কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-কঠিন বাস্তবতা || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

দিন যতই যাচেছ বাস্তবতা যেন তত বেশী রূপ নিচ্ছে। আর এই বাস্তব সময়ে দায়িত্ব বান এবং সহজ সরল মানুষগুলোর জীবন যেন আরও বেশী কঠিন হয়ে উঠে। চারদিকের মানুষ গুলো হয়ে উঠে অচেনা। সময় আর বাস্তবতার সাথে যুদ্ধ করতে করতে যেন উপকারী মানুষগুলো হাপিয়ে উঠে বারে বারে। আর তাই তো এমন কিছু মানুষ নিয়ে আজ একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আশ করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
চলছে গাড়ী যাচ্ছে জীবন,
যাচ্ছে কেটে দিন,
হাজার কাজের বায়না আমার,
সবই আমার ঋণ।।
আমি হলাম সবার রাজা,
তাই তো আমার এত সাজা,
জ্ঞানের ভান্ডার এতই আমার
তাই নিয়ে ভাই করি বড়াই।।
আপন পর নেই ভেদাভেদ,
সবার কাজে আমি সাহেব,
আমায় দেখে সবাই ভাবে,
সব জায়গাতে আমায় সাজেঁ।।
কাছে দূরে সকল দেশে,
ছুটি আমি আপন সাজেঁ,
যদি আমার কাজের ফলে,
কারও জীবনে সুখ আসে।।
আমি হলাম সেরা গাধাঁ,
তাই তো খাই সবার পেদা,
ভালো কাজের নেইকো সুনাম,
সবাই শুধু করে বদনাম।।
সফল হলে সবাই রাজা,
আমি তখন হই যে প্রজা,
সবার কাজে খোঁজে আমায়,
আমার কথা ভাবে কজন?
বাস্তবতা এতই কঠিন,
সব কিছু ভাই লাগে জটিল,
এদিক সেদিন যেদিক তাকাই,
কোথাও যেন সুখ নাহি পাই।।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/maksudakawsar/status/1913687105634750541
https://x.com/maksudakawsar/status/1913687253249106407
https://x.com/maksudakawsar/status/1913687322018902446
https://x.com/maksudakawsar/status/1913687447906685290
একদম সঠিক বলেছেন, দায়িত্ববান এবং সহজ সরল কর্মঠ মানুষগুলোর জন্য সময় যত যায় ততই যেনো পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায়। চেনা পরিচিত সব কিছুই যেনো অপরিচিত হয়ে যায়। কঠিন বাস্তবতা নামক কবিতাটির মধ্যে জীবনের বাস্তব কিছু কথাকে তুলে ধরেছেন। চমৎকার লিখেছেন আপু।