স্বরচিত কবিতা: জীবনের সুর।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করব। কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি। কবিতা পড়তেও বরাবরই আমি অনেক বেশি পছন্দ করি। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখা আজকের নতুন ব্লগটি...........
জীবন এক রহস্যময় স্রোত,
নদীর মতো বয়ে চলে ক্ষণে ক্ষণে,
কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ ঢেউ,
আনন্দে আর বেদনায় গাঁথা তার বরণে।
পথের বাঁকে বাঁকে ছড়িয়ে আছে আলো,
আছে কিছু ছায়া, আছে কিছু ভালোবাসা,
আছে প্রতীক্ষা, ব্যর্থতা আবার আশা,
আছে চোখের জল আবার হঠাৎ হাসা।
শৈশব আসে ফুলের মতো খোলা,
স্বপ্নে ভরা, কলকল রবে,
তারপর যৌবন ছুটে যায় রথে,
সাহস প্রেম আর সংগ্রামে ভরে।
বয়স যখন কাঁপে সন্ধ্যা রোদের মতো,
তখন ফিরে তাকাই জীবনের ছবিতে,
কত গল্প কত না বলা কথা
সব জমে থাকে হৃদয়ের কোণাতে।
জীবন শেখায় হার মানাই নয় সব,
যুদ্ধ করাই হলো বাঁচার ধর্ম,
অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছানো,
এই তো জীবন এই তার মর্ম।
এই কবিতায় জীবনের বিভিন্ন পর্যায় ও অভিজ্ঞতার চিত্র তুলে ধরা হয়েছে। শৈশবের সরলতা, যৌবনের সংগ্রাম আর বার্ধক্যের উপলব্ধি সব মিলিয়ে জীবন এক অপূর্ণ অথচ সুন্দর যাত্রা। কবিতাটি বোঝাতে চায় যে জীবনে যেমন সুখ আছে, তেমন দুঃখও আছে, আর এই দ্বৈততার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। জীবনের প্রতিটি ধাপই শেখায় কিছু না কিছু, আর সেই শেখাই মানুষকে পরিপূর্ণ করে তোলে।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |

https://x.com/TanhaT8250/status/1912895531829133316?t=EKGplQMZvkmJRA7HP541rA&s=19
https://x.com/TanhaT8250/status/1912897682370437345?t=NcoAC8B6b8GjdfJiAn7MQw&s=19
https://coinmarketcap.com/community/post/357376058
জীবন মানেই যুদ্ধ। জীবনের প্রতিটি পদক্ষেপে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন কবিতার মাধ্যমে। কবিতা আবৃতি করে খুব ভালো লাগলো আপু। চমৎকার কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে অফিস চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। কবিতার লাইনগুলোর জাস্ট অসাধারণ ছিল।
আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করে উৎসাহিত দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার লেখা কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমি নিজেও অনেক খুশি হলাম।