স্বরচিত কবিতা " মাকে মনে পরে"।।
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। বেশ কয়েকদিন থেকে তেমন কবিতা লেখা হচ্ছেনা তাই আজকে ভাবলাম একটি কবিতা লেখা যাক। তাই আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "মাকে মনে পরে"।
বন্ধুরা আসুন এখন কবিতাটি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। পৃথিবীতে মায়ের তুলনা কোনো কিছু দিয়েই করা যায় না। পড়াশোনার তাগিদে বাসা থেকে দূরে থাকতে হয়,মায়ের থেকে দূরে থাকতে হয়। কিন্তু প্রতিনিয়তই মায়ের কথা অনেক মনে পড়ে। মায়ের কথা মনে পরে তাই এই কবিতাটি লেখা মাকে মনে পরে। মায়ের হাতের রান্না, মায়ের কন্ঠস্বর, মায়ের সবকিছুই যেনো ভালো লাগে, মায়ের পাশে থাকতেই ভালো লাগে। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, আদর, স্নেহ এইসবের কোনো তুলনা হয়না। বাসা থেকে দূরে থাকার জন্য মা কে অনেক বেশি মিস করি, অনেক বেশি মায়ের কথা মনে পরে। প্রতিটি মুহুর্তে তার স্মৃতি, পরামর্শ, সাহস, উপদেশ আমাকে জীবনযুদ্ধে এগিয়ে যেতে খুবই সাহায্য করে। যতটুকু সময় মায়ের পাশে থাকি আলাদা একটি প্রশান্তি কাজ করে মনে। প্রতিবার যখন ঢাকা থেকে বাসায় যাই একটি আলাদা ভালো লাগা কাজ করে কিন্তু যখন বাসা থেকে ঢাকায় আসি তখন আম্মুর মন ও অনেক খারাপ হয়ে যায়,আমার ও অনেক খারাপ লাগে। গভীর রাতে, মন খারাপ থাকলে মায়ের কথা সবথেকে বেশি মনে পরে। অনেক ভালোবাসি মা তোমাকে। তোমার জন্য আমার এই কবিতা " মাকে মনে পরে"।
মাঝে মাঝে গভীর রাতে
যখন সমস্ত পৃথিবী নিস্তব্ধ,
একটা শূন্যতা মনের গভীরে উঁকি দেয়—
মাকে মনে পড়ে।
তার কোমল হাতের ছোঁয়া, তার মধুর কন্ঠস্বর—
সব যেন এখনও জীবন্ত।
তার স্নেহ, তার আদর, তার নিঃস্বার্থ ভালোবাসা,
আমাকে আজও আগলে রাখে।
তার প্রতিটি কথা, প্রতিটি উপদেশ—
আজও আমার জীবনের পথপ্রদর্শক।
মাকে মনে পড়ে, যখন কঠিন সময় আসে,
তার পরামর্শ, তার সাহস—
আমাকে শক্তি দেয় এগিয়ে যেতে।
তার অনুপ্রেরণা, তার আশীর্বাদ—
আমাকে পথ দেখায়, আমাকে দৃঢ় রাখে।
মাকে মনে পড়ে, যখন একা লাগে,
তার সঙ্গ, তার হাসি—
আমাকে আনন্দে ভরে দেয়।
তার ভালোবাসা, তার স্নেহ—
আমাকে আজও আশ্রয় দেয়।
মাকে মনে পড়ে, প্রতিটি মুহূর্তে,
তার স্মৃতি, তার উপস্থিতি—
আমার হৃদয়ে চিরকাল অমলিন।
মা, তুমি সবসময় আমার সাথে আছো,
তোমার ছায়া, তোমার মমতা—
আমার জীবনের প্রতিটি পদক্ষেপে।
আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাকে মনে পড়ে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। মনের অনুভূতিগুলো যেন প্রকাশ করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
মাকে মনে পড়ে শিরোনামে খুবই চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছ। সত্যিই তোমার কবিতাটি পড়ে আমি অভিভূত হলাম। আবেগে চোখের জল টলমল করছে। তোমাদেরকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয়। আবার মাঝে মাঝে গর্ববোধ করি, আমার ছেলেরা রাজধানীর বুকে লেখাপড়া করছে, তারা সত্যিই একদিন ভালো মানুষ হয়ে নিজেদের কে প্রতিষ্ঠিত করবে, এই ভেবে। এত সুন্দর একটি কবিতা লেখার জন্য।তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং তোমার জন্য অনেক অনেক দোয়া মন থেকে।
তোমাকেও অসংখ্য ধন্যবাদ আম্মু আমার কবিতাটি পড়ে তোমার মনের ভাব লেখার জন্য। আমিও তোমাদের অনেক বেশি মিস করি।
বাহ ভাইয়া আপনি তো মাকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।মাকে মনে পরে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে মা এমন একজন বৃক্ষ যাকে কারো সাথে তুলনা করা যায় না। মা থাকলে পৃথিবীর সুন্দর। আর যাদের মা নাই তার পৃথিবী অন্ধকার। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। এবং কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি বারবার পড়তে মন চাইতেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার কবিতাটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।