📝 স্বরচিত কবিতা:- "তোমার ভালোবাসায়"

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও আপনাদের মাঝে হাজির হলাম একটি স্বরচিত কবিতা নিয়ে। কবিতা লেখা এখন আমার এক অভ্যাসে পরিণত হয়েছে, এবং প্রতিনিয়ত মনের মধ্যে বিভিন্ন লাইন ঘুরপাক খায়, বিশেষ করে যখন একা সময় কাটাই। আজকের কবিতাটি আমি নাম দিয়েছি "তোমার ভালোবাসায়"। এই কবিতায় ভালোবাসার গভীরতা, তার স্পর্শ এবং একে অপরের প্রতি নির্ভরশীলতা ফুটে উঠেছে। যখন আমরা ভালোবাসায় নিমজ্জিত থাকি, তখন সময় যেন থমকে যায়, সব কিছুই পূর্ণতা পায়। আশা করছি,কবিতাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং সবাই উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করি...

1000046270.png

"তোমার ভালোবাসায়"
মোঃ ফয়সাল আহমেদ

ভালোবাসা এক অজানা পথ,
যে পথে আলো, ছায়া আর মেঘ।
চোখে চোখে স্বপ্নেরা ভাসে,
মনের মাঝে বাজে এক ঝংকার।

তোমার মুখে হাসির রোশনাই,
আমার পৃথিবী সে আলোকিত হয়।
তোমার কন্ঠে বেঁধে যায় সুরের গান,
মনের মাঝে সঞ্চারিত অমৃতসুধা।

তোমার সাথে কাটানো প্রতিটি ক্ষণ,
সেই সুখ স্মৃতিতে রয়ে যায় চিরকাল।
তুমি ছাড়া কিছুই ভালো লাগে না,
তোমার প্রহরে আমি বাঁচি, ভালো থাকি।

তোমার হাতের স্পর্শে যেন চমক,
তুমি আমার কাছে এক অনন্ত দ্যুতি।
চোখে চোখে মিলে যায় প্রেমের ভাষা,
হৃদয়ে হৃদয়ে বাজে প্রেমের সুর।

জীবন হলো তোমার ভালোবাসায়,
নির্বিঘ্নে চলে যায় পথের সকল বাঁক।
তুমি ছাড়া কিছুই পূর্ণ হয় না,
তোমার ভালোবাসাই আমার সবকিছু।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 4 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

বরাবরের মতোই খুব সুন্দর একটা রোমান্টিক কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো মাঝেমধ্যেই পড়া হয়। খুব সুন্দরভাবে ছন্দ সাজিয়েছেন। লাইন গুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 yesterday 

সব সময় এর মত আজকের আপনার এই কবিতাটিও খুবই সুন্দর হয়েছে৷ খুবই সুন্দর ভাবে আপনি আজকের পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এই লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন তা সুন্দর হয়েছে৷ এখানে আপনি ছন্দে ছন্দে সবকিছু খুব সুন্দর ভাবে লিখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93701.74
ETH 1799.16
USDT 1.00
SBD 0.86