স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
হয় না কখনো আমার মনের মতন।
ভালোবাসার নামে যত করিস যতন
কথাগুলো লাগে কাটার মতন।
ভালবাসতে মন লাগে আরো মনের মায়া
যেমন করে লেগে থাকে ব্যক্তির মাঝে ছায়া।
ভালোবাসি যতন করে মনের ঘরে থেকে
ভালোবাসবো সারা জীবন হৃদয় মাঝে রেখে।
ভালোবাসার মাঝে থাকে কত শত ভুল।
ভুল ভেঙ্গে পাশে এসে বন্ধু যখন থাকে
মনের দেয়ালে কারু শিল্পী নতুন ছবি একে।
প্রজাপতিরা ছুটে আসে ভালোবাসার টানে
মুখরিত হয় পরিবেশ কোকিলের গানে গানে।
আমিও বন্ধু গেয়ে উঠি গান তোমায় ভালোবেসে
বুঝে নাও মনের কথা মিষ্টি মিষ্টি হেসে।
বৃষ্টি নেমে এসেছিল কিছুক্ষণের জন্য।
অনেকদিন পর দেখা মিলল টিপ টিপ বৃষ্টি
অনুভবে ভালবাসতে লেগেছিল খুব মিষ্টি।
রসগোল্লা আর চমচম ছিল মিক্সপেতে রাখা
কিছুক্ষণের জন্য তোমার পথ চেয়ে থাকা।
তবু তুমি আসলে না মনের ছোট্ট ঘরে
ব্যস্ততার মাঝে তোমার স্মৃতি আর্তনাদে মারে।
ভালোলাগার অনুভূতি মন থেকে হারায়।
পুষে রাখার স্বপ্নগুলো তুষ হয়ে পুড়ে
স্বপ্নগুলো চোখের সামনে বেতাল হয়ে ঘুরে।
এভাবেই নিঃশেষ হবে সাজানো মনের আশা
শত চেষ্টায় পাবে না আর তেমন ভালোবাসা।
হারিয়েছো তুমি মন থেকে দূরে দূরে সরে থেকে
পাথর হয়েছে ভালোবাসা মিথ্যে স্বপ্ন দেখে।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আজকের কাজ কমপ্লিট
খুব সুন্দর কয়েকটি বিরহের অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন আপু। কিছু মানুষের কথা আসলে কাটার মত লাগে। প্রত্যেকটি কবিতা অসাধারণ হয়েছে। ছন্দে ছন্দে মনের ভাব প্রকাশের সুন্দর মাধ্যম হলো কবিতা। ছন্দে ছন্দে খুব সুন্দর বিরহ প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে।। ভালো লাগলো আপু আপনার প্রত্যেকটি কবিতা পড়ে।
অসাধারণ কিছু অনু কবিতা লিখেছে।ন আপনার প্রত্যেকটা অণু কবিতা পড়ে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকে আপনি মনের মাধুরী দিয়ে চারটি ভিন্ন ভিন্ন অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো। আসলে অনু কবিতার মধ্যে নিজের সুন্দর সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর অনু গুলো কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।