নতুন বছর || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আশাকরি সকলে ভালো আছেন। সবার সময় ভালো যাচ্ছে ,এই কামনাই করি এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি নতুন একটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আশা করি আমার যারা পাঠক আছে, তাদের কাছে আমার কবিতাটি ভালো লাগবে ।

IMG_20211228_184239.jpg

অভিমানকে দূরে ঠেলে দিয়ে
চলে এসো প্রিয় ।
আজ আমি বাঁধা দিব না
আপন করে নেবো তোমায়,
আজ নতুন করে
নতুনত্বের মাঝে খুঁজে পাবো তোমায় ।।

নতুন সময় নতুন দিগন্ত
এমনটাই যে চাই প্রতিনিয়ত,
কেন এত আজ দূরে ,
চলে এসো প্রিয়, তুমি চলে এসো ।।

এই ভালোবাসা সীমাহীন
বোঝার চেষ্টা করো ,
অতীতকে ভুলে নতুনকে প্রাধান্য দিয়ে,
বাস্তবতার জোয়ারে এগিয়ে এসো ।
আবেগকে ভাসিয়ে বাস্তবতায়
যদি তোমাকে গ্রহণ করতে পারি,
তুমি কেন দ্বিধা করছো ?

বিজয়ের মতো উল্লাস করে
আজ আমার মনে হচ্ছে,
আমি পেতে চাই তোমাকে ।।
শত বাঁধার পরে
শত অভিমানের পরে ,
সব কিছুকে উড়িয়ে দিয়েছি
বিজয় উল্লাসে ।।

নতুন সময়ে নতুনভাবে
পেতে চাই তোমাকে,
এমনটাই যে ব্রত আমার,
নতুন বছরে ।।

বি:দ্র: সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন ।।

ধন্যবাদ সকলকে

Sort:  
 3 years ago 

অভিমানকে দূরে ঠেলে দিয়ে
চলে এসো প্রিয় ।
আজ আমি বাঁধা দিব না
আপন করে নেবো তোমায়,
আজ নতুন করে
নতুনত্বের মাঝে খুঁজে পাবো তোমায় ।।

অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। কবিতার প্রতিটি লাইন আপনার প্রিয়জনকে উদ্দেশ্য করে অনেক সুন্দর করে লিখেছেন। নতুন বছরে আমাদের মনের অভিমান গুলোকে দূরে সরিয়ে দিয়ে প্রিয়জনকে নিয়ে নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখার নামে হচ্ছে ভালোবাসা। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে নতুন বছর উপলক্ষে এত সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য। এই কবিতা আমার অনেক বেশি ভালো লেগেছে।আশা করি ভবিষ্যতেও আপনি আমাদের মাঝে আরও সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করবেন। আপনার জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

অভিমানকে দূরে ঠেলে দিয়ে
চলে এসো প্রিয় ।
আজ আমি বাঁধা দিব না
আপন করে নেবো তোমায়,
আজ নতুন করে
নতুনত্বের মাঝে খুঁজে পাবো তোমায় ।।

প্রথমে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছর সবাইকে নিয়ে আনন্দ মুখর হোক এই দোয়াই করি। পুরনো সব স্মৃতি ভুলে গিয়ে নতুন সূর্যোদয়ের সাথে সাথে জীবনের প্রতিটা ধাপ সুখের হোক এ দোয়াই করি। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন, আসলে এই নতুন বছর উপলক্ষে এতো সুন্দর একটি কবিতা পড়ে আমার খুবই ভাল লাগল। সত্যিই খুবি সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69