আমার লেখা কবিতা// নীল আকাশের ডাক

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আবারও আমার লেখা কবিতা শেয়ার করলাম। আর এই কবিতা লিখে রেখেছিলাম অনেকদিন আগেই। আসলে আমি যখন সময় পাই তখনই কিছু কবিতা লিখে রাখি। আর কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। তাই তো সময় পার করতে এবং নিরিবিলি বসে থাকতে আমি যে শুধু কবিতাগুলো লিখি। এগুলো আমি আমার আইডিতে জমা করে রাখিলাম।আজকে সেখান থেকে আপনাদের মাঝে কবিতা লিখে শেয়ার করলাম।


taro-7714366_1280.jpg

Source

'''নীল আকাশের ডাক”
মোঃ আলিফ আহমেদ


নীল আকাশ যে ডাকছে আমায়,
ডানা মেলে উড়তে চাই,
সোনালি রোদের আলোর ছোঁয়ায় ,
স্বপ্নগুলো গড়তে চাই।

নদীর জলে চাঁদের হাসি,
তোমার চোখে খেলে যায়,
শিশির ভেজা ঘাসের মাঝে
ভালোবাসা মেলতে চায়।

মেঘের ভেলায় দূর আকাশে
ভেসে চলার গল্প শুনি,
হৃদয়ের যে ওই সুরের সাগর
ছুঁতে চায় তাই নতুন গুণী।

শিউলি ঝরা পথের ধারে
বাতাস গায় মৃদু সুর,
আলোর দেশে, রঙের ভেলায়
বুনবো আমি নতুন ভোর।

ঝরাপাতার মৃদু সুরে
বসন্ত গান শোনায়,
মন ভাসিয়ে দূরে কোথাও
আলো ছোঁয়ার তাই স্বপ্ন বানায়।

পাহাড় ডাকে, সমুদ্র ডাকে,
নদীর কূলে রাখি পা,
আকাশ ছুঁতে, স্বপ্ন বুনতে
চাই যে আমি তাই বারেবার।

তারার মেলায় সন্ধ্যা নামে,
রাতের কোলে চাঁদের হাঁসি,
সেই আলোরই মৃদু ছোঁয়ায় ,
মন গেয়ে ওঠে নতুন গীত।

বাতাসে ভাসে হাজার আশা,
নীল গগনে রঙিন ধারা,
ভালোবাসার এই পথ ধরে
চলবো আমি দূর সীমানার মাঝে।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আপনার কবিতা সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আমি আপনার কবিতাগুলো সব সময় পড়ার চেষ্টা করি৷ আজকেও আপনি খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এখানে এই কবিতা তৈরি করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে এত সুন্দর একটি কবিতা পড়তে পারলাম এর পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামঞ্জস্যতাও আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79343.81
ETH 1513.09
USDT 1.00
SBD 0.81