স্বরচিত কবিতা: জীবনের সুর।

in আমার বাংলা ব্লগ6 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৭ এপ্রিল ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার ।
বাংলায় ০৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করব। কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি। কবিতা পড়তেও বরাবরই আমি অনেক বেশি পছন্দ করি। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখা আজকের নতুন ব্লগটি...........

20250417_214115.jpg

Source

জীবনের সুর
লেখাঃ তানহা তানজিল তরসা

জীবন এক রহস্যময় স্রোত,
নদীর মতো বয়ে চলে ক্ষণে ক্ষণে,
কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ ঢেউ,
আনন্দে আর বেদনায় গাঁথা তার বরণে।

পথের বাঁকে বাঁকে ছড়িয়ে আছে আলো,
আছে কিছু ছায়া, আছে কিছু ভালোবাসা,
আছে প্রতীক্ষা, ব্যর্থতা আবার আশা,
আছে চোখের জল আবার হঠাৎ হাসা।

শৈশব আসে ফুলের মতো খোলা,
স্বপ্নে ভরা, কলকল রবে,
তারপর যৌবন ছুটে যায় রথে,
সাহস প্রেম আর সংগ্রামে ভরে।

বয়স যখন কাঁপে সন্ধ্যা রোদের মতো,
তখন ফিরে তাকাই জীবনের ছবিতে,
কত গল্প কত না বলা কথা
সব জমে থাকে হৃদয়ের কোণাতে।

জীবন শেখায় হার মানাই নয় সব,
যুদ্ধ করাই হলো বাঁচার ধর্ম,
অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছানো,
এই তো জীবন এই তার মর্ম।

মূলভাব:

এই কবিতায় জীবনের বিভিন্ন পর্যায় ও অভিজ্ঞতার চিত্র তুলে ধরা হয়েছে। শৈশবের সরলতা, যৌবনের সংগ্রাম আর বার্ধক্যের উপলব্ধি সব মিলিয়ে জীবন এক অপূর্ণ অথচ সুন্দর যাত্রা। কবিতাটি বোঝাতে চায় যে জীবনে যেমন সুখ আছে, তেমন দুঃখও আছে, আর এই দ্বৈততার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। জীবনের প্রতিটি ধাপই শেখায় কিছু না কিছু, আর সেই শেখাই মানুষকে পরিপূর্ণ করে তোলে।


পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250405_233853.jpg

Sort:  
 6 days ago 

জীবন মানেই যুদ্ধ। জীবনের প্রতিটি পদক্ষেপে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন কবিতার মাধ্যমে। কবিতা আবৃতি করে খুব ভালো লাগলো আপু। চমৎকার কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে অফিস চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। কবিতার লাইনগুলোর জাস্ট অসাধারণ ছিল।

 4 days ago 

আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করে উৎসাহিত দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 5 days ago 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার লেখা কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমি নিজেও অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93178.55
ETH 1794.56
USDT 1.00
SBD 0.82