"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
প্রতিদিন এই আমাদের কমিউনিটিতে অনেকগুলো পোস্ট হয়ে থাকে এবং এই প্রতিদিনের পোস্টগুলো দেখতে দেখতে আমি অনেক মুগ্ধ হয়ে যাই। সবাই যেরকম প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করে আসছেন তা এই ফিডকেও একেবারে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে৷ এত সুন্দর একটি ফিড দেখার মধ্যে যেন একটি আলাদা ভালোলাগা কাজ করে৷ আমি যখন প্রথমেই মোবাইল চেক করি তখন আমি আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসি৷ সবার সুন্দর সুন্দর পোস্ট গুলো দেখে থাকি এবং এত সুন্দর গুলো পোস্ট দেখার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ এরপর আমি সবগুলো পোস্ট দেখে নেওয়ার পরে কিছু কিছু পোস্টে মন্তব্য শেয়ার করার চেষ্টা করি।
এর পরবর্তীতে আমি আমার পোস্ট তৈরি করার জন্য বসে পড়ি এবং আমার পোস্টগুলো তৈরি করার ক্ষেত্রেও আমি কিছুটা সময় নিয়েই পোস্টগুলো তৈরি করি। কিছু সময় দিয়ে পোস্ট তৈরি করার পরে যখন সবকিছু একেবারে ভালোভাবে ঠিক করে নেই তখন আমি এই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি। আজকের এই পোস্টটিও তৈরি করার ক্ষেত্রে আমি অনেক সময় নিয়েছিলাম এবং এখানকার যা কিছু ছিল সবকিছু আমি যখন ভালোভাবে লিখে নিলাম এবং সবগুলো বানান ঠিক করে নেওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আজকের আমার এই অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
নীল আকাশে মেঘের খেলা,
সাদা মেঘে রঙিন বেলা।
সূর্য হাসে উজ্জ্বল রঙে,
আলো ছড়ায় নতুন ঢঙে।
অনু কবিতা-২
চাঁদ উঠে নীলিমাতে,
তারার মেলা ঝলমলাতে।
নীল আকাশে মন মাতিয়ে,
স্বপ্নগুলো যায় হারিয়ে।
অনু কবিতা-৩
চেনা মুখের ভিড়ে আমি,
হারিয়েছি নিজের রং।
স্বপ্নগুলো ঝরে গেছে,
হয়ে শুকনো পাতার আবরণ।
অনু কবিতা-৪
তুমি যদি নীল আকাশ হও,
আমি জোছনা হবো।
আলোর ঢেউয়ে জ্বলজ্বলিয়ে,
তোমার বুকে রবো।
অনু কবিতা-৫
হাওয়ার সাথে কথা বলি,
চাঁদের সাথে হয় চোখাচোখি।
তারার সাথে গল্প করি,
হয়ে আমি একাকী।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.26 STEEM,
1.26 SP
ভালোবাসা সবসময় আপনার প্রতি আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷
https://x.com/bijoy1__2024_SB/status/1904030361874505763?t=U0hSoYlNQfPcFbAz3chUtg&s=19
আপনার লেখা অনু কবিতা গুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে প্রতিটা অনু কবিতা পড়তেও অনেক বেশি ভালো লাগলো। আপনার সবগুলো অনু কবিতা লেখার টপিক ছিল অনেক বেশি সুন্দর। আশা করি এরকম সুন্দর অনু কবিতা সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এত সুন্দর একটি মন্তব্য পড়ে।
একা হয়ে চাঁদের সাথে আকাশের সাথে গল্প করার অনূভুতি টা আমি জানি। এটা নিছক কোন কথা না। এর ব্যাখ্য আছে। চমৎকার লাগল আপনার লেখা অনু কবিতা গুলো ভাই। দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
অনেক সুন্দর হয়েছে আপনার এই মন্তব্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।