অসময়ের ভাবনা। কবিতা নং :- ১৩৭

in আমার বাংলা ব্লগ3 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17364874379467815037486801903060.jpg



সোর্স


এই পৃথিবীতে যারা অসময় কাজ করে তারা কখনো জীবনে সফল হতে পারে না। অর্থাৎ আপনি যদি কাজ করার সময় সেই সময়টা নষ্ট করেন তাহলে কিন্তু আপনার বাকি সময়টা কখনো সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। আসলে সময় মতো যদি আমরা কাজ করতে পারি তাহলে সেই কাজ কখনো আমাদের কাছে কঠিন হয় না। আর আপনি যদি কোন কাজ পরবর্তীতে করার জন্য রেখে দেন তাহলে সেই কাজটি দিন দিন অনেক বেশি কঠিন হতে থাকবে। আসলে একটা সময় সেই সহজ কাজ আমাদের সামনে একটা বড় বাঁধার সৃষ্টি করবে। আসলে সময় মত যারা কাজ করে এবং সময়কে কাজে লাগিয়ে যারা জীবনে বড় হওয়ার জন্য চেষ্টা করে তারা একদিন না একদিন অবশ্যই জীবনে বড় হবে।


আসলে জীবনে বড় হতে গেলে তাই তো আমাদের প্রত্যেকটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যে কোন কিছুর অর্থের বিনিময়ে ফিরে পেতে পারলেও সময় কখনো আমাদের জীবনে ফিরে পাওয়া যাবে না। অর্থাৎ এই পৃথিবীতে অমূল্য জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো সময়। অর্থাৎ আপনার জীবন থেকে এক মুহূর্ত সময় যখন চলে যাবে সেই সময়টুকু আপনি কোটি টাকার বিনিময়ে কখনো আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। তাইতো আমাদের প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং সময়ের মতো সকল ধরনের কাজ করতে হবে। আর আমরা যদি সময় মত কাজ করতে পারি তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো।


কিছু কিছু মানুষ রয়েছে যারা সময়ের কখনো সঠিক মূল্য দেয় না এবং কাজের সময় কাজ না করে বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম করে বেড়ায়। একটা জিনিস তাদের মাথায় রাখতে হবে যে এই সময়ের জন্য একটা সময় তাদের সবাইকে কাঁদতে হবে। তবু কিন্তু আপনি এই এক মুহূর্ত সময় আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। আসলে জীবনের প্রত্যেকটা উন্নত ব্যক্তিদের জীবনে তারা কিন্তু সময়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে এবং তারা সবসময় সকল ধরনের কাজ সময় অনুযায়ী করার চেষ্টা করে। আসলে তারা যতই ব্যস্ত থাকুক না কেন তারা যে কাজটি ধরবে সেই কাজটি কিন্তু সময় মতো করার চেষ্টা করবে। আর এর ফলে এই ব্যক্তি গুলো কিন্তু অন্যান্য ব্যক্তিদের থেকে আলাদা হয় এবং তারা জীবনে অবশ্যই একটা ভালো স্থানে অবস্থান করে।


✠ অসময়ের ভাবনা ✠


সঠিক সময়ে কাজ করতে হবে,
অসময়ে চিন্তা করলে হবে না।
জীবন থেকে সময় চলে গেলে,
সেই সময় আর কখনো ফিরবে না।


সময়কে যারা সঠিক কাজে লাগায়,
তারা উঁচু স্থানে পৌঁছে যায়।
অসময়ে সেই কাজগুলো করলে,
কাজে সব সময় ভুল ত্রুটি হয়।


পৃথিবীতে যারা সুখে থাকে,
তারা সময়ের মূল্য দিয়েছে।
সময় অনুযায়ী যারা কাজ করেছে,
তারাই জীবনে সফল হয়েছে।


সময়ের মূল্য কখনো হয়না,
সময় হল এক অমূল্য জিনিস।
জীবন থেকে সময় চলে গেলে,
সময়কে ফিরে পাওয়া যায় না।


অসময়ে কাজ করলে পরে,
কাজে কখনো মন বসে না।
অলস মানুষের কাজ পড়ে থাকে,
তাদের দ্বারা আর কাজ হয় না।


মন দিয়ে কাজ করতে হবে,
কাজের ক্ষেত্রে সময় নষ্ট করা যাবে না।
পরের দিনের জন্য কাজ রেখে দিলে,
সেই কাজ করা আর হয় না।


জীবনে সামনে এগোতে হলে,
সময়ের মূল্য অবশ্যই দিতে হবে।
সময় সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে,
তারাই জীবনে সব সময় জয়ী হবে।


জীবনটা কখনো ছেলেখেলা নয়,
সময় মতো কাজ করতে হবে।
বাকি জীবনে সুখী হতে গেলে,
প্রথম অবস্থায় পরিশ্রম করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 months ago 

আপনার কবিতাটি সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং সময়ের গুরুত্বকে সুন্দরভাবে তুলে ধরেছে। সময়ের সঠিক ব্যবহার আমাদের জীবনে সফলতা এনে দিতে পারে, যা আপনি খুবই গভীরভাবে বর্ণনা করেছেন। প্রতিটি শব্দ যেন আমাদের জীবনের উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেয়। আপনার কবিতায় যে পরিশ্রমের কথা বলা হয়েছে, তা বাস্তবে প্রয়োগ করলে জীবনে সত্যিই সুখী হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

1000022295.png

1000022294.png

1000022293.png

1000022292.png

1000022291.png

1000022269.png

 3 months ago 

আপনার কথাটা যথার্থ ছিল। সময়ের কাজ সবাইতে না করতে পারলে অসময়ের ভাবনা করে কোন লাভ নেই। সাফল্যতার চেয়ে ব্যর্থতা বেশি হয়। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে গুছিয়ে সজাগ দৃষ্টিভঙ্গির কথাগুলো উপস্থাপন করছেন দেখে।

 3 months ago 

জীবন থেকে যেই সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না। এজন্য আমাদের সময়ের মূল্যায়ন করতে হবে। যে সময়ের মূল্যায়ন করতে পারে সে অবশ্যই সাফল্যতা অর্জন করবে।

 3 months ago 

বরাবরের মত খুব চমৎকার কবিতা শেয়ার করেছেন দাদা। আপনার কবিতাগুলো অনেক ভালো লাগে। আপনার কবিতা থেকে অনেক কিছু শেখার আছে দাদা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

যারা সময় অপচয় করে একটা সময় গিয়ে সময় তাদের অপচয় করে। যারা সময়ের মূল‍্য দেয় না তারা কখনোই ভালো কিছু করতে পারে না। সময়ের কাজ সময়ে করার কোন বিকল্প নেই। দারুণ লিখেছেন ভাই। কবিতা টা বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 84254.45
ETH 1909.38
USDT 1.00
SBD 0.77