সংগ্রাম। কবিতা নং :- ৯৩
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে পরিশ্রম ছাড়া কেউ কখনো উন্নতি লাভ করতে পারে না। আপনার কাছে যতই অর্থ সম্পত্তি থাকুক না কেন আপনি যদি সময় মতো পরিশ্রম না করেন তাহলে সবকিছুই মূল্যহীন হয়ে যাবে একদিন। তাইতো সময়ের মূল্য দিয়ে সঠিক সময়ে পরিশ্রম করা অবশ্যই সবার উচিত। আসলে জীবনে সুখের সময় সবাই আমাদের পাশে থাকবে। কিন্তু দুঃখের সময় হয়তোবা কেউ আমাদের পাশে থাকবে না। আর যারা আপনাদের দুঃখের সময় পাশে থেকে যাবে তারাই কিন্তু সারা জীবন আপনাদের পাশে থেকে যাবে। কারণ মানুষ দুঃখের সময় কেউ পাশে থাকতে চায় না এবং অন্যের দুঃখের বোঝা কেউ কখনো ঘাড়ে নিতে চায় না। আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত সংগ্রাম চলে আসছে। এই সংগ্রামে কেউ জীবনে জয়ী হচ্ছে আবার কেউই সংগ্রামে জীবনে পরাজিত হচ্ছে। কিন্তু এই জীবন সংগ্রামে যারা পরাজিত হচ্ছে তারা সমাজের কোথাও ভালো কোন জায়গায় স্থান পাচ্ছে না।
এই পৃথিবীতে অনেক লোক রয়েছে যারা গরীব ঘরে জন্মগ্রহণ করেও প্রচুর পরিশ্রম করে সব সময়। আসলে পরিশ্রমই কিন্তু সৌভাগ্যের প্রসূতি। এই প্রবাদটির সাথে আমরা সবাই পরিচিত। আসলে জন্মের পর থেকে যতদিন না আমরা মায়ের আঁচলের নিচে থাকি ততদিন পর্যন্ত এই পৃথিবীর সংগ্রাম সম্পর্কে আমাদের কোন ধ্যানধারণার সৃষ্টি হয় না। কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে থাকি তখন এই পৃথিবীর সকল সংগ্রামের ফল আমরা অনুভব করতে পারি এবং আমরাও এই সংগ্রামে লিপ্ত হয়ে যাই আস্তে আস্তে। আসলে জীবন সংগ্রামে একবার লিপ্ত হয়ে গেলে সেই সংগ্রাম থেকে আর কখনো বেরিয়ে আসা যায় না। আসলে জীবন সংগ্রাম এমনই একটা সংগ্রাম যে সংগ্রামে আপনি নিজেই এগিয়ে যাবেন এবং আপনি নিজের মতো আবার বেরিয়ে আসতে পারবেন না।
তাইতো সকল অলসতাকে ত্যাগ করে আমাদের এখনই বিভিন্ন কাজে লেগে পরা উচিত। আসলে কোন কাজই কখনো ছোট নয়। আর মানুষ এই ছোট ছোট কাজ করতে করতে একদিন বড় কাজ পেয়ে যায়। এছাড়াও আপনি যদি সৎভাবে কোন কাজ করে থাকেন তাহলে সেই কাজের ফল সব সময় ভালো হয়। কিন্তু আপনি যদি সৎ ভাবে কোন কাজ না করেন তাহলে সেই কাজের ফল কখনোই ভালো হতে পারে না এবং সেই কাজের দ্বারা আরো দশ জন মানুষের অনেক বেশি ক্ষতি হয়। এই পৃথিবীতে অনেক গরীব পরিবারের সন্তান রয়েছে যারা তাদের পরিশ্রমের মাধ্যমে আজ পৃথিবীতে উঁচুস্তরে বসবাস করছে। এছাড়াও তাদেরকে সবাই শ্রদ্ধার সাথে মনে রাখে সব সময়।
✠ সংগ্রাম ✠
পৃথিবীতে যদি মাথা উঁচু করে,
দাঁড়াতে নাহি পারো তুমি।
সবাই তোমারে ঘৃণা করবে,
সম্মান পাবে না কোনদিনই।
শত পরিশ্রম করেও তুমি,
যদি জীবনে হার মেনে যাও।
সবাই তোমায় দেখিয়ে বলবে,
অলসতার মাঝে তুমি দিন কাটাও।
বসন্তের কোকিল সবাই পৃথিবীতে,
কারণ সুসময়ে সবাই পাশে থাকে।
দুঃসময়ে তুমি পাবে নাকো,
একাই এগিয়ে যেতে হবে সামনেতে।
কত লোক তোমায় পরিহাস করবে,
খারাপ বলবে সবাই তোমারে।
যেদিন তুমি উন্নতি করবে জীবনে,
ভালোবাসবে সবাই তোমারে অঝোরে।
বর্তমানের পরিবেশের সাপেক্ষে,
জীবন যুদ্ধ অনেক কঠিন।
কারণ যাদের অনেক অর্থ আছে,
তারাই নাকি দেশ করবে স্বাধীন।
জোরে কত লোক,
সমাজের উঁচু স্তরে আছে।
আমাদের তো ভাই অর্থ নেই,
তাই আমাদের অবস্থা নিচুস্তরে।
সংগ্রাম করে তাই তো আমাদের,
টিকে থাকতে হবে এই সমাজে।
ভালো কিছু করার জন্য,
কঠোর পরিশ্রম করতে হবে সকলের।
সুষ্ঠ শিক্ষা অর্জন করে সবাই,
জীবনে উন্নতি লাভ করব।
চুরি বিদ্যাকে ছেড়ে দিয়ে,
নতুন এক সমাজ গড়বো।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
পৃথিবীতে বেঁচে থাকতে হলে সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে সে ব্যক্তি খুব সহজেই উন্নতি লাভ করতে পারে। দাদা আপনার স্বরচিত সংগ্রাম কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো কবিতার প্রতিটি লাইন অনেক চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইল।
একদম চরম সত্য কিছু কথা দিয়ে আপনি আজকের কবিতা সাজিয়েছেন। খুব ভালো লেগেছে দাদা কবিতাটি পড়ে। আসলেই প্রতিটি লাইনেই সংগ্রামের ছোঁয়া পেলাম। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত চমৎকার একটি সংগ্রামী কবিতা শেয়ার করার জন্য।
প্রিয় দাদা আপনার লেখা সংগ্রাম শিরোনামের কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার লেখা এই কবিতার ভাষাগুলো অত্যন্ত সাবলীল হয়েছে। কবিতার মাঝে মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার দারুন এক অনুপ্রেরণা চমৎকারভাবে ফুটে উঠেছে। একই সাথে আপনার এই কবিতার শেষের চারটি লাইন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
আপনার লেখা কবিতা গুলো বরাবরই ভীষণ ভালো লাগে দাদা ৷ আজকেও বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ আপনার লেখা সংগ্রাম কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতাটি এবং কবিতা প্রত্যেকটা লাইন ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
অনেক সুন্দর কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে বেশ ভালো লেগেছে আমার। এমনিতেই খুব সুন্দর সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। ঠিক তেমনি একটি কবিতা পড়তে পারলাম।
একটা কথা ঠিক দাদা আপনি যতই চেষ্টা করুন না কেন সেটা কেউ দেখবে না যদি না আপনি সফল হন। সবাই সফলতা দিয়েই বিচার করে। আর পরিশ্রম সেটা তো একপ্রকার নিয়তি। পরিশ্রম মানুষের ভাগ্য মানুষের গন্তব্য সবকিছুই প্রকাশ পরিবর্তন করতে পারে। কবিতা টা চমৎকার লিখেছেন দাদা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।