অনু-কবিতা :- ৯৩
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে আমাদের অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে। কেননা এই কঠোর পরিশ্রম ছাড়া আমরা কখনো নিজেদেরকে উচ্চস্থানে নিতে পারব না। এছাড়াও আমরা দেখি যে এই পৃথিবীতে যারা উচ্চস্থানে রয়েছে তারা সবসময় কঠোর পরিশ্রম করেছে এবং তারা জীবনের কোন বাঁধাকে কখনো ভয় পায়নি। আসলে তাদের মনবল সবসময় দৃঢ় থাকে। তারা কোন কিছুকেই ভয় পায় না। আসলে তাদের জীবনের একটা মাত্র উদ্দেশ্য হলো তারা সঠিক কর্ম করবে এবং জীবনে সব সময় সৎ থাকবে। আসলে আমরা যদি সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা জীবনে সব সময় ভালো কাজ করবো এবং নিজেদের ভালো কাজের মাধ্যমে অন্যদেরকে উপকার করবো তাহলে সবাই আমাদের কিন্তু ভালবাসবে। কেননা এই পৃথিবীতে নিন্দুক লোকের সংখ্যা কিন্তু কম নয়। আসলে এই নিন্দুকেরা কখনো আপনার সামনে এসে আপনার নিন্দা করবে না। আপনার পিছনে সব সময় তারা নিন্দা করবে এবং আপনি যাতে কোন কাজ না করতে পারেন সেজন্য তারা চেষ্টা করবে।
আসলে আমার মনে হয় যে এই নিন্দুক লোকেদের জন্য অনেক মানুষ জীবনে জয়ী লাভ করতে পেরেছেন। কেননা তারা যদি আপনার পিছনে নিন্দা না করতো এবং তাদের প্রতিশোধ নেওয়ার জন্য যদি আপনি কঠোর পরিশ্রম না করতেন তাহলে হয়তোবা আপনি জীবনে কখনো উন্নতির শিখরে পৌঁছে যেতে পারতেন না। তাইতো মাঝে মাঝে খারাপ জিনিসেও ভালো কিছু হয়। আসলে এসব নিন্দুকদের আমরা উদ্দীপক হিসেবে গ্রহণ করব। কিন্তু তাদের কথায় কখনো মন খারাপ করলে চলবে না। কেননা তাদের কথা যদি আমরা মন খারাপ করে আর সামনের দিকে এগোতে চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা সব সময় পিছিয়ে যাব। এছাড়াও এসব লোকেরা আমাদের পরাজয় দেখলে তারা সব থেকে বেশি আনন্দিত হবে। কারণ তারাই শুধুমাত্র চায় যাতে করে আমরা জীবনে জয়ী লাভ না করতে পারি। এছাড়া ওইসব লোকেরা যখন সুযোগ পায় তখন বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে।
যদি আমরা এই সব কিছু উপেক্ষা করে জীবনে মানুষের মতো মানুষ হতে পারি তাহলে সবাই আমাদের ভালোবাসবে এবং আমাদেরকে সম্মান করবে। এছাড়াও এই পৃথিবীর মাঝে পরাজয় যারা স্বীকার করে তাদেরকে কেউ কখনো ভালবাসেনা। আসলে শুধুমাত্র যারা জয়ী লাভ করে তাদেরকেই মনে হয় সবাই ভালোবাসে। তাইতো আমরা কখনো কোন কিছুর বিনিময়ে পরাজয় মানতে রাজি হব না। আসলে কোন কাজ যদি একবার না হয় তাহলে আমরা সেই কাজটি বারবার চেষ্টা করবো এবং বারবার চেষ্টা করার মাধ্যমে ওই কাজটি সম্পূর্ণ করার জন্য সবসময় পরিশ্রম করব। আর আমার মনে হয় যে পরিশ্রমী লোকেরা কখনো জীবনে পরাজয় স্বীকার করে না। আর এজন্য আমাদের সবাইকেই এই কঠোর পরিশ্রম করতে হবে এবং নিন্দুক লোকেদেরকে উপেক্ষা করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে এর মাধ্যমে আমরা নিজেরা নিজেদের উন্নতি করতে পারব এবং দেশ ও দশের সেবা করতে পারব।
✠ ০১ ✠
জীবনে উন্নতি লাভ করতে হলে,
নিজের উপরে ভরসা রাখতে হবে।
কেউ তোমাকে সাহায্য করবে না,
নিজের কাজ নিজেকেই করতে হবে।
কাজের সময় অনেক বাঁধা-বিপত্তি,
আসবে সব সময় তোমার কর্মজীবনে।
কোন কিছুকে ভয় পেলে চলবে নাকো,
মনোবল নিয়ে সামনে এগোতে হবে।
জীবনে যদি তুমি পরাজিত হও,
সবাই তোমাকে সবসময় ঘৃণা করবে।
পরাজয়ের কোন জায়গা নেই পৃথিবীতে,
জয়ী লোককে সবাই ভালোবাসে।
✠ ০২ ✠
নিন্দুকেরা সবসময় পিছনে থাকে,
তোমাকে সব কাজেতে বাঁধা দেবে।
তোমার মন মানসিকতা নষ্ট করে,
তারা অনেক বেশি আনন্দ পাবে।
তাইতো আমাদের শপথ নিতে হবে,
সব সময় ভালো কাজ করতে হবে।
ভালো কাজের মাধ্যমে আমরা,
নিজেদেরকে উচ্চস্থানে রাখা যাবে।
তাইতো কোন কাজ করার আগে,
আমাদের আগে ভাবনা চিন্তা করতে হবে।
সঠিক লক্ষ্যে আমরা এগিয়ে যাব,
সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়াবো।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
দাদা আপনি আজকে আমাদের মাঝে বেশ সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাটি আপনি দুইটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। নিজেকে সব সময় ভালো কাজের মাধ্যমে উচ্চু স্থানে নিয়ে যাওয়া সম্ভব। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো খুবই ভালো লাগে ভাইয়া। খুব সুন্দর ভাবে আপনি কবিতা লিখে থাকেন। আপনার কবিতা লেখাগুলো যেন বেশ সচেতন মূলক দৃষ্টিভঙ্গি দিয়ে লেখা। তাই প্রত্যেক সপ্তাহে আমি লক্ষ্য করে থাকি এবং দেখার চেষ্টা করি আপনার কবিতা গুলো।
জীবনের সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতেই হবে। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা শিখরে পৌঁছানো সম্ভব নয়। তাছাড়া ঠিকই বলেছেন যারা জীবনে সফল হতে পারে না তাদের কেও মনে রাখে না। প্রতিটি সফলতার পেছনে কঠোর পরিশ্রম রয়েছে। যাই হোক খুব সুন্দর দুটি কবিতা লিখেছেন। ভালো লাগলো কবিতা দুটি পড়ে।
তাদের কঠোর পরিশ্রম হার না মানসিকতা এগুলোর অন্য একটা অর্থ ছিল তাদের তো হারানোর কিছু নেই। সমস্যা ঝামেলা এগুলো থাকবেই তাই বলে থেমে থাকা যাবে না এগিয়ে যেতে হবে। আর নিন্দুকেরা তো তাদের কাজ করবেই। তারাই তো আমার ভুলগুলো দেখিয়ে দেবে। চমৎকার লিখেছেন কবিতা টা দাদা। অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।