স্বরচিত কবিতা - অভাব

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

অভাব জিনিসটা আমরা সকলেই অল্প-স্বল্প বুঝে থাকি। একেক জনের অভাব হয়তো একেক দিক দিয়ে, কেউ ভাতের অভাব, কেউ কাপড়ের অভাব, কারো বা থাকার জায়গার অভাব, আবার কারো সম্পদের অভাব ।

শত অভাব নিয়ে কিন্তু আমরা সময়ের সাথে তাল মিলিয়ে দিন পার করছি, কিন্তু রাস্তাঘাটে যারা থাকে তাদের কথা কি বলবেন? যাদের দিনরাত মিলিয়ে একমুঠো ভাত জোগাতে অনেক পরিশ্রম হয়। মাঝে মাঝে এমনও দিন যায় তাদের পেটে ভাতই জোটেনা ।

সাহায্য করার মত এখন মানুষ সমাজে খুব বেশি একটা নেই। প্রত্যেকের প্রত্যেকের স্বার্থ নিয়ে ব্যস্ত। দশ টাকা দিয়ে কাউকে সাহায্য করলেও সেটা ফেসবুক কিংবা এমন আরো কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় । আজ অসহায় কে দান করাটাও একটা স্বার্থে পরিনত হয়েছে।

তবে অবশেষে এটাই বলব স্বার্থ নয় সৎ মানুষ হিসেবে ঝাঁপিয়ে পড়ুন অসহায় মানুষদের দিকে, কারণ আমাদের কাছে অবশ্যই তাদের হক রয়েছে আর সেটা স্বার্থবিহীন। যাইহোক, আজকে আমি অভাব নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

অভাব

লেখা - আইরিন ইসলাম

দেনা আমায় তুলে এক মুঠো ভাত
আমি যে অসহায় আর একা,
আজ পৃথিবীতে খুঁজে ফিরি
তবু পায় না সৎ মানুষের দেখা।

আজ ভাতের জন্য খাটিয়া মরি আমি
দিন যায় আর রাত কাটে,
তারা তো সবাই পেট পুড়ে খায়
ঘুমায় নরম খাটে।

ঘরে ঘরে শুনি শিশুর কান্না
ভাত দে ভাত দে,
সবাই তো সবার সংসারে ব্যস্ত
এদের সাহায্য করবে কে?!

দিনশেষে ফিরি খালি পেট নিয়ে
দেখবার কেউ নেই,
যে পর উপকার করে ঝাঁপিয়ে পরে
উত্তম মানুষ তো সেই।

অন্যের অভাব সহ্য হয় না যার
সেই তো সৎ মানুষ,
তবে স্বার্থ ছাড়া কেউ এগোয় না এখন
মুহুর্তে বদলে যায় ফানুস।

কষ্ট সবার আছে অল্প সল্প
তবে ভাতের কষ্ট কজন করে?
খুঁজে খুঁজে যখন আর নাহি পায়
অবশেষে যায় ঝরে।

দিনশেষে আজ আমরাই গরিব
নিঃস্ব আর অসহায়,
কে বা কারা করবে আমাদের
এই যন্ত্রণা থেকে রেহাই।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এটা ঠিক একেক মানুষের অভাব একেক রকম। কারো টাকা থাকলেও সুখের অভাব আবার রাস্তার মানুষের টাকার অভাব।এভাবেই দিন যাচ্ছে। প্রযুক্তির ব্যবহারে মানুষ সব লোক দেখানো সাহায্য করে বেড়ায়। যাই হোক কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

আসলেই আপু মানুষ এখন সামান্য একটু সাহায্য করে সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় লোক দেখানোর জন্য। এই বিষয়টা খুবই বাজে লাগে আমার কাছে। এক একজনের অভাব এক এক রকম। অভাব জিনিসটা আমরা কম বেশি সবাই বুঝি। আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। একদম বাস্তব ভিত্তিক একটা কবিতা। ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি কথা কি বলতে দুনিয়ার বুকে সৎ মানুষ রয়েছে ঠিকই কিন্তু তাকে খুঁজে পাওয়া বেশ কঠিন কারণ খারাপের ঘুরে ভালো জনকে পাওয়াটা বড়ই দুঃসহ ব্যাপার। তবে যাই হোক আপনি বেশ সুন্দরভাবে একটি সচেতন মূলক এবং বাস্তবতা কেন্দ্র করে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা আবৃত্তি করে আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

অভাবের যন্ত্রণা কাকে বলে যে লোকটা অভাবে রয়েছে সেই জানে। আপনি ঠিক বলেছেন আপু এখনকার মানুষ আর মানুষের সাহায্য করতে চাই না। সকলে যেন অনেকটা স্বার্থপর হয়ে গেছে। মানুষকে সাহায্য করার মত মানুষ আর নেই। আপনি আজকে অভাব নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার মধ্যে অভাবের কথা গুলো কত সুন্দর করে আপনি তুলে ধরেছেন। পড়ে ভীষণ ভালো লেগেছে আপু ধন্যবাদ শেয়ার করা যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব গভীর এবং অর্থবাহক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনি কবিতা লিখেছেন। সবাই যেন এখন নিজের স্বার্থ নিয়ে চলছে, সমাজ রসাতলে গেল এতে বোধহয় কারো একটুও ভুরুক্ষেপ নেই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পৃথিবীর প্রতিটি মানুষের ই কিছুর না কিছু অভাব তো রয়েছেই আপু। আপনি বেশ সহজ ভাষায় অভাব নিয়ে একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। আসলেই আশে পাশের কত মানুষ ভাতের অভাবে রয়েছে কিন্তু কেউই তা দেখার নেই। সবাই নিজেকে নিয়েই মগ্ন। বর্তমান সমাজের তিতা সত্য তুলে ধরেছেন আপনার আজকের পোষ্টের মাধ্যমে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপনি। আপনার এই কবিতাটি দেখে খুবই ভালো লাগলো৷ আপনার এই কবিতার নামটি অনেক সুন্দর হয়েছে৷ এই কবিতার নামটি দেখে এই কবিতার প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নিল। এই কবিতার যে লাইনগুলো রয়েছে প্রত্যেকটি লাইন আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে ৷ তার মধ্যে কিছু লাইন হল :

অন্যের অভাব সহ্য হয় না যার
সেই তো সৎ মানুষ,
তবে স্বার্থ ছাড়া কেউ এগোয় না এখন
মুহুর্তে বদলে যায় ফানুস।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশি মুগ্ধ করেছে। আপনি একদম ঠিক বলেছেন আপু সাহায্য করার মানুষ সমাজে এখন খুঁজে পাওয়া বেশ মুশকিল। আমাদের সকলের উচিত পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়া। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.031
BTC 85229.89
ETH 1596.71
USDT 1.00
SBD 0.89