টিনটিন সোনামনির জন্মদিন উপলক্ষে আমার লেখা কবিতা

in আমার বাংলা ব্লগlast year

শুভ জন্মদিন

image.png

ভালোবাসা এমন একটা জিনিস যেটা হাজার মাইলের দূরত্বকেও হার মানায়।টিনটিন নামটাতে আমরা সকলেই অনেক বেশি পরিচিত কারণ আমরা সবাই জানি টিনটিন হচ্ছে আমাদের দাদার একমাত্র আদরের সন্তান। আর আমাদের সকলের মধ্যমণি।

কাল টিনটিনের জন্মদিন উপলক্ষে স্পেশাল হ্যাংআউটে আমরা প্রত্যেকেই তাকে উইশ করার জন্য অনেক ভাবে মনের ভালোবাসা বা কবিতা শেয়ার করেছি। যেটা সত্যিই প্রশংসনীয় ছিল।

আমরা সকলেই দাদা আর বৌদি এবং টিনটিনকে কতটা ভালবাসি তা হয়তো কখনো বলে বুঝানো সম্ভব হবে না, তবে টিনটিনের জন্মদিন উপলক্ষে দূর থেকে এতোটুকু করতে পারাটাকেই আমি সার্থক বলে মনে করি।

আজ যদি আমার বাংলা ব্লগের একজন সদস্য হতে না পারতাম তাহলে হয়তো এই মুহূর্তগুলো কখনোই উপভোগ করতে পারতাম না। আর তাই টিনটিনের জন্মদিন উপলক্ষে তার প্রতি ভালোবাসা নিয়ে ছোট্ট একটি কবিতা শেয়ার করলাম।

টিনটিন সোনামনির শুভ জন্মদিন

লেখা - আইরিন ইসলাম

টিনটিন আমাদের ছোট্ট সোনা
পাই শুধু ভালবাসা।
টিনটিন কে ঘিরে অনেক স্বপ্ন,
বেধেছে মনে আশা।

আমরা সবাই ভালবাসি তাকে
আদর সোহাগ দিয়ে,
আজ সবাই আনন্দ করবো
টিনটিন কে নিয়ে।

আজ আমাদের টিনটিনের
শুভ জন্মদিন,
সে উপলক্ষে স্পেশাল হাংগাউটে
বাজবে সুরের বিন।

আনন্দ আর আনন্দতে
মেতে উঠবো আমরা সবাই,
সে খুশিতে টিনটিন বাবু
করবে উল্লাস বেজায়।

মজার মজার গিফট পেয়ে
কেক কাটবে টিনটিন,
আজ আনন্দ আর উল্লাসে
কাটবে সবার দিন।

টিনটিন দাদার রাজ পুত্র
নেই তার তুলনা,
আমাদের বৌদির মধ্যেমনি
সেটাও ভুলনা।

আজ টিনটিনের জন্মদিনে
এটাই ছিল আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার।
কবিতাই কবিতাই ছড়িয়ে দিলাম ভালবাসা,
happy birthday too you tintin.....
আজ জন্মদিন তোমার।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আপু টিনটিন বাবুকে নিয়ে তার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার কবিতা টি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগের সদস্য হতে না পারলে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারতাম না।অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

 last year 

আপু আপনি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষ্যে দারুন একটি কবিতা লিখেছেন।কবিতার লাইনগুলো জাস্ট চমৎকার হয়েছে।টিনটিন বাবুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার কবিতাটি অসাধারণ হয়েছে আপু। গতকালকের হ্যাংয়াউটেই শুনেছিলাম আপনার নিজ কন্ঠে, আজ লেখা আকারে পড়লাম। আসলে ভালোবাসার জন্য দূরত্ব কোন ব্যাপারই না।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 84230.47
ETH 2080.32
USDT 1.00
SBD 0.63