাপা ষাঁড়ের নেয়ায় চতুর্দিকে যেভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল তাতে গোটা জাতি দুশ্চিন্তাগ্রস্ত হয়। আসলেই বৃষ্টির যা সবার দরকার ছিল। সর্বশেষ আমার বাংলা ব্লগের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আমার কবিতা আবৃত্তির শুরুতে সবার প্রতি রইল বৃষ্টিস্নাত দুপুরের শুভেচ্ছা। আজ আপনাদের রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতা আবৃত্তি শেয়ার করব।

Untitled.jpg

কবিতাঃ বাতাসে লাশের গন্ধ

রচয়িতাঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত‍্যুর নগ্ন নৃত‍্য দেখি
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে –
এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?

বাতাসে লাশের গন্ধ ভাসে,
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল,
জীর্ণ জীবনের পুঁজে যারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।

এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী,
স্বাধীনতা, – একি তবে নষ্ট জন্ম ?
এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?

জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরানো শকুন।

বাতাসে লাশের গন্ধ –
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ –
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়।

এ চোখে ঘুম আসে না। সারারাত আমার ঘুম আসে না –
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ,
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বীভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে
আমি ঘুমোতে পারিনা, আমি ঘুমোতে পারিনা –

রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন

স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল‍্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।

pexels-photo-6908153.jpeg

source

কবিতাটি যখন প্রকাশিত হয় তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৯ সালে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘উপদ্রুত উপকূল’ তে প্রকাশিত হয়। লেখক এর আরেকটি পরিচয় আছে তিনি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের স্বামী। তবে তিনি কবিতাটি ১৯৭৮ সালে সালের ফেব্রুয়ারি মাসে দিকে টাঙ্গাইলের অনুষ্ঠিত এক সাহিত্যসভায় তিনি কবিতাটি প্রথম পাঠ করেন ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 83517.91
ETH 1876.30
USDT 1.00
SBD 0.77