স্বরচিত কবিতা - ব্যাস্ততার জীবন
আমাদের পুরো জীবনটাই কিন্তু দুঃখ-কষ্ট মিলিয়ে, আমরা সুখে থাকব সেটা কিন্তু না আবার সব সময় যে দুঃখে থাকব সেটাও কিন্তু না। সুখের পরে দুঃখ আবার দুঃখের পরে সুখ এটাই নিয়ম। তবে এই নিয়মে আমরা কয়জন নিজেদের সামাল দিতে পারি পরিস্থিতির সাথে! কয়জন ধৈর্য ধারণ করতে পারি কঠিন পরিস্থিতিতে! বাস্তবতা অনেক কঠিন বুঝেও আমরা পরিস্থিতিতে মোকাবেলা করতে অসক্ষম হই।
সত্যি বলতে কঠিন পরিস্থিতি তে মোকাবেলা করা কিন্তু সহজ ব্যাপার নয়, মুখে মুখে আমরা অনেক কিছুই বলি কিন্তু পরিস্থিতিতে যখন পড়ি তখন বোঝা যায়।
তবে সত্যি বলতে আপনি একটা জিনিসকে যখন অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে উপরে তুলবেন তার থেকে আপনি ভালো ফল অব্যশই পাবেন। আর এটাই কর্মের ফল।
আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ব্যাস্ততার জীবন নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
ব্যাস্ততার জীবন |
---|
তার নেই কোনো সমাধান,
দিনে রাতে টানা খেটেই চলেছি
নেই তার কোনো মান।
সেই খবর আমার নেই,
ব্যস্ততা ব্যস্ততা ভরপুর জীবন
সেই কইফিউত কাকে দেই।
জানিনা আমি কিছু,
শুধু দিন পার হয় ঘড়ির কাটা যায়
ব্যস্ততা ধরে আছে পিছু।
পালানোর রাস্তা নেই,
বাস্তবতা বরই কঠিন
কম বেশ বুঝে সকলেই।
যখন পরিস্থিতি একাই সালাম দিতে হয়,
তখন বুঝা যায় কে কার আপন
বাস্তবতা এটাই কয়।
এটাই বুদ্ধিমানের কাজ,
হাই হতাশ করতে থাকলে
পড়বে জীবনে বাজ।
এটা মিথ্যা নয়,
পরিশ্রম করে গাছ রোপনে যত্ন নিলে
ফল কিন্তু ভালো হয়।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

হ্যাঁ আপু আমাদের জীবনটা দুঃখ কষ্ট মিলিয়েই। জীবনে দুঃখ কষ্ট আছে বলেই সুখের এতো দাম। সুতরাং দুঃখের সময় অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে। যাইহোক ব্যস্ততার জীবন নামক কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আপু। আসলে প্রচন্ড ব্যস্ততার জন্য আমরা অনেক সময় দিন তারিখও ভুলে যাই। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জীবন মানেই সংগ্রাম। আর এই জীবন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত বিভিন্ন ব্যস্ততার মাঝে সংগ্রাম করে চলছে। আর ঠিক সেই মুহূর্তে কখন কয়টা বাজল, কি বার গেল, মনে রাখার যেন কঠিন হয়ে পড়ে। যাই হোক সংগ্রামীময় জীবনকে কেন্দ্র করে সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার কবিতাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, বাস্তব জীবনের বাস্তবতা খুঁজে পেয়েছি কবিতার মাঝে।
আশা করি আপু ভালো আছেন? বেশ সুন্দর কবিতা লিখেছেন । বাস্তব জীবনের সাথে মিল রেখে কবিতার ছন্দ গুলো উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সত্যি আমাদের জীবন অনেক ব্যস্তময় । ব্যস্ততা থাকতে থাকতে কিভাবে যে দুঃখে কষ্টের জীবন অতিবাহিত হয় তা বলা যায় না। এই ব্যস্ত জীবনে সফলতার জন্য ধৈর্য ধারণ করে নিজের কাজ করে যেতে হবে তাহলে সফলতা আসবে । আপনি ঠিকই বলেছেন আপু, পরিশ্রম করলেই সফলতা আসবে এইটাই প্রকৃতির সত্য। জীবন সাথে বাস্তবতার মিল রেখে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।