আমার লেখা কবিতা// নীল আকাশের ডাক
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
নীল আকাশ যে ডাকছে আমায়,
ডানা মেলে উড়তে চাই,
সোনালি রোদের আলোর ছোঁয়ায় ,
স্বপ্নগুলো গড়তে চাই।
নদীর জলে চাঁদের হাসি,
তোমার চোখে খেলে যায়,
শিশির ভেজা ঘাসের মাঝে
ভালোবাসা মেলতে চায়।
মেঘের ভেলায় দূর আকাশে
ভেসে চলার গল্প শুনি,
হৃদয়ের যে ওই সুরের সাগর
ছুঁতে চায় তাই নতুন গুণী।
শিউলি ঝরা পথের ধারে
বাতাস গায় মৃদু সুর,
আলোর দেশে, রঙের ভেলায়
বুনবো আমি নতুন ভোর।
ঝরাপাতার মৃদু সুরে
বসন্ত গান শোনায়,
মন ভাসিয়ে দূরে কোথাও
আলো ছোঁয়ার তাই স্বপ্ন বানায়।
পাহাড় ডাকে, সমুদ্র ডাকে,
নদীর কূলে রাখি পা,
আকাশ ছুঁতে, স্বপ্ন বুনতে
চাই যে আমি তাই বারেবার।
তারার মেলায় সন্ধ্যা নামে,
রাতের কোলে চাঁদের হাঁসি,
সেই আলোরই মৃদু ছোঁয়ায় ,
মন গেয়ে ওঠে নতুন গীত।
বাতাসে ভাসে হাজার আশা,
নীল গগনে রঙিন ধারা,
ভালোবাসার এই পথ ধরে
চলবো আমি দূর সীমানার মাঝে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কবিতা সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আমি আপনার কবিতাগুলো সব সময় পড়ার চেষ্টা করি৷ আজকেও আপনি খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এখানে এই কবিতা তৈরি করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে এত সুন্দর একটি কবিতা পড়তে পারলাম এর পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামঞ্জস্যতাও আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷