স্বরচিত কবিতা: "আমি এক ভবঘুরে বৃদ্ধ"

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

কিছুদিন আগে ঢাকার নিউমার্কেট এলাকা দিয়ে বাসায় ফেরার পথে এক ভবঘুরে বৃদ্ধকে দেখে আমার মন ছুঁয়ে গেল। রাস্তায় অসহায়ভাবে হাঁটতে থাকা এই বৃদ্ধকে দেখে আমার মধ্যে এক অদ্ভুত মায়া কাজ করছিল। তাই, আমি তার পিছু নিলাম—দেখতে চাইলাম তিনি কোথায় যান, কী করেন। কিছুক্ষণ পরে দেখি, তিনি নিরবিচ্ছিন্নভাবে রাস্তা ধরে হাঁটছেন, কোনো উদ্দেশ্য নেই, শুধু একাকী চলা।আমি বেশি দূর আর গেলাম না, তবে বাসায় ফিরে তার ভাবনা আমাকে ঘিরে ধরল। কেন জানি না, তার জীবন, তার নিঃসঙ্গতা, সবকিছু আমাকে কৌতূহলী করে তুলল। বারবার তার জীবন কেমন হতে পারে তা ভাবতে ভাবতে হঠাৎ নিজের মধ্যে এক অনুভূতি জাগল—এই বৃদ্ধের জায়গায় যদি আমি থাকতাম? তার জীবন যদি আমার হত?

এই ভাবনাগুলো নিয়ে আমি আমার ডায়েরি হাতে তুলে নিলাম এবং মনের কথা লিখতে শুরু করলাম। একসময় সেই অনুভূতির প্রকাশ ঘটল কবিতায়। কবিতার নাম দিলাম "আমি এক ভবঘুরে বৃদ্ধ", যেখানে তুলে ধরলাম একজন একাকী বৃদ্ধের জীবন ও তার নিঃসঙ্গ যাত্রা।আজ সেই কবিতাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি, এই কবিতায় আমি যে অনুভূতি তুলে ধরতে চেয়েছি, তা আপনাদের মনেও কিছুটা সাড়া ফেলবে।

IMG_20231107_130411_🍎 Selfie Time By_Rasikul.PORTRAIT~2.jpg
নিউমার্কেট,ঢাকা
Device: GT neo2

"আমি এক ভবঘুরে বৃদ্ধ"
মোঃ ফয়সাল আহমেদ

আমি এক ভবঘুরে বৃদ্ধ,
রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরি,
নেই কোনো সঙ্গ, শুধু আমার ছায়া,
শূন্য হৃদয়ে বয়ে বেড়াই বেদনার ধারা।

রাতের আলোয় পথের ধারে বসি,
মলিন চাদরে ঢেকে রাখি দিনগুলির স্মৃতি,
কোথাও নেই বাড়ি, নেই কোলাহল,
নীরবতা ঘিরে থাকে আমাকে প্রতিদিন।

কেউ জিজ্ঞেস করে না কিছুই,
কেউ ভাবে না আমি কে বা কী ছিলাম,
সময়ের স্রোতে ভেসে চলি নির্বিকার,
ম্লান চাহনিতে দেখি ফেলে আসা দিন।

গলির কুকুরও কেমন যেন আপন লাগে,
তাদের সাথে হাঁটি, তাদেরই ছায়ায়,
খাবার খুঁজে নেই ডাস্টবিনের কোল ঘেঁষে,
পেটের তাগিদে সারাদিন বাঁচার তাগিদ খুঁজি।

কখনো বসে থাকি পার্কের বেঞ্চিতে,
চারপাশে মানুষ চলে, তবু আমি একা,
বৃদ্ধ এই দেহ, মনে আগুনের জ্বালা,
তবু কোথাও নেই সেই পুরনো ভালবাসার খোঁজ।

আকাশের তারাদের দেখি, মেঘের আড়াল,
তারা বুঝি আমাকেই খোঁজে, ঠিক আমিই,
অন্ধকারের গহীনে ডুবে গিয়ে ভাবি,
আর কতদিন এভাবে বয়ে বেড়াবো আমি?

জীবনের খাতায় কত অঙ্ক বাকি,
মৃত্যুর সাথে হয়তো হবে দেখা শিগগিরি,
তবে ততদিন এই রাস্তাই আমার ঘর,
এখানেই স্বপ্ন দেখি, এখানেই মরণ।

আমি এক ভবঘুরে বৃদ্ধ,
নেই কোনো সঙ্গ, নেই কোনো গান,
শুধু রাস্তায় রাস্তায় ঘুরি,
এই শহরের বুকে খুঁজি মনের মানান।

তবু তৃষ্ণা বাকি, বাকি চাওয়া-পাওয়া,
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে—
আমি একা, তবুও বাঁচি,
ভবঘুরে মন নিয়ে পথে পথে হাঁটি।

কবিতার মূলভাব
এই কবিতায় একজন বৃদ্ধ ভবঘুরের জীবনের গভীর বেদনা এবং নিঃসঙ্গতার গল্প তুলে ধরেছি।কবিতায় ফুটিয়ে তুলেছি এক নির্জন মানুষের জীবনযাত্রা, যিনি শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কিন্তু তার নেই কোনো সঙ্গী বা পরিচিত। নিজের ছায়া ছাড়া তার জীবনে আর কিছুই নেই। তিনি মলিন স্মৃতির চাদরে ঢাকা, প্রতিদিনের নিঃসঙ্গতা ও নীরবতায় ঘেরা।বৃদ্ধের দেহ দুর্বল, মনে বয়ে চলেছে অনেক অতৃপ্তি এবং হারানো ভালোবাসার স্মৃতি। তিনি কুকুরদের সঙ্গী মনে করেন, তাদের ছায়ায় হেঁটে বেড়ান, আর ডাস্টবিন থেকে খাবার খুঁজে পান। পার্কের বেঞ্চিতে বসে চারপাশের মানুষ দেখেন, কিন্তু কেউ তাকে চিনতে বা জানতে চায় না।তিনি আকাশের তারাদের সাথে নিজের একাকিত্বের সম্পর্ক স্থাপন করেন, মেঘের আড়ালে থাকা তারার মতো তিনিও কোথাও হারিয়ে যান। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি ভাবেন, আর কতদিন এইভাবে পথ চলতে হবে। এই কবিতায় বৃদ্ধ ভবঘুরের জীবনের অর্থহীনতা এবং একাকিত্বের গভীর ছাপ তুলে ধরেছি। তবুও, মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি পথ চলতে থাকেন, ভবঘুরে মন নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ভাইয়া, আপনার "আমি এক ভবঘুরে বৃদ্ধ" কবিতাটি সমাজের অনেক মানুষের বাস্তবতার চিত্র। শুধু ভবঘুরে নয় এমন মানুষ অনেক আছেন যারা একা এবং নিঃসঙ্গ। বেদনায় ভরা তাদের জীবন। কবিতাটি ভালো লেগেছে আমার। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

আমার লেখা আমি এক ভবঘুরে বৃদ্ধ কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম আপু।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 92027.17
ETH 2497.57
USDT 1.00
SBD 0.68